![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
©ডাঃ নার্গিস পারভীন [email protected]স্বল্প, মাঝারি মাত্রার সংবেদন শীল মৌলিক লেখা I শিশুদের নাগালের বাহিরে রাখুন। পূর্বঅনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা যাবেনা ।
আমি কিন্তু কাউকে হাসাতে পারিনা । এই রেয়ার গুণ আমার নাই ।অবশ্য যখন কোন রোগী আমার কাছে আসে হাসি হাসি মুখে আমি উপদেশ গুলো দিতে থাকি ।
প্রেগনেন্ট মহিলাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় । এরকম এক রোগী আমার কাছে এল ।উপদেশের মধ্যে একটা ছিল , প্রথম তিন মাস আর শেষ দেড় মাস সহবাস নিষেধ । রোগী মন দিয়ে শুনল । তারপর বলল , মেডাম আমি পুকুরে যেতে পারবোনা ?
>> বেকুব নি কোনো ? আমি কি উপদেশ দিলাম আর সে কি প্রশ্ন করল । আমি বললাম , “ আমি বলেছি স্বামী সহবাস নিষেধ । পুকুরে যাওয়া নিষেধ এটা তো বলিনি । পুকুরে গেলে যাবা সমস্যা কী ?
ভুলবুঝাবুঝির চুড়ান্ত এই অবস্থায় আমার এসিস্টেন্ট পান্না যে আঞ্চলিক বাংলা থেকে শুদ্ধবাংলায় তরজমা করে । সে বিজ্ঞ ভাবে হাসতে হাসতে বলল , স্বামী স্ত্রী মেলামেশা মানেই পুকুরে যাওয়া ।
>>আচ্ছা ! তাই নাকি !
আমার বেকুব অবস্থা দেখে পান্না হাসতে লাগলো । না হাসলে তোমাকে বেশি সুন্দর লাগে পান্না ।
পরবর্তী রোগীর অবস্থান উপজেলা হেলথ কমপ্লেক্সে । এখানে প্রতিটি রোগীর অনেকগুলো বাচ্চা । এক মহিলা রোগীর চারটা বাচ্চা আছে । “ যা নিয়েছেন , নিয়েছেন , আর তো নেয়ার দরকার নাই । দরকার আছে ?
>না
>>তাইলে জন্মনিয়ন্ত্রণের কি কোন পদ্ধতি নিছেন নি ?
রোগী উদাশ গলায় বলল , না স্বামীর সাথে আর তেমন কথা বার্তা হয়না ।
টং করে উঠল মাথা । কথা বার্তা হয়না এই কথাটার অন্য অর্থ থাকতে পারে ।
আমি বললাম , ক্যান স্বামী বাড়ি থাকেনা ? কথা বার্তা হয়না কেন ?
বাড়িতেই থাকে ।
তাও কথা হয়না ? শুন আপনি যদি বাচ্চা হবার ভয়ে জামাই এর লগে কথা না কন তাহলে জামাই তো অন্য মহিলার লগে কাথা বার্তা শুরু করবে । সেটা তো আরেক ভেজাল । তারচেয়ে স্বামী বা স্ত্রী যে কোন একজন জন্মনিয়ন্ত্রনের পদ্ধতি নেন , তারপর কথা বার্তা বলেন সেটাই ভাল , নাকি বলেন ?
প্যাসেন্ট কে আরেকটু কাঊন্সেলিং এর পর উনি সরকার থেকে ফ্রি সাপ্লাইকৃত পদ্ধতি নেন সে দিন ই ।
আরেকটি ঘটনা কি বলব ? আচ্ছা বলি , গর্ভবতী রোগী বললেন , আপা আমার শরীর চুলকায় ।আমি ভেবে ফেললাম , যা ভাবা উচিত । কিকি কারণে একজন গর্ভবতী নারীর শরীর চুলকাতে পারে । খোঁস পাঁচড়া মানে স্কেবিসের কোন লক্ষণ আছে কিনা দেখলাম । অবট্রেটিক কোলেস্টেসিস আছে কিনা বুঝার চেষ্টা করলাম । নাকি অন্য কোন স্কিন ডিজিজ । নাহ ! কিছুই নাই । উপদেশ দিলাম , শীতকাল স্কীন ড্রাইনেসের জন্য চুলকাতে পারে । ভ্যাজলিন লোসন লাগান , ড্রাইনেস কমে যাবে । চুলকানি বন্ধ হবে ।
আমার অনুবাদ কারী পান্না আমার চিকিৎসা দেয়া দেখে এই চিকিৎসা থেকে রোগীকে উদ্ধার করার জন্য ছুটে আসল । আমাকে বলল , মেডাম এই শরীর সেই শরীর না ।
টং টং টং । থাক থাক আর কইতে হবেনা । বুঝছি যা বুঝার । ভেজাইনাল ক্যান্ডিডিয়াস হয়েছে । যা প্রেগনেন্সীতে কমন । রোগীকে বললাম , আহারে ঠিক মত শব্দ ব্যবহার করবেন না ?
রোগী চলে যাবার পর পান্না বলল ,
ম্যাডাম ভেজলিন লোসন মাখতে থাকলে তার অসুখটা কোন দিকে যেত মেডাম ? পান্না আবার হাসতে লাগলো । পান্না , না হাসলেই তোমাকে সুন্দর লাগে ।
তো যাই হোক , আমরা গ্রামের ডাক্তার । গ্রামের আসল পরিস্থিতি কি সরকারি ডাক্তার হিসেবে গ্রামে না থাকলে কিছুতেই বুঝতে পারতাম না ।
আমার হাসপাতালে কক্ষে এসে হাসপাতালের এফ , ডাব্লিও, ভি বলল , ম্যাডাম জানেন নি , আমাদের সখিনা গ্রামের এক রোগীকে নরমাল ডেলিভারী করাবে কন্টট্রাক নিল ।
আমি ভাবলাম , ভাল তো , তারপর কি ?
তারপরের ঘটনা শুনে মাথা ঘুরানী দিল । সে যে রোগীর কন্ট্রাক নিল সে হল আগে দুইবার সিজার হওয়া রোগী ।
ওহ মাই আল্লাহ ! এটা তো সিজার করাই ইন্ডিকেশন । অবশ্যই সিজার করতে হবে ।নরমালে করাতে গেলে অবশ্যই মরবে যদিনা আল্লাহ বিশেষ বিবেচনায় না বাঁচায় ।
তাই মিরাকল কিছু ঘটল কিনা শুনার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগলাম ।
কি হল জরায়ু ফেটে মারা গেল না কি বেঁচে গেল ।
>রোগীটা মারা গেল । ডেলিভারীর পরপর ই । সুন্দর একটা ছেলে সন্তান জন্ম দিয়ে ।
অহ ! আচ্ছা ডাক্তারি করা এত সোজা হইলে কি জন্য এত বছর ধরে পড়তেই আছি আর পড়তেই আছি । এখনো ব্যাগের মধ্যে একটা ভারী বই আছে । কিন্তু সেই কন্ট্রাক্ট ওয়ালীর কি হল ? প্রিভিয়াস টু সিজারের রোগীকে নরমাল ডেলিভারী করাতে যায় । কেউ তারে ধরে নাই ?
>না
কি বিচিত্র ব্যপার । ডাক্তারদের তো পান থেকে চুন খসলেই জাতীয় সম্প্রচার মাধ্যমে জাতীয় ভিলেন হিসেবে নাম উঠে যায় । এর কিছুই হইলোনা ?
>মেডাম , কেন বড় স্যারেরা দেখেনা , সে যে এত বড় বড় করে নামের আগে ডাক্তার লাগিয়ে বিশাল চেম্বার দিছে ? আমি একদিন তার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার চেম্বারের সাইন বোর্ড দেখতে দেখতে গাছের লগে এক ধাক্কা খাইছি । ডাক্তার সখিনা বেগম ।
নামের সাথে কত এ,বি,সি,ডি ওয়ালা ডিগ্রী । আমি কইলাম এত বড় ডাক্তার আবার কোত্থেকে আইলো । পরে বুঝলাম এইটা আমাদের সখিনা । এগুলি দেখার কেউ নাই ?
কি জানি , কেন সবাই টিনের চশমা পরে আছে । কেউ কিছু দেখেনা । সবাই তো বাংলাদেশের বড় বড় ডাক্তার । ডাক্তারি করাটাই সবচেয়ে সহজ । তার এক নমুনা হল , এক মা এসেছে দেখাতে । তার সাথে তার বাচ্চাটাকে ও দেখাবে । সরকারি হাসপাতালে ডাক্তারের চেম্বারে একই সাথে অনেক রোগী চেম্বারে ঢুকে পড়ে । পেসেন্টদের প্রাইভেসী কম । তো বাচ্চার মা দেখাচ্ছে বাচ্চার গায়ে কিছু স্কিন ডিজিজ হয়েছে ।
রোগীর অসুখ গুলো মন দিয়ে দেখছিলাম । আরেকজন রোগী ও বাচ্চার সমস্যা টা মন দিয়ে দেখল ।
আমি কিছু বলার আগেই সে মাকে বলতে শুরু করল , এগো নিম পাতা আর কেইচ্ছা ( একটা কিলবিলে প্রাণী) বেটে লাগাও নাই কেন ? ভাল হয়ে যাইতো এক রাতের মধ্যে ।
আমি বিরক্ত হয়ে বললাম , দেখি আমাকে দেখতে দেন ...
রোগীনী উতসাহে কোন প্রকার ভাটা পড়ল না , সে আবার বলল , নিম পাতা আর কেইচ্ছা ( এইটা কিন্তু একটা কিলবিলে প্রাণী ) বেটে লাগাইলে ভাল হয়ে যায় আফা ।
এবার আর বিরক্ত হলাম না , বেশ আগ্রহ নিয়ে সিরিয়াসলি বললাম , আচ্ছা , ঠিক আছে আপনি আমার পাশে টেবিল চেয়ার নিয়া আরেকটা চেম্বার খুলে বসে পড়েন ।
রোগীনি হাসছে , আর যাবতীয় রোগী যারা দেখাতে এসেছে তারাও হাহা করে হাসছে ।
আমার আরেক রোগীর হাসবেন্ড অবশ্য ঠিক করলেন , তিনি অবশ্যই একটা চেম্বার দিবেন । “ মেডাম আমি রানুকে নিয়ে ( ওয়াইফের নাম ) ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে যে জ্ঞান হাসিল করেছি এটা দিয়ে জনকল্যাণে একটা চেম্বার খুলব ভাবছি । “
আমি বিজ্ঞ মতামত প্রকাশ করার আগেই বেচারার ওয়াইফ বলল , ও বাংলাদেশের জনসংখ্যা এমনিতেই বেশি । কিছু কমানোর প্ল্যান থাকলে চেম্বার খুলে বসে পড় , সমস্যা নাই হাহাহা ।
হাহাহা ।
একদিন ফোন এল , হ্যালো ম্যাডাম , আমি বিলকিস । আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসতে চেয়েছিলাম । আপনি কি শীতের পিঠা পছন্দ করেন ?
>নাহ ! আমি শীতের মিষ্টি পিঠা পছন্দ করিনা
>>ও তাইলে জিজ্ঞেস করছি এইটা তো ভালই হয়েছে । নাহলে তো মিষ্টি পিঠা বানিয়ে নিয়ে আসতাম ।
হুম , আমি ঝাল পিঠা পছন্দ করি । শীত যাক , তুমি তখন ঝাল টাইপের কিছু নিয়ে এস ।
রোগী চিন্তায় পড়ে গেল । ঝাল পিঠা !!!
যাক , কিছুদিন থামানো গেল । যতদূর জানি আমাদের এই অঞ্চলে শীতের বেশির ভাগ পিঠাই মিষ্টি । ঝাল পিঠার চিন্তায় পড়েছে এটা ওর ট্রিটমেন্ট । আমাকে কিছু না খাওয়ালে তার অসুখ ভাল হবেনা । কিন্তু শীতের মধ্যে পিঠা বানানোর হাত থেকে বাঁচুক । সে ভাল হয়ে উঠুক ।
একদিন রাত দেড়টা পর্যন্ত রোগীর পাশে দাঁড়িয়ে থেকে প্যাসেন্ট কে প্রয়োজনীয় চিকিৎসা দিলাম ৩ জন ডাক্তার আর হাসপাতালের যাবতীয় স্টাফ মিলে সেই সংগে গভীর রাতে এসেছিলেন ব্লাড ডোনার ( ব্লাড ডোনাররাই প্রকৃত হিরো ) ।
পেসেন্ট সেটেল হবার পর রোগীর ভাইকে বললাম , আপনার রোগীযে খারাপ বুঝতে তো পারছেন । যে ভাবে চিকিৎসা পাবার দরকার সব করা হয়েছে । এই রাতে বড় হাসপাতালে রেফার্ড করা হলনা , কারণ রাতে যেতে যেতে আরো খারাপ হবে । কিন্তু রাতে ধরেন খারাপ হয়ে মরে যেতে পারে ,অনেক কিছুই তো আমাদের নিয়ন্ত্রনের বাহিরে । এখন আপনারা কি চান অন্য হাসপাতালে নিয়ে যেতে ?
> না
তাহলে রোগী যে খারাপ এইটা জেনেছেন এই বিষয়ে একটা লিখিত দিয়ে রাখেন ।
আপনারাতো দেখলেন আমরা আমাদের পক্ষে যা যা সম্ভব সব করেছি । কিন্তু যারা এখানে উপস্থিত নাই তারা এসে হাসপাতাল ভাংচুর করলে আমরা বিপদে পড়ব । বলবে যে আমরা কিছুই করিনাই । রোগী খারাপ আমাদের বলেন নাই কেন , তাহলে আমরা মেডিকেল কলেজ নিতাম , ঢাকায় নিতাম । রোগীর ভাই আমাকে কথা খুঁজে দিল ,
> হু বিদেশ নিতাম।
> হ্যাঁ , বলতে পারে ঢাকা নিতাম , বিদেশ নিতাম । ( কথা জোগাড় করে দেবার জন্য ধন্যবাদ )
>আচ্ছা সাইন দিচ্ছি ।
আল্লাহর রহমতে রোগী ভাল হয়ে উঠেছিল ।এক প্রায় মরে যাওয়া ডি আই সি র রোগী যখন বেঁচে উঠে আর হেসে উঠে ডাক্তারের সাথে কথা বলে সে অনুভূতী বুঝানো যাবেনা । তাই এঘটনাটা ঠিক মত ফুটিয়ে তোলা গেলনা । এটা শুধু মাত্র সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞতা , যে এ হাসি সৃষ্টির জন্য নিজেও একজন শিল্পী ।
মূল পোস্ট আর লম্বা করলাম না ।
হেই কার কার মন খারাপ ছিল , একটু ভাল লাগছে আমি শিওর । আমার নিজেরই তো মন খারাপ । মন কেন খারাপ এইটা জিগায়া লাভ নাই ,এইটা এক জাতীয় ব্যাধী ।
পোস্ট ডেডিকেট করা হল , একজন ২৩ বছর বয়সী শ্যাম বরণ কন্যাকে যার নাম পান্না , আমার ছায়া সংগী । যার কাছে আমি এক বিস্ময়কর নারী , যিনি বাসে , সিএনজিতে ঘুমিয়ে পড়ে ঠিকাছে কিন্তু রিকশায় কিভাবে ঘুমিয়ে পড়ে ?
( আমার বক্তব্য ঃআমার হাসপাতাল বাসা থেকে ১৮ কিমি দূরে দূরে , অবরোধের কারণে এই রাস্তা রিকশায় যেতে হয় । এতক্ষণ জেগে থেকে লাভ কী । )
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০
না পারভীন বলেছেন: মন খারাপ তো আমারো ।
প্রথম ভাললাগার জন্য অগনিত ধন্যবাদ আরমিন ।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫
যেনী বলেছেন: আপু সত্যই সকালে হাসতে হলো--অনেক মজার লিখা-আর, আরও মজার আপনার পান্না।
ধন্যবাদ
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৪
না পারভীন বলেছেন: হাহাহা , ধন্যবাদ যেনী আপুনি
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আরমিন আপু বলেছেন -আপনাকে অনেক অনেক ধন্যবাদ গ্রামের এই মানুষগুলোর এত যত্ন নিয়ে সেবা করার জন্য আর নিজের কাজের প্রতি প্রবল দায়িত্বশীল হবার জন্য !
আমিও তাই বলতে চাই আপু। শুভেচ্ছা রইল।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৩
না পারভীন বলেছেন: ধন্যবাদ কা ভা। আচ্ছা, আমাদের কাজ টি কতদূর?
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আর পোষ্ট এর কিছু অংশ পড়ে সেই রকম মজা পাইলাম আপু। হা হা হা।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৪
না পারভীন বলেছেন: বুঝছি কোন অংশ পড়ে মজা পেয়েছেন
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১
ইমতিয়াজ ১৩ বলেছেন: ৩য় ভাল লাগা।
পান্না , না হাসলেই তোমাকে সুন্দর লাগে ।
তবে আমারা জানা মতে ৩য় ডেলিভারী নরমাল হয়েছে যদিও প্রথম ২টা ছিল সিজার। আল্লাহ ইচ্ছা করলে সবই হতে পারে।
আপনার পেশায় আপনি আরো সফলতা অর্জন করুন এই প্রত্যাশা সব সময়।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৮
না পারভীন বলেছেন: আগে র ২টি সিজার, (২টি ডেলিভারি নয় কিন্তু) সিজার ইন্ডিকেশন। মন্তব্যে ভাল লাগা রইলো। ধন্যবাদ ইমতিয়াজ ভাই
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০০
ঢাকাবাসী বলেছেন: মজা পেলুম।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯
না পারভীন বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী ভাই
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০
ভারসাম্য বলেছেন: আর কত রিক্সায় যাবেন? বাইক নিয়ে নিন।
আমার পরিচিত এক আংকেলের গল্প বলি। ভদ্রলোক খুব ঘুমকাতুরে ছিলেন। উনি বাসের লোককে বলে রাখতেন স্টপেজ আসার ৫/১০ মিনিট আগে থেকে ডাকাডাকি করতে, তবুও নাকি তিনি কখনোই নির্দ্দিষ্ট স্টপেজে নামতে পারতেন না ঘুমের কারনে। মফস্বল থেকে একটু দূরে গ্রামের বাড়িতে নিজে বাইক চালিয়ে যেতেন, কিন্তু ঘরের উঠোন পর্যন্ত পৌঁছুনোর আগেই কাঁচা রাস্তার পাশের কোন বেড়া ভেঙে তাকে উদ্ধার করতে হত। ভদ্রলোকের বক্তব্য, হাইওয়ে পর্যন্ত না হয় ঘুমটা কন্ট্রোলে রেখে সাবধানে চালানো যায়, কিন্তু হাইওয়ে থেকে বাড়ির কাঁচা রাস্তায় ঢোকার পরও, কীভাবে না ঘুমিয়ে থাকা যায়!
পুরো লেখায় যা না মজা পেয়েছি, তার চেয়ে অনেক বেশি মজা পেলাম, আপনার রিক্সায় ঘুমিয়ে পড়া শুনে। ভাগ্যিস একজন সহচরী সাথে থাকে। সাবধানে থাকবেন। শুভকামনা।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮
না পারভীন বলেছেন: হু, অভি, পান্না বলছে আমি ও বাইক চালাতে গেলে ঘুমিয়ে পড়ব।
বাইক কেনার প্ল্যান বাতিল আপাতত। ঢাকা গেলে কিনবো
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৯
সুমন কর বলেছেন: অনেক দিন পর, আপনার পোস্ট পেলাম। মজার পোস্ট।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬
না পারভীন বলেছেন: ধন্যবাদ সুমন
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৮
শেখ মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন: ১০০% রম্য রচনা। অনেক মজা পেলাম। ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৭
না পারভীন বলেছেন: ধন্যবাদ মেসবাহ ভাই
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৬
মনিরা সুলতানা বলেছেন: তোমার কাউকে হাসানোর দরকার নেই হাসি হাসি মুখে শুধু রোগীদের উপদেশ দিতে থাক , বাংলার মা আর ভবিষ্যৎ প্রজন্ম ভাল থাকবে ।।
পোস্ট এ ++++
শুভ কামনা নাপা মনি
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫
না পারভীন বলেছেন: দোয়া কর । আমার যে মন খারাপ লিখছি সেটা কিন্তু মিথ্যা নয় ।
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: খুব প্রাণবন্ত একটা লেখা।
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
না পারভীন বলেছেন: ধন্যবাদ হা মা ।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম... শুধু 'কিছু অংশ' নয়... বাকি অংশও কম মজার ছিল না...
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫১
না পারভীন বলেছেন: হাহাহা , বেস্ট রিডার । খুব ভাল লাগা রইল মন্তব্যে মইনুল ভাই ।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮
তূর্য হাসান বলেছেন: ভালো লাগল। ভালো থাকুন।
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৪
না পারভীন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই ।
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫
মাহমুদ০০৭ বলেছেন: হাহহা , অনেক মজা পেলাম ।
পুকুরের ব্যাপারটা আপনি না বললেও বুঝতাম ।
তা আপা , আপনি এত বোকা কেন ? পান্না না থাকলে আপনার যে কি হত !!
অনেক ভাল লাগল । ২ বছর হয়ে গেল আপনার - শুভেচ্ছা জানাই ।
ভাল থাকবেন আপা।
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬
না পারভীন বলেছেন: হাহাহা, ধন্যবাদ মাহমুদ ভাই।
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্যাপক মজা পেলুম হে আপু
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭
না পারভীন বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ লায়লা আপু।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২
ইমিনা বলেছেন: পোস্ট পড়ে খুব খুব মজা পেলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ
আপনার মতো যেন সব ডাক্তাররা এত্তোগুলা ভালো হয় সেই দোয়া করছি আপু
অনেক শুভকামনা রইলো।।
১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯
না পারভীন বলেছেন:
ইমিনা অনেক ধন্যবাদ।
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
আমি ইহতিব বলেছেন: নতুন বছরের শুরুতেই দারুন পোস্ট আপু। ভালো লাগলো।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
না পারভীন বলেছেন: ধন্যবাদ বিথি ভাল থেক।
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
নুর ইসলাম রফিক বলেছেন: ডাক্তার আপা আপনার মেডিক্যাল কোথায়?
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২
না পারভীন বলেছেন: লক্ষ্মীপুরে।
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
নীল জোসনা বলেছেন: লেখাটা ভিষন ভালো লেগেছে । ভালো থাকবেন ।
১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩
না পারভীন বলেছেন:
ধন্যবাদ নীল আপু ।
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৪
মনিরা সুলতানা বলেছেন: তোমার মন খারাপ কেন???
আচ্ছা সুন্দর একটা গান দিচ্ছি মন ভাল করBassbaba Sumon (Aurthohin) - Amar Protichobi: http://youtu.be/DdNAXBctpRg
১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
না পারভীন বলেছেন: ধন্যবাদ অগণিত
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২
নীল-দর্পণ বলেছেন: আপনার লেখাগুলো পড়তে যে কী ভাল লাগে
১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৩
না পারভীন বলেছেন:
ক্যান ভাল্লাগে ? হোয়াই ?
২২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
আমি অথবা অন্য কেউ বলেছেন: সুন্দর পোস্ট। ++
১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
না পারভীন বলেছেন: ধন্যবাদ ভাই
২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৮
আমি তুমি আমরা বলেছেন: ঘটনাগুলো পড়লাম। ভাল লেগেছে। বাংলাদেশে আমরা সবাই অর্ধেক ডাক্তার হয়েই জন্মাই। তাইতো একটু গা গরম হলেই প্যারাসিটামল আর একটু পেটে সমস্যা হলেই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলি। চিকিতসকের পরামর্শ নেয়ার প্রয়োজন মনে করি না। আর ফার্মাসিগুলাও কোন প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রি করে।বিষয়টা দুর্ভাগ্যজনক
আর সখিনাদের বিচার হওয়া উচিত।
পোস্টে ভাল লাগা রইল
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০৮
না পারভীন বলেছেন: হুম, এই বিষয় টি ফান হিসেবে উড়িয়ে দেয়া যায় না। এটা সরকার কবে বুঝবে? ধন্যবাদ ভাই।
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪
আবু শাকিল বলেছেন: পোষ্ট অনেক মজার এবং শিক্ষনীয়।
গ্রামের লোকদের সেবা দিয়ে যাচ্ছেন জেনে ভাল লাগল ।
শুভেচ্ছা আপু।ভাল থাকবেন।
১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯
না পারভীন বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই
২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: পোস্ট পড়ে ব্যপক মজা পেলাম।
না হাসলে তোমাকে বেশি সুন্দর লাগে পান্না।
আপু কথাটা কি সত্যি?
২৩ বছর বয়সী শ্যাম বরণ কন্যা। কল্পনায় হাসিটা অনেক মায়াময় লাগছে।
ভালো থাকবেন।
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫
না পারভীন বলেছেন: আমার কম্পাউন্ডার প্রায় সব কিছুতেই হাসে ।
ধন্যবাদ রাজপুত্র ।
২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪১
তামান্না তাম্মি বলেছেন: অনেক মজার সুন্দর পোস্ট! পড়ে সাত সকালে উইঠাই হাসতে বাধ্য হলাম |
১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২
না পারভীন বলেছেন:
ধন্যবাদ তামান্না আপুনী ।
২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০
বটের ফল বলেছেন: পোষ্টে প্লাস।
আপনার রসবোধ চমৎকার। একই সাথে নিজের কাজের প্রতি দায়িত্ববান এবং যত্নশীল । হৃদয় ভরা মমতা আর ভালোবাসা নিয়ে নিজের কাজ যেন করে যেতে পারেন, এই প্রার্থনা।
ভালো থাকবেন অনেক বেশি, আর ভালো রাখবেন আপনার আশেপাশের সবাইকে আপনার হাসিমাখা মায়ার বাঁধনে।
আপনার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩০
না পারভীন বলেছেন: মনোমুগ্ধ কর মন্তব্য বটের ফল ভাই । শুভকামনা রইলো আপনার জন্য ।
২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৩
আরজু পনি বলেছেন:
শিরোনামেই মন ভালো হয়ে যায়
আমি একসময় রিক্সায়ও ঘুমিয়ে পড়তাম
মনভালো করা পোস্টের জন্যে অনেক ধন্যবাদ ।।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৩
না পারভীন বলেছেন: মন ভাল করার জন্য পোস্ট দিয়েছি >> শিরোনামেই আছে । মন ভাল হয়েছে জেনে খুব ভাল লেগেছে আশাজাগানিয়া আপু ।
২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার লেখাটি পড়ে অনেক হেসেছি, মজাও পেয়েছি প্রচুর।
ভালো লেখার জন্য ধন্যবাদ। ভালো থকবেন নিরন্তর।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৬
না পারভীন বলেছেন: হাহাহা , মন্তব্যে ভাল লাগা । বলতেই হয় একটা সাকসেসফুল পোস্ট অন্তত একজন দেশপ্রেমিক তো হেসে উঠেছেন ।
৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫১
দর্পণ বলেছেন: রিক্সা বা গাড়িতে ঘুমিয়ে সময় নষ্ট করার চাইতে চারিদিকের দৃশ্যাবলীতেই তো আনন্দ লুকিয়ে আছে।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪
না পারভীন বলেছেন: সেটাও আনন্দের আবার ঘুমও আনন্দের । নেন এই ফটোটা দেখেন । আমার পথের । সত্যিই অনেক অনেক সুন্দর । আমার তোলা ।
৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
ছুটি ২৪১১ বলেছেন: আপনার লেখাটি পড়ে অনেক মজা পেয়েছি।
পোস্টে ভাল লাগা রইল।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৫
না পারভীন বলেছেন: ধন্যবাদ , ছুটি আপু । সুন্দর মন্তব্য ।
৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
সায়েদা সোহেলী বলেছেন: কি সাংঘাতিক কথা! !! পান্না কে বলতে হবে একটা মোটা লাইলনের দড়ি দিয়ে যেন তোমাকে বেধেঁ দেয় । ।
( ইন্সাইড স্টোরি - একা একা হাসির কারন কি জানতেচাওয়ায়,পোস্টের প্রথম অংশ বাসার মানুষ কে পড়ে শুনাইলাম , সে কি বললো জানো??
।না থাক পাব্লিক লি না বলি , তোমাকে কানে মুখে বলবো )
কথায় আছে একজন হাতুড়ে ডাক্তারের সার্জারি করতে লাগে ৫ মিনিট আর সার্জনের ৫ ঘন্টা
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৭
না পারভীন বলেছেন: আর কানে মুখে!! আজ দুবাই বাসী অনেক ক্ষণ ছিল আমার কানে মুখে। অভিমানী হাজার ঝাড়ি খেল। বন্দুত্ব!! কি অদ্ভুত বিষয়! আমরা কতটা দামী, স্বাধীন, উড়ে বেড়াই, কি করি না করি! কি স্বপ্ন দেখলে বললেনা। বলার মত নিশ্চয় না। আর বাসার মানুষ কি বলল শুনতে ভয় লাগছে। নিশ্চয় আমাকে আবুল বলছে। আচ্ছা আমি আবুল না হলে তুমি কি হাসতে বল?
পান্না আমার বডি গার্ড।!! ওর হাত দিয়ে আমাকে শক্ত করেই ধরে রাখে। কিন্তু সে চরম বিরক্ত। আমি ঘুমিয়ে থাকলে সে বক বক করতে পারেনা। তার নিজেরে এতিম এতিম লাগে। সে খুব অপছন্দ করে আমার রিকশায় ঘুমানো।
এই যে ব্লগে একটা বড় সড় চিঠি লিখে দিলাম! দিলাম ই না হয়! তাতে কি ক্ষতি!
৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬
মহামহোপাধ্যায় বলেছেন: ব্লগে ইদানিং নিজেরে অপরিচিত লাগে। মাঝে মাঝে এরকম প্রিয় মানুষদের দেখলে অনেক সাহস পাই, ভাল লাগে। আর মন ?? সে তো এমনি এমনি ভালো হয়ে যায়
অনেক অনেক শুভ কামনা আপু। ভালো থাকুন। এভাবেই ভালো রাখুন চারপাশের সব্বাইকে
আহেম !! আহেম !! রিকশায় ঘুমিয়ে পড়ার ব্যাপারটা কিন্তু একদমই যাকে বলে একমেবাদ্বিতীয়ম
১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০
না পারভীন বলেছেন: জ্বী হ্যা, আসিতেছি আবার। ব্লগ এ ঢুকা খুব ডিফিকাল্ট ছিল মাঝে। তাই ছাড়াছাড়ি। আর আমরা সমসাময়িক। এই টান তাই থাকবেই। এখন নিজের ব্লগে এসেছি। অচিরেই কেমন লিখেছেন, কি করেছেন, কেমন ছিলেন সব দেখতে আসবো।
৩৪| ১৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:১০
জাফরুল মবীন বলেছেন: মজার অভিজ্ঞতা !
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১০
না পারভীন বলেছেন: মবীন ভাই , আপনি বই মেলায় কোন দিন যাবেন ?
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১০
না পারভীন বলেছেন: মবীন ভাই , আপনি বই মেলায় কোন দিন যাবেন ?
৩৫| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: নির্মল আনন্দ পেলাম আপনার পোস্ট পড়ে...
ভাল থাকবেন...
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১২
না পারভীন বলেছেন: ধন্যবাদ । আপনিও ভাল থাকবেন ।
৩৬| ১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
এই সব দিন রাত্রি বলেছেন: ভাল্লাগছে আপু!!
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫
না পারভীন বলেছেন: হাহাহা , একটা হাসির ইমো দেয়া দরকার ছিল কমেন্টের সাথে । থাক । ব্যাপার না ।
৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
নীল-দর্পণ বলেছেন: ক্যান যে ভাল্লাগে...why?!
২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১৭
না পারভীন বলেছেন: হিহিহি ! অকারণ , সবই অকারণ !
৩৮| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৪
কলমের কালি শেষ বলেছেন:
ইহা এভা করে কেবা লিখলেন !!!
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৩
না পারভীন বলেছেন:
ধন্যবাদ কলম ভাই।
৩৯| ২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৯
জাফরুল মবীন বলেছেন: মবীন ভাই , আপনি বই মেলায় কোন দিন যাবেন ? -অবশ্যই একদিন যাব/তবে ব্লগারদের চক্ষুর আড়ালে রব
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৮
না পারভীন বলেছেন: মবীন ইজ প্রাউড টু বি এ বাংলাদেশি... খুব সুন্দর কথা। মেলায় আমার যাওয়া হয় নি। ভাই আপনাকে দেখলেই আমার হৃদয়ে হাহাকার লাগে.... মনে হয় কত কাউন্সেলিং নেয়ার ছিল...
( সিরিয়াস লি বললাম কিন্তু...)
৪০| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২
সায়েদা সোহেলী বলেছেন: ।চিঠি ভালা পাই , কতদিন কেউ দেয়না! ! তুমি ফাকিঝুকি একটা দিলা , তাই অনেক.
ক্ষতি হবে কিল্লাই
!!!
২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:২০
না পারভীন বলেছেন: সোহেলী কেমন আছ বন্ধু। আমি বেঁচে আছি এখনো খোঁজ খবর তো নাও না...
৪১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৯
এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত!
৪২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১
এস. এস. নয়ন বলেছেন: ভাল লাগল............
৪৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা, সত্যি ভাল হয়ে গেল মন পোস্ট পড়ে।
অনেক ভাল থাকুন সুপ্রিয়।
পোস্ট প্রিয়তে।
৪৪| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ১০:৩২
মনিরা সুলতানা বলেছেন: আপা সালাম আপনাকে ব্লগে দেখে খুব ভাল লাগছে। মন ভাল হয়ে গেল।
মাঝে মাঝে আসবেন দোয়া করে যাবেন
৪৫| ২৭ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: খুব প্রাণবন্ত একটা লেখা।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০১
আরমিন বলেছেন: অনেক মন খারাপ নিয়ে আপনার লেখাটা পড়লাম!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ গ্রামের এই মানুষগুলোর এত যত্ন নিয়ে সেবা করার জন্য আর নিজের কাজের প্রতি প্রবল দায়িত্বশীল হবার জন্য !
প্রথম ভালোলাগা রেখে গেলাম।