নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাহাদাত নোমান

পথিক নোমান

পথিক নোমান › বিস্তারিত পোস্টঃ

কেনো হে বিলাপ রোদন?

১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

আকাশ মাঝে কাহার পানে

অমন করে চেয়ে থাকিস?

একলা মনে চোখের জলে

বিলাপ করে রোদন করিস?

সখি কার বিনে তোর ললাট

চাঁদ, অমন কালচে হলো।

ওরে কার জোছনায় তোর আঁখিতে

জল, অমন মুক্তো হলো?

কার বেদনে তোর গহীন মাঝে

ওই মেঘেরা কেঁদে মরে?

তোর কাঁদনে দুধের মাছি,

এটে যায় দুধের স্বরে!

তোর জোৎস্না ভেজা চুলের জলে

আর কি কবি চাঁন করেনা?

সখি তোর রাঙ্গা হাতের চেরী ফুলে

এখন পালক ছড়ায় না?

মাঠের পারের বটের তলায়

কবি আর আসে না রে?

তার বাঁশরীর সুর কি আর

এখন বুঝি বাজেনা রে?

কেনো গান ভুলে তুই ভান করে

অমন জোৎস্না সাজালি?

এখন কাকে দিবি সাজারে

কাকে বন্ধু বানাবি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.