নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফনিমনসা

ফনিমনসা › বিস্তারিত পোস্টঃ

আত্ম-বিশ্বাস : সফলতার মূলমণ্ত্র

২৮ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:১৬

যে কোন কাজে সফল হতে কে না চায় ? কিন্তু সবাই কি পারে কাঙ্খিত সফলতা ছিনিয়ে আনতে ?

উত্তরটা খোঁজা লাগে না ।

কঠোর পরিশ্রম, কাজে একাগ্রতা, সময়ানুবর্তিতা- এসব যে সফলতার একমাত্র চাবিকাঠি তা তো আমরা সবাই জানি । তবু কেন কেউ সফল আর কেউ ব্যার্থ ?

মূল পার্থক্যটা গড়ে দেয় অন্যকিছু । আর তা হল নিজের উপর আস্থা আর বিশ্বাস ।

উত্থান-পতন জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত । পতন মানে পরাজয় নয় । পড়ে গিয়ে আবার দাঁড়ানোর অনাগ্রহটাই হলো পরাজয় ।

হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়াটা যদি পরাজয় হতো, তবে হোঁচট খাওয়া বাচ্চাটা কোনদিনই দৌড়াতে পারত না । চলার পথে বাধা-বিপত্তি আসবেই । তাই বলে পরাজয় মেনে নিয়ে ভাগ্যকে দোষারোপ করার ভুলটা কখনো করো না ।

আগে নিজেকে জানো, নিজের উপর রাখো পূর্ণ বিশ্বাস । নিজেকে তুমি যেভাবে উপস্থাপন করবে,

পৃথিবী তোমাকে তেমনটাই দেখবে । সফলতা-ব্যর্থতা নিজের দ্বারাই নিয়ণ্ত্রিত । ব্রুস সাহেবের ইংরেজদের পরাজিত করার গল্প তো সবারই জানা । মাকড়সার দেয়াল বেয়ে উপরে উঠার দৃশ্য অবলোকন করেই তো আর তিনি যুদ্ধে জয়ী হন নি ! বরং তার নিজের প্রতি আস্থা ফিরে এসেছিল যা তিনি হারিয়ে ফেলেছিলেন ।তাই একবার বিশ্বাস করেই দেখো নিজেকে,দেখা হবেই বিজয়ে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৩

এহসান সাবির বলেছেন: ব্লগে স্বাগতম।

২| ২৮ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৬

ফনিমনসা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.