নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সকল প্রাণী সুখী হোক

পঁচা মানুষ

পচা শামুক

পঁচা মানুষ

পচা শামুক › বিস্তারিত পোস্টঃ

ইউনূস সাহেব এখন কোথায়?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

ড. মুহাম্মাদ ইউনুস। তিনি আমাদের গর্ব। বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট। তিনি বিভিন্ন ক্ষেত্রে (কোন ক্ষেত্রে তা কিন্তু আমি জানি না) শান্তি স্থাপন করার জন্য শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন। এই শান্তির পাখিকে আমরা এখনও শাহবাগে দেখতে পায়নি। বা এই শাহবাগ ইস্যুতে শান্তির পাখি কোন বক্তব্যও দেননি। আমাদের এই শান্তির পাখি এ পর্যন্ত যুদ্ধাপরাধী ইস্যুতে তার অবস্থান কি তা আমাদের কাছে পরিষ্কার করেননি। যদিও নোবেল পুরষ্কার পাওয়ার পর ছাগুদের সভাপতি ও সেক্রেটারির সাথে হাস্যউজ্জ্বল একটি ছবি তুলেছিলেন।



তা ইউনুস সাহেব, সারাদেশ এখন জেগে উঠেছে এখনও কি আপনি চুপ থাকবেন? রাজাকারের ফাঁসির দাবি নিয়ে দেশের মানুষ অশান্তিতে, আবার ফাঁসির ভয়ে রাজাকার গুলো অশান্তিতে। আপনি কাদের শান্তি চান, জনগনের নাকি রাজাকারের? পক্ষে হোক আর বিপক্ষে হোক এবার কিছু একটা বলে লেঞ্জা টা প্রকাশ করুন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

পচা শামুক বলেছেন: লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

অপর্না হালদার বলেছেন: সুদখোর থেকে শান্তিতে নোবেল যে প্রক্রিয়ায় নোবেল পেয়ে নোবেল পাবার যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন চ.ইউনুস সেই প্রক্রিয়ায় তো আর নোবেল খোয়াতে পারেন না । তাই তিনি এখনও পা চাটায় ব্যস্ত আছেন । ওনাকে এই প্রক্রিয়ার মধ্যে ডেকে এনে ওনার নোবেল খোয়ানোর ব্যবস্থা কইরেন ভাইজানেরা । ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন আমৃত্যু আমেরিকার পা চেটে যেতে পারেন ।

এই সকল হারামীরা বাদে অন্য সকলের জন্য শূভ কামনা ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

িফেরাজ আহেমদ ভুইয়া বলেছেন: নিরপেক্ষ নিক থেকে শাহবাগের গুণগান গাইলে তা মেনে নেয়া যায় কিন্তু চিহ্নিত খবিশ আওয়ামী নিকগুলা যখন শাহবাগের আন্দোলনের গুণগান করে তখন বুঝতে বাকি থাকেনা তাদের ভণ্ডামি । মখার সর্বশেষ রাজাকারের তালিকায় বঙ্গবীর কাদের সিদ্দিকির নাম অন্তর্ভুক্ত হতে যাচ্ছে ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

তাসজিদ বলেছেন: Corporate দুনিয়া বুঝে স্বার্থ। জনগনের আন্দলন নিয়ে তাদের কোন চিন্তা নেই।
অবশ্য এখানে যদি micro credit থাকতো তাহলে তাকে দেখা যেত।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: তাকে সামান্য সম্মানটুকু দিতে শিখুন , অপর্ণা , তিনি শাহবাগ আসেন নি , এটা তার একটা বড় রকমের ভুল হচ্চে , তাই বলে নোবেল পাওয়া একজন সম্মানিত বেক্তি কে এভাবে কটাক্ষ করা মোটেও উচিত না ...যেকানে পুরো বিশ্ব তাকে সম্মান জানাচ্চে , সেখানে আমরা বোকার স্বর্গে থাকা কিছু রাজনীতিবিদ , বাঙালিরা তার নোবেল পাওয়া নিয়ে প্রশ্ন তুলছি ...যারাই bisshe এখন নোবেল প্রাপ্তির জন্য নির্বাচিত হচ্চে , তারদের কে নিয়ে অনেক সমালোচনাও হচ্চে...তাই বলে এটা noe je tara taaderke সম্মান janacce না

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৯

রাফা বলেছেন: উনি দেশের প্রয়োজনে সব সময় আমেরিকার পাশে।কারন............কোনটা।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

্্্আিরফুল ইসলাম বলেছেন: ইউনুস চাচা শাহবাগ আইব কেন শাহবাগ কি কোন পুরস্কার দেওয়া হয় ।পুরস্কার যেখানে ইউনুস চাচা সেখানে ।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: প্লিজ অতি আবেগে নিজের মূর্খতাটা পাবলিকলি উপস্থাপন করবেননা............। ডঃ ইউনুস আসলোনা বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি..........আর উনি আসলেও কালকেই সব রাজাকারদের ফাসীঁ কার্যকর হয়ে যোতোনা। কয়দিন আগে বার্মায় গনহারে রেহিঙ্গা নিধনে সূটী মুখে কুলুপ এটে বসে ছিলো..........অথচ শান্তিতে নোবেল প্রাপ্ত হিসেবে তারই আগে এগিয়ে যাওয়া উচিত ছিলো.........কিন্তু কই শুনেছেন কোথাও ওনার বিরুদ্ধে কোন বিষেদগার........??

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

বাতাসের রূপকথা বলেছেন: কথার ধরণ দেখে আওয়ামী গুন্ডা/গুন্ডি মনে হচ্ছে। ইউনুস শাহবাগে আসবে যদি তার জুতা পরিস্কার করে দেওয়া হয়।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

শহীদুল্লাহ খান বলেছেন: ইউনুসের সাথে খালেদা জিয়ার কিছু গোপন চুক্তি আছে। তাকে নাকি প্রেসিডেন্ট করে দেয়া হবে। তিনি কখনোই খালেদা জিয়ার অমতে কোন কাজ করবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.