![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়র আসে মেয়র যায়
ঢাকা শহর না বদলায়
নোংরা ধুলার চাদরে মোড়া
শহরটা যেন এক বিষফোড়া
ভাঙ্গাচোরা রাস্তায় চলে গাড়ি
বাস এর ভেতর হুরাহুরি
রিকশায় রিকসায় ঠুকাঠুকি
পেট্রল বোমা আর ককটেল এর ঝুকি
যত্র তত্র লোকে ফেলছে কফ আর থুথু
রোগ জীবানু বাড়ছে শুধু
আকাশ ছোয়া দালান এর ভিড়ে
সব পাখিরা গেছে বনে ফিরে
খেলার মাঠের অভাব থাকায়
বাচ্চারা মগ্ন ফেসবুক এর পাতায়
জীবন যাত্রার মান নিম্নমুখী
অতিরিক্ত মানুষের ভিড়ে বাড়ছে ঝুকি
(এসবের মাঝেও স্বপ্ন দেখি
সবুজ-সতেজ দূষণ ও যানজট মুক্ত এক নগরীর
যেখানে থাকবে মৌলিক নাগরিক সুবিধা গুলো
এবং সেটা ছড়িয়ে যাবে দেশের অন্যান্য শহর গুলিতে)।
২| ১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
ঋণ খেলাপি তারিথ, ভুমি দস্যু আব্বাস ও ভুমি দস্যু আনিসুল আসুক, অপেক্ষা করেন; তখন কবিতার লাল-নীল সুতা বের হবে।
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
ঋণ খেলাপি তারিথ, ভুমি দস্যু আব্বাস ও ভুমি দস্যু আনিসুল আসুক, অপেক্ষা করেন।