নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sorry vai

প্লাবণ ইমদাদ

I am totally Liquid.......

প্লাবণ ইমদাদ › বিস্তারিত পোস্টঃ

চাংখাঁর পুলের বিবাগী স্মৃতিবৃন্দ

২০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫৭

ক্ষুধা লাগছে?

- হাটা দাও চানখাঁরপুল



বিড়ি দরকার?

-দৌড় মার চানখাঁরপুল



কান্না পাইছে?



-হিমুর মত হন্টনবিলাশ টু চানখাঁপুল



বিশাল অর্জন?

-সেলিব্রেশন এট চানখারপুল





রাতে ক্ষুধা লাগার অভ্যেসটা রাতজাগা পাখিদের মত আমারও রক্তের সাথে মিশে আছে। প্রতিদিনই মোচড় দিয়ে ওঠে পুরোনো অভ্যেস। আজ অনেকদিন পর খুব যত্ন করে গরম ভাত রেধে একটা কাচা মরিচ, এক ফালি কাগজি লেবু আর অর্ধেক কাচা পিয়াজ নিয়ে বসে পড়লাম হাপুষ-হুপুষ। 'হাপুষ-হুপুষ' আমার আর সাজ্জাদের একান্ত ব্যাক্তিগত, আপন শব্দ। ফজলুল হক হলের আড়াই ফুট বাই পাচ ফুটের চৌকি আর ছাড়পোকার কামড়ের দিনগুলোর শব্দ, আমাদের হাসি আর বিষাদের আপন বর্ণমালা। ক্ষিধে লাগলেই চানখারপুল আর ডোবা ডালের গরম ভাতের হাপুষ-হুপুষ। উত্তর মেরুর এই শুনশুনে শহরেও আমার কান্না পায়না চানখারপুলের উপচে ওঠা স্মৃতি রোমন্থনে, কারন আমি আর কিছু নিশ্চিত না হলেও এ ব্যাপারে নিশ্চিত যে চানখারপুল আমার, ও আমারি থাকবে।

প্রথম বাবা হবার খবরের এক বিহব্বল রাত, একটা চিত্রনাট্য প্রসবের খনখনে দুপুর, একটা বন্ধু বিয়োগের নি:সম্বল সন্ধ্যে, একটা বেনসনে কান্না চাপার ধলপ্রহর- চানখাঁ সাহেবের সেই আদিম পুলপাড়। নিজেকে ভেঙে গড়বার, নিজেকে গড়ে ভাঙবার এ এক অনবদ্য অাতুড়ঘর!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৬

আদম_ বলেছেন: নিরবে একখানা লাইক দিয়ে গেলাম.......
উত্তরের হিম-শহরে ভালো থাকা হয় যেন।

২| ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০

প্লাবণ ইমদাদ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকবেন

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৫

মেশকাত মাহমুদ বলেছেন: ইমদাদ কার্জন হলের মাঠের সেই স্বপ্নাতুর রাতগুলোর কথা মনে পড়ে। গভীর রাতে ইথাইলেটেড ভাললাগা মন নিয়ে চাঁঙ্খারপুলে খেতে যাওয়া.মাতাল উন্মত্ত দিনগুলো ভালই ছিল।তোর সেই বিহবল রাতে আমিও যে ছিলাম তোরই সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.