নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত নোমান

পথিক নোমান

পথিক নোমান › বিস্তারিত পোস্টঃ

আত্মকথন

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

তখন আমি ছিলাম ক্লাস থ্রি কিংবা ফোর এ পড়ুয়া একটা বাচ্চা ছেলে। মনে আছে বাবা থখন খাগড়াছড়ি সেনাবাহীনির সদস্য হিসেবে শান্তি মিশনে কাজ করতেন।বাবার ইচ্ছা থেকেই আমি মাদ্রাসায় ভর্তি হই। আমি কাওমি মাদ্রাসার ছাত্র তখন।আমি আর আম্মু ছিলাম নানার বাড়িতে। ঐ বাড়িতে থেকেই আমি মাদ্রাসায় পড়তাম। আমরা উর্দূ, আরবি, বাংলা, আর ইংরেজী পড়তাম। সন্ধা প্রদীপ জ্বেলে ঢুলু ঢুলু হয়ে টেনে টেনে সুর করে পড়তাম। ওয়াজ মাহফিলে হুজুরেরা যেমন টেনে টেনেওয়াজ করেন অনেকটা সেরকম। নিজেকে কেমন মৌলানা মৌলানা মনে হতো।

আমার ছোট্র খাট্র নাদুস নুদস দুইটা মাত্র ভাই। নাদুস নুদুস হলে কী হবে,ভীষন ডানপিঠে। আম্মু তো সারাদিন আমাদের পিছনে খেটে মরতেন! সব মিলিয়ে আমাদের ব্যাস্ত সংসার।

আমাদের একটাও মোবাইল ফোন ছিলনা। হুজুরদের বাড়িতে বাবা মাঝে মাঝে ফোন করতেন। তবু আমাদের প্রতি মিনিটের জন্য দু টাকা করে দিতে হতো। কখনো যদি আমরা ফোন দিতাম, তাহলে পাঁচ টাকা করে দিতে হতো।

সংসারে বড় ছেলে হওয়ায় রিতিমত বিপদের মধ্যেই ছিলাম বলা যায়।আমাকে প্রায়ই মাইল দুইয়েক হেটে মাথা বোঝাই করে বাজার করে আনতে হতো! আর গ্রামের দুই মাইল মানে বিশাল ব্যাপার! বিকেলে রওয়ানা দিলে পৌছতাম সন্ধা নাগাদ। তার পর বাজার করতাম, ফিরতেই রাত নটা পার!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

যোগী বলেছেন:
উর্দূ কেন পড়া লাগতো?

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

পথিক নোমান বলেছেন: হা হা..... এটা একটা যন্ত্রনাময় সাবজেক্ট ছিল। আমি যখন এটা নিয়ে প্রশ্ন তুলেছি, আমাকে বলা হলো, অনেক বড় বড় কিতাব আছে যা উর্দূতে লেখা। এবং এভাষা অনেকটা আরবী ভাষার কাছাকাছি,তাই ভাষায় পড়া ভালো! তাই আমাদের উর্দূ পড়তে হতো। কিন্তু বড় হয়ে একটা সময় আবিষ্কার করলাম এসব কিতাব গুলোর বাংলা ভার্সন ও আছে।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

সানফ্লাওয়ার বলেছেন: বাকি টুকু কোথায়?

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আরো লেখেন....

৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৯:২৭

পথিক নোমান বলেছেন: হুম লিখবো। ব্যস্ত ছিলাম তাই সবটুকু লিখতে পারিনি।

৬| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৮

রোমেন রুমি বলেছেন: ফেইসবুকে পড়েছি ;
শেষ কর ; ভাল কিছু হয়ত হবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.