নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কদর্য এশীয়

গণতন্ত্র হল এমন এক অস্তিত্বহীন মদ, যাতে সবাই মাতাল, কিন্তু কেউ কখনো পান করে নি।

পারভেজ রবিন

আয়নার মতো মানুষ আপনি একজন নিরাপদ ব্লগার : কন কি! আমার চারদিকে কত বিপদ!

পারভেজ রবিন › বিস্তারিত পোস্টঃ

তুমি কবিতা তো দূরে থাক একটা পঙতিরও যোগ্য নও

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

১৫
তুমি কবিতা তো দূরে থাক একটা পঙতিরও যোগ্য নও।

৪৮
তুমি এসেছিলে স্বপ্নে
কিন্তু রেখে গিয়েছ যে নিঃসঙ্গতায়
তা স্বৈরাচারের মত বাস্তব


কোনো একদিন তোমার দু’হাতে
ছুঁয়ে দেখবে কোনো এক বিখ্যাত কবির বই,
দুই একটি পঙতিও হয়তো পড়বে
কিন্তু তুমি জানবে না যে
সেগুলো লেখা হয়েছিল তোমারই জন্য,
তোমার প্রতি এটাই আমার প্রতিশোধ


সে বিকিয়ে ছিল
ঝলমলে কর্পোরেট জীবনে
অনকে তাকে দিয়েছিল নিরেট রুপোর বাহুবন্ধনী
কেউ কেউ দিয়েছিল রুপোয় মোড়ানো গহনা
আর তার বিগত দিনের প্রেমিক দিল এই কবিতা

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৯

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর ! পড়ে ভালো লাগলো ।

২| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:০০

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লেগেছে এই কবিতা

৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২০

শেরজা তপন বলেছেন: কোথায় হারিয়ে গেলেন ভাই? আপনিও নাই ব্লগে তেমন কবিতাও আর খুজে পাই না- যদি আমার এ বার্তা পান, তাহলে একটু নক করবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.