![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে একখানি কালো রাত,
জানালার ছিটকিনি গেলে খুলে
নরম হাওয়া উঁকি দেয় নষ্টালজিয়া।
দগদগে ফুসফুস প্রেম গদগদে
ভুলে যায় বিপ্লবী রেশ ,
বোকা কবি হতবাক,পারেনা লিখতে
একখানি কবিতা, জমা থাকে বেশ।
মাঝে মাঝে সুরখানি কেটে গেলে
মোটা-সোটা বই গুলো ছুঁড়ে ফেলে
কি যেন কী আক্ষেপ মাখা চোখ
ঢেলে দিয়ে জলকণা ভিজে দেয়,
নরম আলুথালু মুখ।
১১-০৮-১৪
প্রথম বিকেল
মুনিপুরী পাড়া, ঢাকা।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪
পথিক নোমান বলেছেন: আপনার ভালো লাগায় ভালো লাগলো।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০০
আমি মিন্টু বলেছেন: সুন্দর ভালো লাগলো ।
আচ্ছা মুনিপুরী পাড়া, ঢাকা। এটা কোন এলাকায় মানে থানায় পরছে ভাই ।
১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
পথিক নোমান বলেছেন: এটা ফার্মগেট দিয়ে খামার বাড়ি মোড়ের পাশে।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৮
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷