নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত নোমান

পথিক নোমান

পথিক নোমান › বিস্তারিত পোস্টঃ

আজ ঈদের দিনেও অনশন চলছে কেন্দ্রীয় শহীদ মীনারে!

০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

খুব অবাক হলাম! আজ ঈদের দিনেও চলছে আন্দোলন! রানা প্লাজা ধ্বংস স্তুপে নিহত স্বজনদের ক্ষতিপূরন হিসেবে চাইতে এসেছে তাদের স্বজন। যা দিয়ে কেটে যেতে পারতো আনন্দের ঈদ। কিন্তু ভাগ্যের কী নির্মম পরহিাস, যে মানুষগুলোর পরিশ্রমে এই সব লোকদের সংসার চলতো, আজ তাদের হারিয়ে তাদের জন্য সকাল থেকে অনশন করছে অসহায় স্বজন!



কেন্দ্রীয় শহীদ মীনারে বসে থাকা এসব অনশন কারীদের ঈদ আনন্দ পাবার কি কোনো অধিকার নেই? বলছিনা এদের কোটি টাকা দিয়ে বিদায় করুন। জানি শ্রমিকের মূল্য কোটি টাকার চাইতেও অনেক বেশি। গনতন্ত্রের ধারক বাহক যারা আছেন, আপনি টাকার পাহাড় গড়ুন। আমি বাধা দেবার কে? কিন্তু দাদা আপনার ঐ টাকার পাহাড়ের ধুলিকনাও যদি এদের দিতেন, তাহলে কি ত্রিশদিন ধরে রোজা রাখার পরেও আজ ঈদের দিনেও অনশন পালন করতে হতো? প্রশ্নটা অনশনের নয়, মানবতাবোধের। জানি ঈদ আনন্দের, এটা আনন্দ ভাগাভাগির দিন। যাদের টাকাপয়সা আনন্দ খরিদ করতে পারে এই আনন্দ শুধু তাদের সাথে ভাগ করা যায়! বাকিরা আজীবন খেটে মরবে, তাদের জন্য ঈদ মানে অনশন। তাইনা!!!

আমরা যারা আরাম করে ফিরনি খেয়ে এই পোষ্টটা পড়ছি, তারা কি ভেবেছি কখনো, আমিও হতে পারতাম ওদের একজন। শেঠ্ আমাদের অনুভূতির জায়গা গুলো এতো কেনো কঠিন!?!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: এদের নিয়ে দাবা খেলা

২| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

পথিক নোমান বলেছেন: সব সময়কার তার ঘুটি হয়ে থাকি আমরাই, আমজনতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.