নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

শরতেই বিদায় জানাই

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৮:২৮

বলেছিতো, এই শরতে না পারলেও
আগামী শরতে সত্যিই দিবো একটা নীল শাড়ি।
শহরে তো আর খোলা মাঠ নেই
তুমি বরং ছাদের এ মাথা থেকে ও মাথা হেটো
শাড়ির আঁচল দুলিয়ে আর আমি তোমায়
দেখবো এক কোনায় দাঁড়িয়ে সিনেমার নায়কের মতো।
ওমা! তাতেও হবে না?
আচ্ছা ঠিক আছে, সময় কমিয়ে আনছি। শরতে নয়,
বছরের শেষ দিনই তোমাকে দিবো লাল পাড়ের সাদা শাড়ি।
গ্রীষ্মের প্রথম প্রভাতে তুমি পড়বে সেই শাড়িটি
আর আমি ধবধবে সাদা পাঞ্জাবি। তারপর দু’জন মিলে
হারিয়ে যাবো বৈশাখি মেলায়। ঘামে যুবুথুবু হয়ে
মঙ্গল কামনা করবো সবার, মঙ্গল শোভাযাত্রায়।
এবার ঠিক আছে হে?
নাহ! এতেও হচ্ছে না তোমার। তাহলে কি বসন্তে?
যাও, সময় আরো কমিয়ে আনলাম। আসছে বসন্তেই
দিবো হলুদ শাড়ি। না না, হলুদ নয়, লাল।
কারণ ওদিন সবাই হলুদ পরে।লাল শাড়িই দিবো।
সব হলুদের মাঝে তুমি ফুটে থাকবে গোলাপের মতো। চলবে?
তাতেও চলবে না? আর বুঝি তড় সইছে না বুড়ি?
ঠিক আছে তবে শরতেই তোমায় বিদায় জানাই।
তোমার মনের মেঘ যখন কেটে গেছে তখন বিদায় অনিবার্য।
শুধু মাঝে কেটে গেলো বসন্ত, গ্রীষ্ম, বর্ষা। আর এখন শরত।
তাই এই শরতে তোমায় আবারও জানাই বিদায়।
যাবার আগে শোন, আসছে হেমন্তে সেই মানুষটাকে খুঁজে নিয়ো
যে তোমায় দিবে পাহাড়ের ঐপাড় থেকে আসা চোরাই লেহাঙ্গাটা।
তার বিনিময়ে তাকে দিয়ে দিয়ো আমাদের স্বপ্নগুলো।
আর একটা কথা। শুনবে তো?
মনে আছে শীতে একটা চাদর দেবার কথা?
চাদরটা দিয়ো আমায় আসছে শীতে।
আমি ওটা গায়ে জড়িয়ে ঘুরবো সারা শহর।
আর উম নেবো তোমার গায়ের, যেমনটা
উম পেয়েছিলাম গেলো বর্ষায় ঝুম বৃষ্টিতে
যখন তুমি আমায় জড়িয়ে ধরে শেষ চুমু খেয়েছিলে।

(২৩ সেপ্টেম্বর ২০১৪, পল্টন)


মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৩১

নুর ইসলাম রফিক বলেছেন:
অভিমান প্রকাশ.........।.ভাল লাগলো

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:২০

আরজু পনি বলেছেন:

বিষাদের ...

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর লেখনি :)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১:০৮

কলমের কালি শেষ বলেছেন: ভাল কবিতা ।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭

মাধব বলেছেন: ভালো লাগল।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ লাগলো +++++++

ঈদের শুভেচ্ছা :)

৭| ০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫৬

কালো গুপ্তচর বলেছেন: অভিমান ভরা ভালবাসার বহি:প্রকাশ। অসাধারণ।

৮| ০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১

দ্য ইলিউশনিস্ট বলেছেন: সহজ সরল ও সাবলীল প্রকাশ। ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.