নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সকল প্রাণী সুখী হোক

পঁচা মানুষ

পচা শামুক

পঁচা মানুষ

পচা শামুক › বিস্তারিত পোস্টঃ

কাদের মোল্লাকে অবিলম্বে মালির কাজ থেকে সরিয়ে নেয়ার আবেদন

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন সাজার আদেশ হওয়ার পর বৃহস্পতিবার এই জামায়াত নেতাকে কাশিমপুর কারাগারে নেয়া হয়।



তাকে রাখা হয়েছে গাজীপুরে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এ সাধারণ কয়েদির সেলে, যা ‘ষাট সেল’ নামে পরিচিত।



কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ এর জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কাদের মোল্লাকে ফুল বাগান পরিচর্যার কাজ দেয়া হয়েছে।



বন্দিকে কারাগারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক সামর্থে্যর ওপর ভিত্তি করে কাজ দেয়া হয় বলে জানান তিনি।



‘ষাট সেল’র ভেতরে ফুল বাগানে মালীর কাজ করবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল



Click This Link



কিন্তু তাকে মালীর কাজ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্লগাররা। তাদের দাবি, কসাই কাদের কোনভাবেই ফুলের সঙ্গে বসবাস করার যোগ্য না, ফুলেরা ঘৃনায় ফোটা বন্ধ করে দিতে পারে। তাই তারা কসাই মোল্লাকে অবিলম্বে মালীর কাজ থেকে সরিয়ে মেথরের কাজ দেয়ার দাবি জানিয়েছেন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

রানার ব্লগ বলেছেন: কসাই মোল্লাকে অবিলম্বে মালীর কাজ থেকে সরিয়ে মেথরের কাজ দেয়ার দাবি জানিয়েছেন

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

রোড সাইড হিরো বলেছেন: কিন্তু তাকে মালীর কাজ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্লগাররা। তাদের দাবি, কসাই কাদের কোনভাবেই ফুলের সঙ্গে বসবাস করার যোগ্য না, ফুলেরা ঘৃনায় ফোটা বন্ধ করে দিতে পারে। তাই তারা কসাই মোল্লাকে অবিলম্বে মালীর কাজ থেকে সরিয়ে মেথরের কাজ দেয়ার দাবি জানিয়েছেন...

SAHOMOT........

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

মাগুর বলেছেন: কসাই কাদেরকে জেলখানায় ২৪ ঘন্টা হাত পা বেঁধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক বই, প্রামাণ্য চিত্র এবং চলচিত্র দেখানো হোক। ফাঁসির আগ পর্যন্ত এটাই ওর উচিত শাস্তি হবে বলে আমি মনে করি। X( X((

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

হরিপদ কেরাণী বলেছেন: কাদের মোল্লার হাতে হারপিক ধরিয়ে দিয়ে তাকে মেথরের কাজ দেওয়া হোক। ফটোশপের এক্সপার্ট ভাইয়েরা এরকম একটা কাটুন বানিয়ে দিলে কেমন হয়?

ভাইয়েরা মতামত জানান।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

মিত্রাক্ষর বলেছেন: কাদের মোল্লা কসাইকে সেপটিক ট্যাঙ্ক এ ছুঁড়ে ফেলে দিতে হবে :D :D :D

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

মুহাই বলেছেন: আবার জিগস

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
রোড সাইড হিরো বলেছেন: কিন্তু তাকে মালীর কাজ দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ব্লগাররা। তাদের দাবি, কসাই কাদের কোনভাবেই ফুলের সঙ্গে বসবাস করার যোগ্য না, ফুলেরা ঘৃনায় ফোটা বন্ধ করে দিতে পারে। তাই তারা কসাই মোল্লাকে অবিলম্বে মালীর কাজ থেকে সরিয়ে মেথরের কাজ দেয়ার দাবি জানিয়েছেন...

SAHOMOT........

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

আল ইফরান বলেছেন: এইটারে সকাল-বিকাল রুটিন কইরা জেলখানার সবচাইতে দশাসই আসামীদের দিয়া পুটু মারা হোক :P :P B-)) B-)) :-B :-B

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

স্বপ্নসমুদ্র বলেছেন: ফুল গাছ গুলাই না শাস্তি পাইতাছে। আহারে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.