নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সকল প্রাণী সুখী হোক

পঁচা মানুষ

পচা শামুক

পঁচা মানুষ

পচা শামুক › বিস্তারিত পোস্টঃ

জামাতের আদর্শ ও আর্থিক প্রতিষ্ঠান

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, খাটি মুসলমান কখনো খুন, ধর্ষন, রাহাজানি, অগ্নিসংযোগ করতে পারেনা। অথচ এই ইসলামকে বিক্রি করে চলছে অরাজকতা, পদে পদে মানবতার লঙ্ঘন। ৭১ এ ইসলামের স্বঘোষিত সোল এজেন্টরাই খুন, ধর্ষন, লুটপাট, অগ্নিসংযোগের মত ইসলামবিরোধী কাজ করে আমাদের প্রানের ধর্মকে অপমান করেছে, এখন তরুন প্রজন্মকে ইসলামের নামে বিভ্রান্ত করে তাদের পথে চালনার চেষ্টা করছে। কিন্তু এই একবিংশ শতাব্দিতে কোন শিক্ষিত তরুন জামাতের প্রচারিত আদর্শ আর তার নেতাদের চরিত্র্র, কাজকর্ম দেখে উদ্ভুদ্ধ হওয়ার প্রশ্নই আসেনা। তারপরও অনেক তরুনকে দেখা যায় শিবির করতে, রাজপথে জীবনের ঝুকি নিতে। এই তরুন সমাজ শিবির করার একটাই কারন, সেটা কোন নীতি-আদর্শ নয়, অর্থনৈতিক নিরাপত্তা। জামাত শিবিরের অর্থের উৎস বন্ধ করতে না পারলে এদেরকে প্রতিহত করা দুঃসাধ্য। প্রতিটি বাঙালিকে জামাতের মালিকানাধীন ব্যাংক, বীমা, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার সহ সকল আর্থিক প্রতিষ্ঠান বর্জন করার শপথ নিতে হবে। জামাত চালিত কিছু প্রতিষ্ঠানের নাম দয়ো হল। আসুন এদের বয়কট করি---

১। ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-



২। ইবনে সিনা ট্রাস্ট



৩।ইবনে সিনা ফার্মাসিউটিকালস



৪। নয়া দিগন্ত



৫। দিগন্ত টেলিভিশন



৬।ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং



৭।রেটিনা মেডিকেল ভর্তি কোচিং



৮।মানারত ইউনিভার্সিটি, মহাখালী,ঢাকা।



৯।ফারইষ্ট লাইফ ইনসুরেন্স।



১০।আল-ফালাহ প্রিন্টিং প্রেস



১১।বিডি ফুডস লিমিটেড।



১২।আল মারকাজুল হাসপাতাল



১৩।ফুয়াদ আল খতিব মেডিকেল ট্রাষ্ট



১৪।বুয়েট ভর্তি কোচিং কনক্রিট



১৫।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইনডেক্স



১৬।খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং রেডিয়াম



১৭।ডুয়েট(গাজীপুর) ভর্তি কোচিং অপটিমাম



১৮। কেয়ারি লিঃ



১৯। দৈনিক সংগ্রাম



২০।কিশোরকন্ঠ ফাউন্ডেশন



২১। মানারত ইন্টারন্যাশনাল স্কুল



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

সংকেত মাহমুদ বলেছেন: ইসলাম কায়েম পরে হইবে।আগে গনহত্যাকারী বাহিনী রাজাকারের কেন্দ্রীয় লিডারগোরে জেল-মুক্তির জন্য সাধারণ পাবলিকের কয়েকটা গাড়ি আগে ভাইঙ্গা লই ।X(( X(( X((

বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে আমার নেতা মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( সঙ্গে
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আমার নেতা আলবদরের লিডার নিজামীর প্রচেষ্টার নমুনাঃ

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

রেদওয়ান খান বলেছেন: হা হা হা ইসলাম সম্পর্কে আপনার ধারনা যে কত নগন্য তা প্রথম দিকেই বোঝা গেল| মুসলমান মানুষ খুন করতে পারেনা এই কথা বইলা তো আপনে রাসুলের সাহাবী দেরকে অমুসলিম বানাইলেন| কোরআনের স্পট আয়াত: "তোমরা আল্লাহর পথে জিহাদ কর এবং তা করতে গিয়ে তোমরা মরতেও পারো, মারতেও পার"| জামাত এর কাজ নিয়ে প্রশ্ন করেন, সেটা আপনার ব্যপার | অনুরোধ রইলো ইসলাম সম্পর্কে ভাল ভাবে জানার| আর যদি পারেন পুরাপুরি যানার পর জামাতের লগে ইকটু মিলাইয়া দেইখেন|

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

টাইটান ১ বলেছেন: দারুণ পোস্ট!

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

সংকেত মাহমুদ বলেছেন: রেদওয়ান খান, একটা লীগ বিরোধী ছাগু ।ওর পোষ্টগুলো দেখেন ।কিন্তু এইখানে কৌশলে জামাতের কর্মকান্ডরে হালাল করার জন্য রির্ভাস মন্তব্য করছে

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জামায়াত শিবিরকে ধংশ করে দেওয়া হোক, এই বাংলাদেশে ওদের কোনো জায়গা নাই

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: জামাতের আর্থিক প্রতিষ্ঠাণ বর্জন করা হোক

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

প্রগতিশীল ইকবাল বলেছেন: may be Jammat-shibir will next ruling party...

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

মনির ফকির বলেছেন: তুই একটা বেক্কল। যে প্রথিষ্ঠানের কথা গুলান লেখলি অগুলু ছাড়া দুই কদম ও চলতে পারবি না। ইসলামি ব্যাংক করবি বয়কট? আমি তো তরে এই পোস্ট দেইখা বেক্কল কইলাম দুই দিন পর সবাই কইব পাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.