নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথা ক্যাচাল পছন্দ না, তাই তালগাছবাদীরা দূরে থাকুন

মহান পংকজ

দার্শনিক, বাস্তববাদী

মহান পংকজ › বিস্তারিত পোস্টঃ

অভিজ্ঞদের থেকে ক্যামেরা ক্রয় বিষয়ক একটা সহায়তা চাইছি....

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮

যারা ক্যামেরা বিষয়ে অভিজ্ঞ তাদের থেকে একটু সহায়তা কামনা করছি

অনেকদিন থেকেই একটা ডিজিটাল ক্যামেরার খুব সখ, কিন্তু বিভিন্ন কারণে কখনও ই ক্যামেরা ই কেনা হয়নি, কিন্তু এবার ঠিক করছি আগামী মাসের মধ্যেই একটা ক্যামেরা কিনবো। কিন্তু ক্যামেরা বিষয়ে আমার জ্ঞান কলসীর তলানির মতো।

আমি মডেল দেখে দুইটা ক্যামেরা পছন্দ করছি। একটি হচ্ছে Fujifilm SL300

ও অন্যটি হচ্ছে Fujifilm S2980 । আমি নেটে সার্চ করে অনেক রিভিউ দেখেছি এগুলো সম্পর্কে কিন্তু আমি ঠিক ক্লিয়ার হতে পারছিনা। তাই আপনাদের শরনাপন্ন হচ্ছি।

কিছু বিষয় ক্লিয়ারলি বলছি....

১। আমার ক্যামেরা বাজেট ২০,০০০ টাকার মধ্যে

২। আমি প্রফেশনাল না বা হওয়ার ও ইচ্ছা নাই, নিজের শখে ছবি তুলবো তাই ক্যামেরা খুব হাইফাই হওয়ার দরকার মনে করিনা।

৩। দিন বা রাতে ছবি তুলতে হতে পারে তাই ফ্লাশ টা গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে।

৪। আমি ক্যামেরা পছন্দ করছি মূলত এর মডেল স্ট্রাকচার দেখে, ডিজাইন টা অনেকটা ডিএসএলআর এর মতো।



যদি কেউ এইরকম Configuration এর মধ্যে অন্য ক্যামেরা ও সাজেষ্ট করেন তাহলে ও খুব ভালো হয়।



আর একটি কথা, আমি বনানীতে Fujifilm er Authorized Dealer এর দাম দেখলাম SL300 এর ২৪,৯৯০ আর S2980 এর ১৫,০০০ এর কিছু বেশী টাকা ৪ জিবি মেমোরী, ব্যাগসহ, এবং ৫ বছরের ওয়ারেন্টী: কিন্তু কালকেই আইডিবির BCS Computer City তে দাম দেখলাম ১৮,০০০ আর ১১,৫০০ টাকার মতো মেমোরী ও ব্যাগ ছাড়া এবং ৩ বছরের ওয়ারেন্টী। আমি ঠিক বুঝতেছিনা কোনটা ভালো হবে এবং কেনো? এ ব্যাপারে কেউ জানালে খুশী হবো।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমার কাছে Fujifilm S2980 টা আছে ।

আমার কাছে খারাপ লাগে নি । ভালোই লাগে ব্যবহার করতে । জিনিসটা ভালো । ফাংশন গুলা সহজেই বুঝতে পারবেন । জুম , ছবির কোয়ালিটি দারুণ লেগেছে আমার কাছে । অপটিক্যাল হওয়ায় ফুল জুমেও ভালো কোয়ালিটির ছবি পাবেন ।
রাতের ছবি কোয়ালিটি ও ভালো ।


আর কি কি বলবো ? জানতে চান । কমু ।

দেখেন বাকিরা কি বলে । অ্যামেচারদের জন্য এটা খারাপ না ।

হ্যাপি ক্লিকিং

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

মহান পংকজ বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই, একটু আশ্বস্ত হচ্ছি, আপনি কি বাইরের থেকে কিনছিলেন নাকি অথোরাইজড ডিলারদের থেকে আর দাম কতো নিছিলো? দুইটার মধ্যে পার্থক্য টা কি হতে পারে যার জন্য দামে এতো পার্থক্য? আমি জিজ্ঞেস করছিলাম ওরা বললো বাইরের গুলান লাগেজ মাল তাই দাম কম

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: আমি অথারাইজড ডিলার থেকে নিছিলাম । মাল্টিপ্ল্যান সেন্টার ।

১২হাজার টাকা ।

মূল পার্থক্য , লেন্স , জুম ক্যাপাসিটি ।

আরও কিছু পার্থক্য থাকলেও থাকতে পারে ।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

মহান পংকজ বলেছেন: আমার মনে হয় একটা ভাওতাবাজি করছে ২৯৮০ এর দাম লাস্ট পর্যন্ত আমাকে ১৫০০০+ বলে দিছে, আর মাল্টিপ্ল্যান হচ্ছে সব দুই নাম্বার এর আড্ডাখানা, ঐখান থেকে কিনতে ভয় হয়, আচ্ছা আপনারে কি মেমোরী আর ফুজির লোগা সম্বলিত ব্যাগ দিছে কেনার সময়?

মাল্টিপ্ল্যান এ এক ফ্রেন্ড আছে, দেখি ওকে সাথে নিয়ে একদিন একটু দেখতে হবে তাহলে।

মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

জাহিদুল হাসান বলেছেন: canon powershot sx230, 260 hs কিনতে পারেন। এইটার চেহারা ডিএসএলআরের মত হলেও হাতের গ্রীপে আরামদায়ক না। হাতে নিলেই খেলনা খেলনা মনে হবে। আর এই বাজেটে ক্যানন অথবা লুমিক্সের হাই জুম ক্যামেরা কিনতে পারেন। ক্যানন ও লুমিক্স ফুজির চেয়ে অনেক ভালো হবে। আর ক্যাননের রিসেল ভ্যালু ভালো। সনি, নাইকন, স্যামসাং এর ছোট ক্যামেরাও বিবেচনায় না নেওয়াই ভালো।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১

মহান পংকজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই,
ELECTRIC DREAM
Bashundhara City
( WHOLESALE N RETAIL )
One year parts warranty , three years service warranty
Product Features
Color: Black
Canon's HS SYSTEM with a 12.1 MP CMOS and DIGIC 4 Image Processor
Full 1080p HD Video for exceptional quality with stereo sound, plus a dedicated movie button for easy access
Remember where you were and when your pictures were taken with a GPS tracker that records your location, and a logger
Powerful 14x Optical Zoom with Optical Image Stabilizer and a 28mm Wide-Angle lens.
Smart AUTO intelligently selects the proper settings for the camera based on 32 predefined shooting situations
12.1 effective megapixels, 1/2.3-inch high-sensitivity CMOS; 14x optical zoom and 4x digital zoom

কনফিগারেশন ভালোই, এটা ও বিবেচনায় রইলো, মার্কেটে গিয়ে দেখতে হবে। নেট এ দেখলাম দাম ২০.৫০০ ।

৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২২

জাহিদুল হাসান বলেছেন: আরেকটা জিনিষ, ভালো কোয়ালিটি ছবির ক্ষেত্রে মেগাপিক্সেল খুব একটা হিসাবের না, একটা সিমস সেন্সরওয়ালা ১২ মেগাপিক্সেল ক্যামেরা একটা লো কোয়ালিটির ১৮/২৪ মেগাপিক্সেল ক্যামেরা থেকেও ভালো আউটপুট দেয়। আর ব্যাবহারিক দিক থেকে খুব বেশী জুম খুব একটা কাজের না। ক্যামেরা কেনার আগে আমি নিজেও জুমের দিকে নজর দিতাম, কোন ক্যামেরা বিবেচনায় নিলে প্রথমেই খেয়াল করতাম কোনটার জুম বেশি। ২৫ মিমি ওয়াইড সেন্সরের একটা লেন্সকে ১০ এক্স জুম করলে দাড়ায়, ২৫০ মিমি, কিন্তু মজার বিষয় কি জানেন, শুধু ৫০ মিমি লেন্স দিয়েই এখন ছবি তুলি, এবং জগতের সবচেয়ে বেশী মানুষ ছবি তুলে ৫০ মিমি তে। জুমের হিসাবে মাত্র ২ এক্স।

ছবির জগতে ঢুকলে ব্যাপারগুলো ভালো বুঝতে পারবেন। ৫০ মিমি লেন্স দিয়ে তোলা এই ছবিগুলো দেখেন।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

মহান পংকজ বলেছেন: এই ব্যাপারটা আগে একদিন অবাক হয়ে পড়েছিলাম, আর এগুলো নিয়ে আরো প্যাচ খেয়ে যাচ্ছি । আমার এখন এমন ধরনের একজন দরকার যে ঘাড়ে ধরে বলবে, আমি কইছি তুই এটা কিন, এটা তোর জন্য ভালো। অন্যদিকে তাকানোর দরকার নাই, বেশী দেখতে দেখতে প্যাচাইয়া ফেলছি। আর আপনার ছবিগুলান অসাম।

আচ্ছা ভাই, আপনি তো ক্যামেরার অনেক কিছু বুঝেন দেখছি, আমাকে ফুজি এসএল ৩০০ এর কনফিগারেশন মানে জুম, মেগাপিক্সেল, এপ্যাচার সম্বন্ধে কি একটু বলবেন দয়া করে, আর ক্যাননের SX500 টা কেমন তুলনামুলক ভাবে?


৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

জাহিদুল হাসান বলেছেন: দেখতে কিছুটা বড়, চেহারা কিছুটা ডিএসএলআরের মত, বেশী জুম ওয়ালা, এইসব ক্যামেরাকে হাইব্রীড ক্যামেরা বলে। এই ক্যামেরা দিয়ে মোটামুটি সব কাজ করা যায়, তবে ভালো কাজ কোনটাই করা যায় না। আমার মতে এইসব ক্যামেরাকে দুই নৈকায় পা দেওয়া বলা যায়, না ঘরকা, না ঘাটকা। আবার এই ক্যামেরা কিনার সময় পাগল, বেচতে গেলে ছাগল।

ছবিতে এপারচারের ভুমিকা খুব বেশী, লেন্সের ভিতর ছবির আলো কম বেশী ঢুকার জন্য এখ ধরনের দরজা ইউজ করা হয়, এই দরজা কম বেশী খুলে আলো নিয়ন্ত্রন করা যায়। যেই লেন্স দিয়ে যত বেশী আলো প্রবেশ করানো যায়, তার এপারচার ভ্যালু কম(যেমন f/2 এর একটা লেন্স এর চেয়ে f/4 এর লেন্সে আলো অর্ধেক কম ঢুকবে। আলো কম ঢুকলে আইএসও বাড়াতে হবে, শাটার স্পীড কমাতে হবে। মুভিং অবজেক্ট হলে লো শাটার স্পীডে ছবি নড়ে যাবে, আর আইএসও বাড়লে ছবিতে গ্রেইন চলে আসে। কিন্তু এইসব ক্যামেরার এপারচার ভ্যালু ৩.২ এবং হাই জুমে ৭/৮ প্রর্যন্ত মিনিমাম থাকে, সো খুব ভালো লাইট না থাকলে হাই জুমে ভালো ছবি তুলতে পারবেন না। ফুজির চেয়ে ক্যানন কিছুটা ভালো হবে, তবে আমার পরামর্শ দুই নৈকায় পাড়া না দেওয়া। পয়েন্ট এন্ড শুট ক্যামেরা দিয়ে বেসিক হাত পাকিয়ে একটা ডিএসএল আর কিনাটাই সবচেয়ে ভালো পরামর্শ।

তবে ছবি তোলার জন্য ক্যামেরার কোয়ালিটির চেয়ে ছবিতোলকের চোখ আর মনের ভুমিকাই বেশি, এইটাও মনে রাখতে হবে।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৬

মহান পংকজ বলেছেন: দেরীতে মন্তব্যের কারণে প্রথমেই দুঃখ প্রকাশ করছি।
আপনার মন্তব্য থেকে অনেক কিছুই জানতে পারলাম। ক্যামেরা কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবো। সত্যি ই অনেক কৃতজ্ঞ আপনার এত কষ্ট করে মন্তব্য করার জন্য।

৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:০১

জাহিদুল হাসান বলেছেন: এই বসের ফটোগ্রাফী রিলেটেড টিউটোরিয়াল পড়েন। পানির মত পরিষ্কার করে সব কিছু লিখেছেন।







২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

মহান পংকজ বলেছেন: ইস্‌ এত সুন্দর টিউটোরিয়াল এতদিন দেখিনি, একবারে সবগুলো পোষ্ট পড়েছি, মোটামুটি কনসেপ্টগুলো ধরতে পেরেছি, আরো কয়েকবার ঝালাই করতে হবে। ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.