![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝাঝালো কার্বন পোড়ানো ফটোস্ট্যাটের বদলে না হয়
ক্লোন করে দেব আষাঢ়ের পঙকতিগুলো,
বেগুনী আচলে একবার তবু মুছে নিও
ওর আদুরে মলাট।
খসখসে নিউজপ্রিন্টের বদলে নয়
হার্ডডিস্কেই দেব রঙিন সময়গুলো,
তবে একবার আদর করে অগুলোতে রেখো তোমার
রুপালি আঙুল।
প্রিয়,
ঝকমকে টুইটারে বার্তায় জেনে নিও,
ইয়াহু, গুগলে সার্চ দিয়ে এখনও খুজি ঘাস,
জীবনানন্দের ফেলে যাওয়া জলাঙ্গির নোনতা হাওয়া,
আর
ভাটফুলের আশ্চর্য খুনের মত ঘ্রাণ!
নেক্সটবার তোমায় ওয়াটস এ্যাপ এ পেলে
ঠোট বাড়িয়ে বলব,
ডিজিটাল চুমুটা ইনবক্সে ফেলে
চলো বিজন রাতে একবার খুজি
জীবনের শ্বাস।
মনিটরের ওপারের তোমাতে বড্ড ক্লান্ত আমি,
ভীষণ বিরক্ত আমি
এমনতর বাইনারি প্রেমে।
২| ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:১০
প্রথম কথা বলেছেন: সুন্দর কবিতা। খুবভাল লাগল।
৩| ১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:১১
ইতল বিতল বলেছেন: ভাল্লাগলো বেশ।
৪| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৬ সকাল ৮:৪৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লিখনি তবে বাইনারী প্রেমের কি?