![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।
সামু ব্লগে পথ চলা যতটা মসৃণ হাবার দরকার , তারচেয়ে মসৃণ আর সুন্দর হয়েছে আমার ।
অথচ যখন প্রথম এসেছিলাম , এখানকার পরিস্থিতি দেখে আমিও ভীত ছিলাম , জানিনা সে আইডি গুলো এখন কোথায় যারা ডাক্তার জানলেই কঠিন ভাবে আক্রমণ করত । আর কেউ ধর্ম বিষয়ক পোস্ট দিলেই জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে দিত । আর ফিমেল ব্লগার দেখলেই ... তাদের ঠিক ব্লগার ভাবতে পারতোনা ।
সেই কঠিন সময়ে একটি আইডি খুলি আমি ।যে কিনা একই সাথে একজন ফিমেল , একজন ডাক্তার আবার ইসলাম নিয়েও পোস্ট দেয় । অত্যন্ত সাহসী একজন ডাক্তার ব্লগে এসেছিলাম ভীত হরিণীর মত ।
যে বিষয় টা নিয়ে লিখার জন্য কী বোর্ড হাতে নিয়েছিলাম , সে বিষয় নিয়ে যদিও আজো লেখা হয়নি ।আমার শিক্ষিত অল্প বয়সী পেসেন্ট কন্ট্রাসেপ্টিভের ভুল তথ্যের জন্য প্রেগন্যান্ট হয়ে যায় , পরবর্তীতে আবার স্পন্টেনিয়াস এবরশন হয়ে যায় ।ভুল তথ্যগুলো দিয়েছিলেন তার অফিসের ফিমেল বস ।
শিক্ষিত সমাজে এত ভুল তথ্যের ছড়াছড়ি দেখে ব্যথিত হয়েছিলাম , সত্যি কথা যেটা মেয়েটির কষ্ট আমাকে কষ্ট দিচ্ছিল , কেন যেন ডক্টর পেশেন্ট রিলেশনশিপের বাহিরে গিয়ে আপন আত্মীয়ার মত তার জন্য কষ্ট পেয়েছিলাম । সে আমাকে রিকোয়েস্ট করেছিল , কিছু লিখতে ।।
“হ্যাঁ লিখব , কথা দিলাম ।“
যদিও সে বিষয়ে ব্লগ পোস্ট আমি দেই নি । আরও পোস্ট দেইনি ব্রেস্ট ক্যান্সার নিয়ে যা এখন এক নম্বর মৃত্যুর কারণ আমাদের মহিলাদের । পোস্ট দেইনি জরায়ু মুখের ক্যান্সার নিয়ে যা সহজে প্রতিরোধ করা যায় । পোস্ট লিখিনি বাল্য বিবাহ নিয়ে যার ভয়াবহতার শিকার আমার নিজের সেক্রেটারি ।ভাবি অনেক কিছু লিখা উচিত ।
লিখেছি ,স্তন্যদানকারী মায়ের খাবার দাবারের উপর , শিশু বুকের দুধ পাচ্ছে কিনা তার উপর , হাইপোথাইরয়েড হলেই বাচ্চা হবেনা কথাটা সত্যি নয় , মহিলাদের সৌন্দর্য থাকে পুরুষের অন্তরে ... , লিখেছি একলাম্পসিয়া নিয়ে , এন্টিপারটাম হেমোরেজ নিয়ে , ফরমালিন মুক্ত খাবারের আন্দোলন করে , এন্টিবায়োটিক রেজিসটেন্স নিয়ে , অত্যন্ত সেনসেটিভ বিষয় যৌন আচরণ নিয়ে , এমনকি ধর্ষক নিয়েও ।
হ্যাঁ , এ সব কিছুই কথায় কথায় গল্প করতে করতে পাঠক কে পড়িয়ে দেয়া হয়েছে ।
ধর্মীয় পোস্ট এর মধ্যে সফল ভাবে লেখা হয়েছে , সুরা আবু লাহাব । যা নিয়ে অনেক বিদ্বেষী দের মত আমার মনেও অনেক প্রশ্ন ছিল । প্লাস অন্যান্য আরও অনেক কিছু ।
অত্যন্ত দায়িত্বশীল একটি পেশার কর্মী হিসেবে সময় স্বল্পতার কারণে ব্লগারদের সাথে ভাল আন্তঃযোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়নি । আপনারা ও সেটা জানেন আর জেনেশুনেও সব সময় কি বিপুল উৎসাহ দিয়ে গেছেন ।
কিন্তু আপনারা হয়ত জানেন না , আপনাদের উদারতা কী গভীর কৃতজ্ঞতা ভরে আমি অন্তরে রেখেছি । কত কত পোস্ট আছে আমাকে উৎসর্গ করা । কত পোস্টে আছে , আমিও একজন প্রিয় ব্লগার ।কতটা আপন আমাকে আপনারা মনে করেন যখন আপনাদের ফোন কল গুলো আমি পাই আমি অনুধাবন করি । আর আজে বাজে কয়েকজনের ও দেখা পেয়েছি , তাদের নাম ও ভুলে যাইনি । তাদের প্রতিও কৃতজ্ঞতা । তারা বাজে পরিস্থিতি তৈরি করেছিলেন বলেই আমি ঝাঁঝাঁ টাইপের আরও বন্ধু পেয়ে গেছি । অকৃত্রিম বন্ধুত্ব দিয়ে যারা সম্মানিত করেছেন তাদের স্থান ও মাথায় থাকবে সব সময় ।
সামু ব্লগ আমার অত্যন্ত প্রিয় ।নানা রকম দুর্যোগময় পরিস্থিতিতে কিভাবে ধৈর্য ধরে ব্লগ এগিয়ে গেছে তা দেখে অনুপ্রাণিত হয়েছি । আমার প্রিয় লিস্টে এমন সব পোস্ট আছে যেগুলি পড়তে পেরে আমি ব্লগার হিসেবে হয়েছি গর্বিত ।
সবার প্রতি কৃতজ্ঞতা ।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
না পারভীন বলেছেন: ধন্যবাদ প্র পা ভাই ।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩২
খেলাঘর বলেছেন:
শুভেচ্ছা, লিখুন।
দরিদ্র ক্যানসার রোগীরা সিংগাপুর, বোম্বে বা নিউইর্ক যেতে পারে না; 'তাবিজ' তাদের কোন উপকারে লাগবে?
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০২
মনিরা সুলতানা বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা নাপা ...
দায়িত্ব শীল ব্লগিং এর জন্য তুমি সব সময় ই ধন্যবাদ প্রাপ্য
জাজাক আল্লাহ খায়রান
শুভ কামনা
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৩
না পারভীন বলেছেন: ধন্যবাদ মসু মনি ।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৫০
ঢাকাবাসী বলেছেন: শুভেচ্ছা।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৬
না পারভীন বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯
সুমন কর বলেছেন: দ্বি বর্ষ পূর্তির শুভেচ্ছা রইলো।
সামুর সাথে এভাবেই থাকুন-দীর্ঘদিন।
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৯
না পারভীন বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই । চেষ্টা থাকবে অবশ্যই
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
অপূর্ণ রায়হান বলেছেন: দুই বছর পূর্তিতে অভিনন্দন
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৬
না পারভীন বলেছেন: ধন্যবাদ রায়হান । আপনার জন্য কথা হল আপনি হারিয়ে গিয়েছিলেন , আবার ফিরে এসেছেন দেখে আমিও ব্যাপক আনন্দিত হয়েছিলাম
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৪
মামুন রশিদ বলেছেন: দুই বছর পূর্তির শুভেচ্ছা আপু
লিখে যান নিজের মত করে, নিজের আনন্দে । একজন ডাক্তার হিসাবে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আপনি অগ্রণী ভূমিকা পালন করতে পারেন ।
ভালো থাকবেন । শুভকামনা ।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫
না পারভীন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭
মামুন হতভাগা বলেছেন: শুভ কামনা রইল
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৭
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
দ্বিতীয় বর্ষপূর্তির অভিনন্দন গ্রহণ করুন, নারগিস পারভিন আপা....
আমার অভিজ্ঞতায় আমি কিছু ভালো ডাক্তার পেয়েছি, যাদের কখনও ভুলে যাওয়া সহজ হবে না। এক সময়ের এক সহকর্মী, জানি না তিনি এখন কোথায়, আমার জানামতে নতুন প্রজন্মের মধ্যে চমৎকার এবং চিকিৎসক।
আপনি যেসব নেতিবাচক বিষয় তুলে ধরেছেন, সেগুলোকে মিথ্যা প্রমাণ করার
জন্যই আপনার মতো ডাক্তারদের আরও লেখা উচিত....
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪০
না পারভীন বলেছেন: ব্লগের অন্যতম অনুপ্রেরণা দান কারী ব্লগার আপনি মইনুল ভাই যেমনটা এখনো দিলেন
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
স্বপ্নবাজ অভি বলেছেন: দ্বি বর্ষ পূর্তির শুভেচ্ছা
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪১
না পারভীন বলেছেন: ধন্যবাদ অভি
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
সোহেল আহমেদ পরান বলেছেন: ভালো লাগলো জেনে ।।
শুভেচ্ছা আপনাকে।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪২
না পারভীন বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩২
সায়েদা সোহেলী বলেছেন: বর্ষ পূর্তির শুভেচ্ছা দোস্ত
লিখে যাও তোমার মতো করেই.. .
শুভকামনা সবসময়
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪
না পারভীন বলেছেন: ধন্যবাদ সা সো।
১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৩
ফারজুল আরেফিন বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা.......
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫
না পারভীন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আরেফিন ভাই
১৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৮
হাসান মাহবুব বলেছেন: শুভ ব্লগিং।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬
না পারভীন বলেছেন: অনেক ধন্যবাদ হা মা
১৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫২
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শুভেচ্ছা
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭
না পারভীন বলেছেন: বিনীত ধন্যবাদ হার্ট ভাই
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২১
কয়েস সামী বলেছেন: আপি অাপনার ঠিকানাটা দরকার ছিল। মেইল করে দেবেন। ম্যাগাজিনটা পাঠাব।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৪
না পারভীন বলেছেন: যখন থেকে আপনি ঠিকানা চাচ্ছিলেন, তখন থেকেই আমরা শুধু স্থান পরিবর্তনের উপর ছিলাম। বাসা, অফিস সবই শুধু পরিবর্তিত হচ্ছিল। ভাবছিলাম গাড়িতে বাসা থাকলে সবচেয়ে ভাল, এক জায়গা থেকে আরেকজায়গা যাওয়ার সময় শুধু চালিয়ে নিয়ে যাওয়া।
মামার ঠিকানা দেই। বাসাতে আমরা কেউ ই থাকিনা গভীর রাত ছাড়া। নতুন বাসা মেইল এড্রেস ও জানিনা ঠিকমত।
" সাংবাদিক মো: রফিকুল ইসলাম
ফ্রেন্ডস হাসপাতাল
চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার
লক্ষীপুর
০১৭১৬৫৭৭২৮৩
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫
আবু শাকিল বলেছেন: দুই বছর পূর্তির শুভেচ্ছা আপু।
ভাল থাকুন এবং লিখে যান
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৭
না পারভীন বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই। ভাল থাকুন এই শুভ কামনা রইলো।
১৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯
আমি তুমি আমরা বলেছেন: দ্বিবর্ষপূর্তির অভিনন্দন ও শুভেচ্ছা
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮
না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাই । আপনিও লিখে যান সুন্দর সুন্দর পোস্ট ।
১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১
এহসান সাবির বলেছেন: দ্বি বর্ষ পূর্তির শুভেচ্ছা রইলো আপু।
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২২
না পারভীন বলেছেন: ধন্যবাদ এহসান ভাই । আপনার মেধা খাটানো পোস্ট গুলো অনেক ভাল লাগে ।
২০| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৩
কলমের কালি শেষ বলেছেন: অসংখ্য অভিনন্দন !!...
। এখন মিষ্টি খাওয়ান লাগবো !!...
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯
না পারভীন বলেছেন: ধন্যবাদ কলম ভাই । চলে আসেন এখানে । অনেক ভালো মিষ্টি পাওয়া যায় । আর কোথাও পাওয়া যায়না ।
২১| ১৪ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় বছর হোক আনন্দময় এবং মসৃণ। আর যে পোষ্ট গুলো দেয়ার নিমিত্তে ব্লগ পরিবারে আগামন সেই পোষ্টেগুলো অপেক্ষায় আমরা।
সুস্থ থাকুন নিরন্তন
১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬
না পারভীন বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই । সুস্থ থাকুন নিরন্তন , সাধারণ এক শুভকামনা
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৪
আলম দীপ্র বলেছেন: দ্বি বর্ষ পূর্তির শুভেচ্ছা
২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: শুভচ্ছা রইল আপু...
২৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপু, যে বিষয়গুলো নিয়ে লিখেন নি, সেগুলো নিয়ে পোস্টের জন্য অপেক্ষায় রইলাম...
২৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুই বছর পূর্তির অনেক শুভেচ্ছা। আপনি আমার অনেক প্রিয় একজন ব্লগার। নতুন বছরে অনেক আনন্দময় হোক পথচলা।
২৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
ভাইস্তা বলেছেন: দুই বছর পূর্তিতে অভিনন্দন জানাই।
অনেক অনেক শুভ কামনা।
২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২৩
জাফরুল মবীন বলেছেন: দু’বছর পূর্তিতে বোন না পারভীনকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা
(২৬শে নভেম্বর থেকে মাসাধিককাল ব্লগে না থাকায় পোস্টটা মিস করেছিলাম;তাই শুভেচ্ছা জানাতে দেরী হলো )
২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১০
একলা ফড়িং বলেছেন: দুই বছর পূর্তিতে অনেক অনেক শুভকামনা আর ভালবাসা নাপা আপুউউউ
আপনার পোস্টগুলো বরাবরই অনেক শিক্ষামূলক হয়, নতুন অনেক কিছুই জানতে পারি। আরও বেশি বেশি পোস্টের আশা রইল
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৬
প্রবাসী পাঠক বলেছেন: দ্বি বর্ষ পূর্তির শুভেচ্ছা।