![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখে যখন আমি প্রথম চোখ রেখেছিলাম
তুমি তখন হাসছিলে,
আর,
তোমার চোখে যখন আমি শেষ চোখ রাখলাম
তখন ও তুমি হাসছিলে।
আমার চোখে যখন তুমি প্রথম চোখ রাখলে
তা ছিল হাসিতে উদ্ভাসিত
আর,
আমার চোখে যখন তুমি শেষ চোখ রাখলে
তা ছিল অশ্রুতে প্লাবিত।।
তুমি কি তা দেখেছিলে, প্রিয়?
২| ১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫১
ফনিমনসা বলেছেন: সাজিদ উল হক আবির ভাই, আমি আপু না। :-)
তাই তো আমাদের অশ্রু লুকোতে হয় না, দেখারই যে কেউ নেই। :-(
দেবী বলেই তো মর্ত্যলোকে তাদের খুঁজে পাওয়া দায়। হায়, মানবী যদি পারত অশ্রুটা মুছে দিতে!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ৭:২৮
এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।
শুভকামনা।
৪| ১৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৯
ফনিমনসা বলেছেন: অনেক ধন্যবাদ এহসান সাবির ভাই। নিরন্তর শুভকামনা।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩১
জাফরুল মবীন বলেছেন: নিঃসন্দেহে এটি একটি চমৎকার কবিতা
এই একটি কবিতাই আপনাকে অনুসরণে আমাকে বাধ্য করল।
আশা করি সামু একজন ভাল মানের কবি পেয়েছেন।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩১
সাজিদ উল হক আবির বলেছেন: মানবীরা সে অশ্রু দেখতে পায়না ভাই।
)
যাদের চোখে সে অশ্রু ধরা পড়ে , তারা দেবী।
দুঃখের বিষয় হচ্ছে দেবীরা স্বর্গ থেকে মর্ত্যলোকে নেমে আসেন কম।
( আপনি ভাই না আপু, তা নিশ্চিত হবার উপায় নেই আপনার ব্লগ দেখে।
আপনি ভাই না হয়ে আপু হলে উপরের লেখাটার জেন্ডার চেঞ্জ করে পড়বেন কাইন্ডলি