নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/piika.pikaa

ইমরাজ কবির মুন

আমিই নাই, তাই আমার ব্লগে এসে লাভ ও নাই!

ইমরাজ কবির মুন › বিস্তারিত পোস্টঃ

অমীমাংসিত সপ্তরহস্য

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৯





Voynich Manuscript (ভইনিশ ম্যানুস্ক্রিপ্ট):







নানাবিধ রঙিন ছবি সম্বলিত এ পান্ডুলিপিটি এখন অব্দি সবচেয়ে রহস্যময় পান্ডুলিপি হিসেবে বিবেচিত।ধারনা করা হয়, ১৫শতকের শুরুর দিকে উত্তর ইতালীতে এটির ব্যুৎপত্তি।প্রত্নতাত্ত্বিক উইলফ্রিড এম. ভইনিশ ১৯১২ সালে এটি সংগ্রহ করেন, তাঁর নামানুসারেই পান্ডুলিপিটির নামকরণ করা হয়।২৪০ পৃষ্ঠার এ পান্ডুলিপিটি এমন ভাষায় লিখা হয়েছে যা অজানা।এর প্রতিটি পৃষ্ঠা জুড়ে রয়েছে অদ্ভূত কিছু রঙিন নকশা ও কিদ্ভূতাকৃতির গাছের ছবি যা এ গ্রহের কোন প্রজাতির সাথে মেলে না।







এ পান্ডুলিপিটির উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে প্রচুর তত্ত্ব রয়েছে।অনেকে মনে করেন এটি হচ্ছে ঔষধ প্রস্তুত করার প্রণালীসম্বন্ধে নির্দেশসংবলিত পুস্তক বা তালিকা,যা মধ্যযুগীয় ঔষধ শিল্পের প্রসারের জন্য লিখা হয়েছে।নানান ধরণের তৃণ ও গাছের ছবি থাকায় ধারণা করা হয় যে এটি আলকেমিস্টদের জন্য রচিত একটি গ্রন্থ।জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত কিছু রেখাচিত্র, অশনাক্তযোগ্য জীববিদ্যিয় ছবির জন্য অনেকে পান্ডুলিপিটিকে রীতিমত অ্যালিয়েন নির্মিত মনে করেন!!

‘পান্ডুলিপিটির নির্মাণশৈলী, এর পিছনে ব্যায়কৃত সময় ও শ্রম’ বিবেচনা করে একটি ব্যাপারে বেশীর ভাগ অভিজ্ঞরাই একমত পোষণ করেন- পান্ডুলিপিটি কোন প্রকারের ভাঁওতাবাজি না, এতে নিশ্চিতভাবেই কিছু লুকানো আছে।



ম্যানুস্ক্রিপ্টটির পিডিএফ





Kryptos (ক্রিপ্টোস):







একটি রহস্যাবৃত সংকেত সম্বিলিত ভাস্কর্য-ক্রিপ্টোস।আমেরিকান চিত্রকর্মী জিম স্যানবর্ন নির্মিত স্থাপনাটি CiA এর সদরদপ্তরের সম্মুখে স্থিত।সংকেতরূপে লেখা $২৫০,০০০ মূল্যের স্থাপনাটির ৪টির মধ্যে প্রথম ৩টি অংশের সমাধান বের করা গেলেও ৪র্থটি এখনো অনাবিস্কৃত।এটি এতোটাই কঠিনভাবে লিখিত যে CiA এর ঘাঘু ব্যক্তিরাও এর মানে বের করতে সক্ষম হননি এখন পর্যন্ত।এর সমাধানের জন্য ২০০৩ সালে Yahoo! একটি গ্রুপ খোলে যেটিতে রয়েছে ২০০০ সদস্য।





(ক্রিপ্টোস এর একাংশ)



২০০৬ সালে স্যানবর্ন চতুর্থ খন্ডের রহস্যের উপর আলোকপাত করে বলেন, প্রথম খন্ডের মধ্যে নিহিত রয়েছে এর সমধান।২০১০ সালে তিনি জানান আরেকটি তথ্য-চতুর্থ অংশের ৬৪-৬৯ নম্বর অক্ষরগুলো ‘NYPVTT’ পাঠোদ্ধার করলে দাঁড়ায় ‘BERLiN’ । স্যানবর্ন বিবৃতি দেন যে, ভাস্কর্যের রহস্য সমাধানের আগেই যেন তাঁর মৃত্যু হয় এবং বিশ্বাস করেন তিনি ছাড়া অন্য কেউ একজন এর অর্থোদ্ধার করতে পারবে।





BeaLe Ciphers (বিল সাইফার্স):



বিল সাইফার্স হলো তিনটি ভিন্ন ভিন্ন সংকেতলিপির একটি গুচ্ছ।ধারণা করা হয়ে থাকে এটি যুক্তরাস্ট্রের সবচে প্রাচুর্যময় গুপ্তধনের অবস্থান উন্মোচিত করবে:যেখানে রয়েছে হাজার হাজার পাউন্ডের স্বর্ণ, রুপা ও মনি রত্ন যার আনুমানিক মূল্য $৬৩মিলিয়ন।১৮১৮ সনে কলোরাডোতে খননকার্য করার সময় থমাস জেফারসন বিল নামে একজন রহস্যময় লোক এ গুপ্তসম্পদ পান।বিল সেই গুপ্তধনের অবস্থান তিনটি সংকেতে লিপিবদ্ধ করে একজন সরাইখানার মালিককে দিয়ে নিরুদ্দেশ হয়ে যান, এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।





১ম সংকেত





২য় সংকেত





৩য় সংকেত



তিনটির মধ্যে এখন পর্যন্ত শুধুমাত্র দ্বিতীয়টির অর্থোদ্ধার করা গিয়েছে যেটিতে বলা হয়েছে গুপ্তধনগুলো বেডফোর্ড কাউন্টি,ভার্জিনিয়ায় সমাধিস্থ আছে। এর সঠিক অবস্থান জানতে গুপ্তধন শিকারীরা পুরো জায়গাটি তন্ন তন্ন করে চষে বেড়াচ্ছে আজ অব্দি।





বেডফোর্ড কাউন্টি,ভার্জিনিয়া





Shugborough inscription (শাগবাঢ়ৌ ইন্সক্রিপশন):



শাগবাঢ়ৌ ইন্সক্রিপশন হচ্ছে কয়েকটি অক্ষর ‘O U O S V A V V’ এর ধারা যা আরো দুটি অক্ষর ‘D M’ এর মাঝে অবস্থিত।







নিকোলাস পুস্সিন এর চিত্রকর্ম “দ্যা শেফার্ডস অফ আর্কাডিয়া”র আদলে নির্মিত ভাস্কর্যের নীচে অক্ষরগুলো খোদাইকৃত রয়েছে।১৯৮২ সালে মাইকেল বেইজেন্ট, রিচার্ড লেই এবং হেনরী লিঙ্কন রচিত বই “দ্যা হলি ব্লাড অ্যান্ড দ্যা হলি গ্রেইল” প্রকাশিত হবার পর এ সংকেতলিপিটি বিশদভাবে পরিচিতি লাভ করে।





(দ্যা শেফার্ডস অফ আর্কাডিয়া)



কথিত আছে, এ সংকেতটির পাঠোদ্ধার করতে জোশিয়া ওয়েজউড, চার্লস ডারউইন ও চার্লেস ডিকেন্স এর মতো ব্যক্তিরাও ব্যার্থ হয়েছিলেন !!





Tamam Shud Case (তামাম শুদ কেইস):



১লা ডিসেম্বর, ১৯৪৮- সময় ভোর ৬:৩০ মিনিট।অস্ট্রেলিয়ার সমারটন বীচের তীরবর্তী এলাকায় পাওয়া যায় একজন ব্যক্তির মরদেহ।তার ট্রাউজারে পাওয়া যায় গুপ্ত একটি পকেট যেখান থেকে উদ্ধার করা হয় ছোট্ট একটি কাগজ যাতে লিখা ছিল ‘Tamam Shud’-এর মানে দাঁড়ায় সমাপ্তি,যা ওমর খৈয়ামের রুবাইয়াৎ কাব্যগ্রন্থের শেষ পৃষ্ঠার ছেঁড়া অংশে লিখা ছিল।







তবে রহস্য ঘনীভূত হয় যখন অ্যাডিলেড রেলস্টেশনে একটি বাদামী রঙের ব্যাগ পাওয়া যায় যাতে ছিল রুবাইয়াৎ এর একটি কপি, সেটিতে লিখা ছিল কিছু সাংকেতিক শব্দ।





(ব্যাগে পাওয়া রুবাইয়াৎ এর কপিতে লিখিত সংকেত)



গোয়েন্দা বিভাগের ধারণা ব্যাগটি সে মৃত ব্যক্তিটিরই।কোনভাবেই ঐ ব্যক্তির পরিচয় উদঘাটন করা যায়নি,তার মৃত্যুর কারণ ও অজানাই রয়ে গিয়েছে।





(অজ্ঞাত ব্যক্তির মরদেহ)





The Wow! SignaL (দ্যা ওয়াও! সিগন্যাল):



সাল ১৯৭৭, গ্রীষ্মের এক রাতে SETi(Search for ExtraterrestriaL inteLLigence) এর স্বেচ্ছাসেবক জেরী এহম্যান গভীর মহাশূন্যের রেডিও তরঙ্গ স্ক্যান করছিলেন।হঠাৎ ভিন্ন ধরণের একটি সংকেত তাঁর রেডিওতে ধরা পড়ে।সংকেতটি ৭২ সেকেন্ড পর্যন্ত স্থায়ী থাকে।এহম্যান সাথে সাথে তা রেকর্ড করে নেন।সেটি ছিল প্রবল ও এর উৎপত্তিস্থল ছিল এমন এক জায়গা থেকে যেখানে মানুষ আগে কখনো পৌঁছাতে পারেনি:-১২০ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি নক্ষত্র ‘Tau Sagittarii’।

হতভম্ব এহম্যান সিগন্যালটির প্রিন্ট আউটের উপরে Wow! লিখেন, যে কারণে এটি Wow! SignaL নামে পরিচিত।







সিগন্যালটির অবস্থান জানার সব প্রচেষ্টাই বৃথা গিয়েছে।এটি জন্ম দিয়েছে নানা প্রকার বিতর্ক এবং তা অ্যালিয়েনদের অস্তিত্ত্বের সম্ভাবনা আরো বাড়ায়।





The Zodiac Letters (দ্যা যোডিয়াক লেটারস):



সাল ১৯৬০ এর শেষ এবং ১৯৭০ এর শুরুর সময়ে স্যান ফ্র্যান্সিসকো বে শহরের অধিবাসীরা আতংকে জর্জরিত ছিল একজন সিরিয়াল কিলারের ভয়ে যে নিজেকে যোডিয়াক নামে পরিচয় দিয়েছিলো।অজ্ঞাত পরিচয়ের এ খুনী ৪জন পুরুষ ও ৩ জন মহিলাকে খুন করে নৃসংশভাবে।মূলত বিদ্রুপ করতে সে পুলিশ ও সাংবাদিকদের নিকট চারটি সাংকেতিক চিঠি পাঁঠায় যার মধ্যে শুধু প্রথমটিরই সমাধান বের করা সম্ভব হয়।



যোডিয়াক কিলারের চিঠিসমূহ



১৯৭০ এর পর যোডিয়াকের আর কোন খুনের নিদর্শন পাওয়া যায়নি।





(যোডিয়াকের স্কেচ)



** ২০০৭ সালে এ ঘটনার উপর ভিত্তি করে Zodiac নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। ডাউনলোড লিঙ্ক।

মন্তব্য ১২৬ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (১২৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৬

আহমেদ জী এস বলেছেন: ইমরাজ কবির মুন,

অনেক অজানা কিছু নিয়ে লিখেছেন । একটি একটি করে খুঁজে দেখবো সময় করে । প্রিয়তে রাখলাম তাই ...

সু-প্রভাত ।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ জী এস।
শুভ সকাল ||

২| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩১

শুঁটকি মাছ বলেছেন: সক্কাল সক্কাল রহুস্যের ফ্লেভার দিয়া গেলেন।
চরম পোস্ট!!!!!!!!!!

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ ফুলপ্রেমিকা।
দিন ভাল কাটুক ||

৩| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: মনে হল ড্যান ব্রাউনের জগতে চলে গেছি। আরো সময় নিয়ে পড়ব।

ধন্যবাদ এমন চমতকার কিছুর জন্য।

প্রিয় তে রাখলাম ।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি এ পোস্টে হিট চাই X( X(( - প্রতিবাদ করলাম।
আপনাকেও ধন্যবাদ কন্ঠ।
সুপ্রভাত ||

৪| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হাহাহহা, আমার কমেন্ট এর উত্তরে আপনার জবাবটা পড়ে মনে হল, কোথায় যেন গোলমাল আছে। আবার পড়লাম।

মজা পেলাম অনেক।

শুভরাত্রি। আমাদের এখানে এখন রাত ১ টা ! তৃতীয় রোজার সেহরীর সময়াগত প্রায়।

ভাল থাকবেন।

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ওহহো!! আমার জানা ছিলনা।

পবিত্র রমযান মাসের শুভেচ্ছা :) ||

৫| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:



পোষ্টে রহস্যময় +++++++

ষষ্ঠ ভাললাগা রেখে গেলাম।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক ধন্যবাদ শোভন ||

৬| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

রোদেলা দুপুর বলেছেন: বইয়ের লিংক টা কাজ করে না। :( :( :( :(

অনেক সুন্দর লেখা।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ঠিক করে দিলাম।
ধন্যবাদ দুপুর ||

৭| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত পোষ্ট !

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আবারো ধন্যবাদ অভি ||

৮| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

রেজোওয়ানা বলেছেন: এমন রহস্যময় ঘটনা গুলো পড়তে খুব ভাল লাগে!

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমারো :)
ধন্যবাদ রেজোওয়ানা আপু ||

৯| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

রেজা এম বলেছেন: +++++++++++++

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
এত্তোগুলা প্লাসের জন্য আপনাকে এততোগুলা থ্যাংক্যু !!

১০| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

সোহাগ সকাল বলেছেন: চমৎকার লিখেছেন। সামুতে আমি এইসব লেখা পড়েই এসেছিলাম। এই ধরনের লেখা এখন তেমন একটা দেখা যায়না।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ সকাল।
আমি আসলে এটা কাল রাতেই পোস্ট করসিলাম,কিন্তু কেন জানি হিট পায়নাই।মেজাজ গরম করে ডিলিট করে দিসিলাম।আজ সকালে আবার ভাবলাম যে এত কষ্ট করসি পোস্টটার জন্য-তাই আবার পাবলিশ করে দিসি ||

১১| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: প্রিয়তে নিয়ে রাখছি । পুরোটা পড়ে জানিয়ে যাবো ।
ভালো থাকুন

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ওক্কে।
শুভ দুপুর মম্ময় ||

১২| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

ইরাজ আহমেদ বলেছেন: তাড়াতাড়ি প্রিয়তে নিয়েই পড়া শুরু করে দিলাম B-) B-)

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
পড়া শেষের পর অপ্রিয় করে দিলে কিন্তু আপনাকে মাইনাচ দেয়া হবে :-B ||

১৩| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২১

ইরাজ আহমেদ বলেছেন: কিছু জিনিস পড়ার আগেই বোঝা যায় ভাল লাগবে। পড়া শেষ, ধারণা মিথ্যা হয়নি।

তবে এক পোস্টে এত কিছু না দিয়ে একটু কষ্ট করে আরেকটু বিস্তারিত লিখলে আর ভাল লাগত। যেমন zodiac বাবাজী কিভাবে খুন করেছে কিংবা চিঠিগুলোর মূল বক্তব্য,অবশ্যই যদি সময় পান।

পোস্টে অসংখ্য প্লাস। :) :) :)

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্যাপারটা আমি প্রথমেই ভাবসিলাম ইরাজ, কিন্তু ইচ্ছা জাগেনাই কেন জানি।এখন এ পোস্টটা যেহেতু দিয়ে ফেলসি তাই আর মনে হয়না ইন্ডিভিজ্যুয়াল কোন টপিক নিয়ে আর পোস্ট করা হবে।
তবু ব্যাপারটা মাথায় রাখলাম, পরে কখনো যদি ইচ্ছা হয় :)
অনেক ধন্যবাদ আপনাকে ||

১৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫

গারো হিল বলেছেন: গেয়ানি ছেলের গেয়ানি পোস্ট :-0

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ভাইজান ।

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি মিয়া পোস্ট পড়েন নাই :-<
আমাকে ভাল দিনে রমযানের শুভেচ্ছা জানাইসেন, আজকে রোযা রাখসি 8-| ||

১৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০১

গারো হিল বলেছেন: :P :P :P

পড়িনাই বুঝলেন ক্যামতে :-& :-& :-&

এইবার পড়ছি ;)



১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ইমরাজ কবির মুন বলেছেন:
বড়ভাই ট্যাগ তো আর অ্যামতে অ্যামতে পাইনাই ;) ||

১৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

হাসান মাহবুব বলেছেন: ক্রিপ্টোসেরটা সবচেয়ে ভালো লাগলো। জোডিয়াক কিলার নিয়ে একটা অসাধারণ মুভি আছে। দেখস?

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
হা দেখসি হাসান ভাইয়া।আমিতো পোস্টে লিংক শুদ্ধ অ্যাড করে দিসি।আপনি খেয়াল করেন নাই ||

১৭| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

েমঘপরী শীলা বলেছেন: চমৎকার পোস্ট!
পোস্ট পড়ে আবারও মনে হল, এত কম জানি আমি!!!
ধন্যবাদ পোস্টের জন্য ভাইয়া :)

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ মেঘপরী :) ||

১৮| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

ৎঁৎঁৎঁ বলেছেন: রহস্যময় পোস্টে ভালো লাগা!

আগে সব রহস্য সমাধান করে ফেলতে ইচ্ছে করত! এখন জ্ঞান হয়েছে যে উহা আমার কর্ম নহে। তব নতুন নতুন রহস্য নিয়ে জানতে এখনও ভালো লাগে!

শুভকামনা!

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ ৎঁৎঁৎঁ।
শুভ সন্ধ্যা ||

১৯| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৬

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট ।

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনাকে ধন্যবাদ মামুন ||

২০| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩১

বোকামন বলেছেন:
চমৎকার একটি পোস্ট।।

যদিও অমীমাংসীত সপ্তরহস্য নিয়ে পোস্টখানা বেশ সংক্ষিপ্ত মনে হচ্ছে, পর্ব করে দিলে ভালোই হত। “আনসোলবড্ মিসটেরি” টিভি সিরিজটি দেখেছেন ? :-)

পোস্টে ১০ম ভালোলাগা রইলো।।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

ইমরাজ কবির মুন বলেছেন:
অনেক ধন্যবাদ বোকামন :)

আমিও ওভাবেই দেয়ার কথা ভাবসিলাম, কিন্তু ২-১টা দিয়ে তরপর ইচ্ছা উবে যাওয়ার সম্ভাবনা বেশী।তাই সবগুলাই ব্রিফলি দিয়ে দিলাম।ইচ্ছুকরা গুগল থেকেই বিস্তারিত জেনে নিতে পারবেন।

নাহ দেখিনাই ওটা, ইন্টারেস্টিং মনে হচ্ছে।কয়েক পর্ব দেখি কেমন লাগে ||

২১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

গারো হিল বলেছেন: বড়ভাইয়ের প্রফাইল পিকটা মাখ্খন হইছে :#)

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশী যাতে গলে না যায় তাই ঝাপসা রাখসি, হেহেহ ;) ;)

আপনার ফেসবুক লিংক [email protected] পাঁঠান এখানে ||

২২| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত পোস্ট।
অনেক কিছু জানার আছে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ দূর্জয় ভাইয়া ||

২৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৪

গারো হিল বলেছেন: দিলাম তো :#)

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আমিও দিলাম তাইলে B-)) ||

২৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস এন্ড ইন্টারেস্টিং পোস্ট - দারুণ লাগলো!


ভার্জিনিয়া বেডফোর্ড কাউন্টি বেশি দুরে না, ভাবতছি টেরাই নিমু নাকি :D

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
টেরাই নিয়ে কিছু পাইলে বললাম আমার জন্য ১১% পাঠায়ে দিতে হবে :-B

অনেক ধন্যবাদ মাসুম ||

২৫| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪

সানড্যান্স বলেছেন: ডিটেইলস দিলে ভাল হত না? ভাল লেগেছে!

১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
ডিটেইলস দিলে পোস্ট অনেক বড় হয়ে যেত।যেকোন ১টার ব্যাপারে লিখতে গেলেও এ পুরা পোস্টের চেয়ে সাইজ বড় হবে।
তাই অল্প অল্প করে এ কয়টার ব্যাপারে লিখসি ||

২৬| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬

ইমরুল_কায়েস বলেছেন: এরকম আরো লেখা চাই, ভাল হয়েছে।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ ইমরুল।আরো পাওয়ার চান্স নাই, এরকম লেখা বছরে মাঝেসাঝে একবারই লিখবো :| ||

২৭| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

বৃতি বলেছেন: আকর্ষণীয় পোস্ট! ভালো লাগা থাকল ।

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ বৃতি।
শুভসকাল ||

২৮| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩৪

আরজু পনি বলেছেন:

রিতিমতো ভয় জাগানিয়া পোস্ট ! :||
এই সকাল বেলাতেও অমিমাংসিত ভয় পেলাম :(

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
আরে ভয় পান কেন ?? আমি থাকতে আপনার ভীত হওয়ার কোন কারণ ই নাই B-) ||

২৯| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮

শায়মা বলেছেন: আগের দিনের মানুষগুলোর দেখছি খেয়ে দেয়ে আর কোনো কাজ ছিলো না, খালি সাংকেতিক আর সাংকেতিক! বুঝছি ওদের পেটে ছিলো শুধু জিলেপীর প্যাচ!:P


অনেক অনেক মজা লাগলো ভাইয়া!

ভালো থেকো অনেক অনেক!

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
শুধু পেটেই না, ঘিলুতেও ছিল।
স্যানবার্ন কিন্তু অতোটাও আগের দিনের মানুষ না !! :)

আচ্ছা, ভালো থাকবো অনেক অনেক !!

৩০| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: রহস্য ভালু পাই।

যোডিয়াক ম্যুভিটা দেখেছি মাত্র একবার। খুব মনোযোগ দিয়ে দেখেছিলাম। অসম্ভব ভালো লেগেছিল। মুগ্ধ বলা চলে।

পোস্টে প্লাস।

১৩ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
মুভিটা বেশ ভাল্লাগসিলো।
ধন্যবাদ মহামহোপাধ্যায় ||

৩১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
Voynich Manuscript নিয়া এর আগে দুইটা পোষ্ট পড়সিলাম কিন্তু এটা নিয়ে মুভি হইসে জানতাম না! সময় করে নামিয়ে দেখবো।

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
Voynich Manuscript নিয়ে মুভি হয়নাই আলাউদ্দিন ভাইয়া, Zodiac Letters নিয়ে হৈসে।Voynich Manuscript এর পিডিএফ দেয়া হৈসে পোস্টে, মুভি লিংক না ||

৩২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৩

রহস্যময়ী কন্যা বলেছেন: ওরে বাবারে!!!!!!!!পোষ্ট দেইখা ডরাইসি B:-/ B:-/ B:#

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
দেইখাই ডরাইসেন?ভাগ্যিস পড়েন নাই।কে জানে কি না কি হৈতো!!আমাকে মামলার আসামী হওয়া লাগতো :-& ||

৩৩| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


রহস্য বরাবর এই পছন্দের ... !
+++++++++


ভালো থাকুন

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
এত কষ্ট করে লিখা পোস্ট ডিলিট করেন কেন !!
ধন্যবাদ, শুভকামনা ||

৩৪| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয়তে রইল। চমৎকার, চমৎকার একটি পোস্ট +++++

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ কান্ডারী, হুঁশিয়ার থাকবেন !
শুভসকাল ||

৩৫| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


ঠিক মুছে দেই না! জমিয়ে রাখি ... কদিন থাকছি না বলে এমন ব্যাবস্থা আর কি ! :)
সময় হলে আবার জায়গায় রেখে দেবো ।


শুভেচ্ছা নেবেন :)

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০০

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ড্রাফট লিখতে গিয়ে ডিলিট লিখে দিসি।
শুভেচ্ছা সাদরে গৃহীত হৈলো :) ||

৩৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




ওহ! ব্যাপার না ! :)


১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
দিন সুন্দর কাটুক :) ||

৩৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৯

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার পোষ্টে ++++++++++++
শুভকামনা রইল।।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
এত্ত প্লাস !!
মেনি থ্যাংক্স চিল।
শুভসন্ধ্যা ||

৩৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

শাহেদ খান বলেছেন: চমৎকার !

রহস্যময় পোস্টে অনেক ভাল লাগা, মুন ! সবগুলো ঘটনাই বেশ ইন্টারেস্টিং লাগল ! পোস্টে +

শুভেচ্ছা !

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১০

ইমরাজ কবির মুন বলেছেন:
থ্যাংক্যু মিঃ খান।
ওয়েল উইশেজ !!

৩৯| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুন পোষ্ট!+++++++++++++++++++

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
থ্যাংক্স তনিমা।
শুভ সন্ধ্যা ||

৪০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্টে ভাললাগা +++২৫

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনাকে ধন্যবাদ সেলিম।
শুভসন্ধ্যা ||

৪১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৪

আরমিন বলেছেন: দারুন পোস্ট ইমরাজ !

প্লাস সহ প্রিয়তে নিয়ে রাখলাম! :)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২৩

ইমরাজ কবির মুন বলেছেন:
মেনি থ্যাংক্স আরমিন :)
সুপ্রভাত ||

৪২| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৩

সায়েদা সোহেলী বলেছেন: ভাগিনা + নাও সাথে তারকা :)

(।অর্ধেক আগে কবে যেন পাঠ করিয়াছিলাম আজ বাকিটুকু শেষ করলাম )

।রহস্য উদ্ঘাটন করিতে মন চায় আফসোস টাইম নাই /:)

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনার অঢেল টাইম থাকলেও পারতেন না, হেহ /:) ||

৪৩| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯

খেয়া ঘাট বলেছেন: দারুন পোস্টরে ভাই। দারুন পোস্ট।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫৪

ইমরাজ কবির মুন বলেছেন:
মেনি মেনি থ্যাংক্স ঘাট !
ভেরী গুড মর্ণিং ||

৪৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

দুঃস্বপ্০০৭ বলেছেন: ইমরাজ কবির ভাই পোস্ট পড়িনি । আমার ব্লগে প্রথম মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ দিতে এসেছি । পরে সময় করে আপনার ব্লগ ভাল করে ভিজিট করব । ভাল থাকুন ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ধন্যবাদ দুঃস্বপ্ন।
শুভকামনা ||

৪৫| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

দুঃস্বপ্০০৭ বলেছেন: দুঃখিত ২য় মন্তব্য । প্রথম মন্তব্য হাসান ভাই করছেন ।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
জ্বী, বুঝতে পারসিলাম ||

৪৬| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৬

রোমেন রুমি বলেছেন: ভীষণ ভাল লাগল ।
অমিমাংসিত বিষয় সম্পর্কে পড়তে সত্যি ভাল লাগে ।

সুন্দর পোস্ট ।
শুভ রাত্রি ।

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
মেনি থ্যাংক্স রোমেন।
সুপ্রভাত ||

৪৭| ২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল পোস্ট

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
থ্যাংক্স রেজওয়ান।
শুভসন্ধ্যা ||

৪৮| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২০

জুন বলেছেন: অমীমাংসিত সপ্ত রহস্য জানলাম ইম্রাজ কবির মুন। ঐ পান্ডুলিপির ছবিগুলো আমি এর আগে দেখেছি একটি বইতে। কিন্ত প্রথম ছবিটা সম্পর্কেতো কিছু জানলাম্না। সাইফার্স দেখে মাথা ভো ভো করছে :(
ভালোলাগলো পোষ্ট
+

২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
থ্যাংকুস্স জুনাপু :) ||

৪৯| ২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসাধারণ

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
থ্যাংক্স !!

৫০| ২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০২

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট।

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ১১:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
মেনি থ্যাংক্স সাবির ||

৫১| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

তাহিতি তাবাসুম বলেছেন: রহস্য ভাল লাগে।অনেক কিছু জানতে পারলাম।প্লাশ এবং প্রিয়তে।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি তো অনেক শার্প রীডার দেখি :)
থ্যাংক্স তাহিতি ||

৫২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার এই পোস্ট খুবি তথ্যবহুল । এত্ত এত্ত কিছু জানতে পারলাম যা আগে মোটেও জানা ছিল না । আপনাকে এত্তগুলা (কপিরাইট- মাহজাবীন) প্লাস ।


+++++++++++++++++++++++++++++++++++++++++

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
মেহজাবীন আইডি ডিঅ্যাক্টিভেট করসে, আমি এত্তগুলা মিস হার :(
থ্যাংকস ||

৫৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৪

কালীদাস বলেছেন: বিল আর শাগাবঊড়ের কথা আগে শুনি নাই। বেরি ইন্টারেস্টিং :|

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
হোহ, হিউ ঢু নট ষে :| ||

৫৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৬

প্রিয়ভাষিণী বলেছেন: Tamam Shud কথাটা কিন্তু পরিচিত ছিল। আপনার পোস্টের কল্যাণে জানাটা বিস্তারিত হলো।

৫০% সত্যতা নিশ্চিত করে গেলাম ;)

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
;) আপনার বর্ষপূর্তির তো আর দেরী নাই, পার্টি হবে B-) ||

৫৫| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০

শায়মা বলেছেন: বার বার দেখি আর চমকাই।

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনাকে এ পোস্টে আবার দেখে আমিও চমকালাম :) ||

৫৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩

আমিনুর রহমান বলেছেন:



Wow !
দুর্দান্ত। প্লাস ও প্রিয়তে।
ভাস্কর্য-ক্রিপ্টোস ৩টি অংশের সমাধান এর লিঙ্কটা কাজ করছে না। ঠিক করে দিয়েন।

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
থ্যাংক্যুস !
লিংকটা কিছুদিন পরপর অটো ডেড হয়ে যায় :| ||

৫৭| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

আমিনুর রহমান বলেছেন:




আমি অবশ্য ক্লিক করে সঠিক লিঙ্ক করে ঢুকেছি :)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
পোস্ট পুরান হয়ে গেসে, কেউ পড়বেনা কি না আর ঠিক নাই।তাই কারেকশন করতেসিনা :D ||

৫৮| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: পোস্টটি সংকলনে যুক্ত করা হল । জানা অজানা বিভাগে দেখেন ।

৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

ইমরাজ কবির মুন বলেছেন:
রাতের আকাশে তোমার ছবি, তোমার স্মৃতি কেন আমায় কাঁদায়?
শুধু ভাবায়, তোমাকে চায়-
জানবো তুমি আছো পাশে ... !!


:)

৫৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৪

অস্পিসাস প্রেইস বলেছেন: সুপার পোস্ট।

আপনি খুব কম পোস্ট দেন, বাট যাই দেন সব ভাল

++++++++++++++++++++++++++

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনি ব্যাপারটা ধরতে পারসেন।
সাব্বাশ !

৬০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৪

অরুদ্ধ সকাল বলেছেন: দারুন জিনিস

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বটে !

৬১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওহ, এসময় আমি বন্দি ছিলাম, এজন্য পোষ্ট দেখা হয়নি।

আপনি এত ভাল পোষ্ট কিভাবে দেন :| :|

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ফিচার স্পেশালিস্ট, ভাল না হয়ে উপায় নাই ||

৬২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫

আদম_ বলেছেন: একসিলেন্ট!!

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

ইমরাজ কবির মুন বলেছেন:
থ্যাংকস মেইট ||

৬৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১০

আমি তুমি আমরা বলেছেন: যোডিয়াক ডাউনলোড দিলাম। চমৎকার এই পোস্টটা প্রিয়তে গেল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫

ইমরাজ কবির মুন বলেছেন:
থ্যাংকস আতুআ !

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.