![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
: কবি.....!!
এই কবি.....!!
: ও হ্যা.. বল....
: আচ্ছা, তুই কই হারায় যাস বল তো....!!
কখন থেকে ডাকতেছি.....!!
স্যার আসছে ক্লাসে,, দেখিস নাই...?
: নাহ,,
ক্লাস শেষ হয়ে গেলে নিজের অজান্তে চোখটা জানালায় চলে যায় কবি র ,, কোন এক জোড়া মায়াবী চোখ খুজে বেড়ায়,, সেই দুই পরিচিত চোখ,, শুধু একটা বার দেখার আশায়.....
প্রায় একটা বছর,,,
লুকিয়ে দেখে যায় কবি শীতলকে,,
কলেজ শেষে গেটে গিয়ে দাড়িয়ে থাকে,,
কালো রঙ্গা বোরকা থেকে সেই মায়াবী দুচোখের অপলক চাউনি টা দেখার জন্য,,,,
একাকী দেখে,,
আর মনের গহীনে নির্ভুল জলরঙে সেই মানুষের ছবি একে যায়,,,,,,
কবি বুঝতেই পারে না, কখন শীতল ওর মনের মাঝের এতটা জায়গা কেড়ে নিয়েছে,,,,
কিছু দিন পর,,
কবিকে প্রায়ই অন্যমনষ্ক অবস্থায় দেখা যায়,,
কোন স্যারের লেকচার ওর মাথায় ঢোকে না,,,
পড়ায় মন বসে না,,,,
ক্লাস শেষ হওয়ার আগেই গেটে গিয়ে দাড়িয়ে থাকে,,,
প্রায় এক সপ্তাহ শীতলের দেখা মেলে না কবি র,
সব কিছু কেমন যেন ফাকা ফাকা,,
শীতলের বান্ধবী টা ও কেমন যেন মন মরা থাকে,,,,
সব কিছু ভুলে গিয়ে কবি শীতলের বান্ধবীর সামনে গিয়ে দাড়ায়....
: আপু, একটু শুনবা....?
: বল, ভাইয়া...
: শীতল কলেজে আসে না কেন...?
: কেন বলো তো...!!!
: জানি না, কেমন যেন খুব আপন মনে হয়,
হয়তো ওকে খুব ভালোবাসি....
কখনো বলতে পারি নি,,,
ওর সেই মায়া ভরা চোখটা বার বার আমার সামনে ভেসে ওঠে,,,,
কেদে ফেললো কবি....
বলো না আপু, শীতল কোথায়....??
: তোমার ভালোবাসা ও বুঝেও না বুঝে আজ অনেক দূরে চলে গেছে,,,,,
শীতলের বান্ধবী টা কাদছে,,
: কি হইছে আপু,, বল না, প্লিজ.....
: ও ৪ দিন আগে ব্রেইন ক্যান্সার এ মারা গেছে....
নির্বাক কবি যেন নিজেকে হারিয়ে ফেলে,,
কথা বলার ভাসা খুজে পায় না,,,,,
ওকে না বলে শীতলের চলে যাওয়া টা,
ওকে একা ফেলে রেখে যাওয়া টা শীতল মানতে পারে না......
কলেজের ছাদ থেকে নিচে পড়ে যায় কবি ওই দিন ই,
পড়ে যাওয়া না কি আত্মহত্যা এ এক অজানা রহস্যই থেকে যায়......
অনেক দিন হয়ে গেছে,,
এখন কলেজের পাশের লোকজনের থেকে শোনা যায় যে,,,
গভীর রাতে কান্নার শব্দ ভেসে আসে কলেজ থেকে,,,
কখনো কখনো গভীর রাতে নাকি কলেজের গেইটে পাশে একটা ছেলেকে বসে দেখা যায়,,,,
কাঁদে একা একা........
এ কান্না হয়তো কোনো দিনও শেষ হবার নয়.......
লেখা:
#_পথ_হারা_পথিক_
©somewhere in net ltd.