নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সকল প্রাণী সুখী হোক

পঁচা মানুষ

পচা শামুক

পঁচা মানুষ

পচা শামুক › বিস্তারিত পোস্টঃ

দিকভ্রষ্ট তরুনরা ফিরে আসুন...

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

সারা দেশব্যাপী জনগনের যে স্বতঃস্ফূর্ত গণজাগরন সৃষ্টি হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সেই গণজাগরনই বলে দেয় যারা অগামীতে জামাত শিবির করবে তারা সামজিক ভাবেই একঘরে হয়ে যাবে। সেই সময় আর বেশি দূরে নয় যখন জামাতের ছেলের কাছে মানুষ মেয়ে বিয়ে দিবেনা, জামাতী আত্মীয় ঘরে বেড়াতে গেলে মানুষ বিব্রত ফিল করবে। একটি ব্যাপার আজকে প্রমাণিত কিছু পাকি বিএনপি ছাড়া এদেশের আলো, বাতাস, মাটি, পানি কোনকিছুই চায়না জামাতীরা আর এদেশে অবস্হান করুক। মীরজাফরের মত গো আজম, কাদের, সাকা, নিজামী, সাঈদী আজ এক একটি গালি। আজকে তরুন প্রজন্মের যারা জেনেটিক্যালী জামাত-শিবির না, যারা বিভিন্ন প্রলোভনে পড়ে বা অবস্হার পরিপ্রেক্ষিতে শিবির করতে বাধ্য হয়েছেন তারা ফিরে আসুন জনতার কাতারে, দেশকে ভালবাসুন, দেশের মাটিকে ভালবাসতে শিখুন। দেখুন ধর্মান্ধতার বিষবাষ্পে পাকিস্তান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে, আবগানিস্তান ধ্বংস হয়ে গেছে। আপনারা প্রিয় মাতৃভূমিকে আর একটি পাকিস্তান বা আবগানিস্তান বানানোর অপচেষ্টা থেকে বিরত থাকুন। নাহলে জাতি আপনাদেরও ক্ষমা করবেনা। ভবিষ্যতে আপনার সন্তান যেন আপনার পরিচয় দিতে লজ্জা না পায়। ফিরে আসুন...... ফিরে আসুন.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.