![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ৩টায় বিছানা থেকে নেমে
অন্ধকারে আমি যাচ্ছি ঘেমে
খাটের নিচে আওয়াজ ফিসফাস
কেউ যেনো বলছে ওরে তুই কই যাস?
মাটিতে পা রাখতে হচ্ছে ভয়
কি জানি যদি কিছু হয়
মনে হচ্ছে দুটো হাত বের হয়ে এসে
পা দুটো আমার ধরবে ঠেসে
তৃষ্ণায় বুক যাচ্ছে ফেটে
ঘরের মধ্যে যেনো কেউ বেড়াচ্ছে হেটে
কাথা মুড়ি দিয়ে ঘুরে আছি একপাশ
ওপাশে পরে যেনো কারো দীর্ঘশ্বাস
যতই যাচ্ছে সময়
বাড়ছে ততোই ভয়
যেনো কাথা টান দিয়ে ফেলে দেবে কেউ
ভয়ের সাগরে আমার উথাল-পাথাল ঢেউ
বাহিরে শুন-শান
রাতের পাখিদের নেই কোনো গান
এক আশ্চর্য স্থবিরতা চারদিকে
আসতে আসতে অন্ধকার হয়ে আসে ফিকে
এরই মাঝে কখন পরি আমি ঘুমিয়ে
জেগে উঠে দেখি অনেক বেলা গেছে গড়িয়ে
রাতের কথা ভেবে মনে হয় দুঃস্বপ্নের মতো
এও ভাবি আমাদের সব ভয় অন্ধকারকেই যতো
©somewhere in net ltd.