নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

একজন প্রেমিকের নিষিদ্ধ কবিতা

০৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫

যদি কেউ দেখে না ফেলে পাছে
তবে তাই হোক যা হয়নি আগে।
আদিম মানুষের রুপে মেঘের নীচে
পুর্ণীমা রাতে অথবা শীতের সকালে।
তুমি আমি আর আমি তুমি
দু’জন দু’জনার ঠোটে ঠোট চুমি।
আমাদের নিশ্বাষ চলুক দ্রুত লয়ে
কাহারবা দাদরা আর ঝাপ তাল ভেঙে।
তারপর আরো নিচে খুব গোপনে;
বেড়ে ওঠা দুটো হিমালয় চুড়া
ছুঁয়ে দেই আমি পরম আদরে।
এবার চুমুতে দিলাম ভিষণ জোর
ছোট্ট তিলক আছে যেখানে তোর।
তারপর নীচে আরো নীচে
ডুবে গেলাম তোমার সমুদ্র জোয়ারে।
আর তাই আমাদের সাথে আজ পৃথিবী কাঁপে
জোছনা, শিশির আর কাশবন স্বাক্ষী রেখে।
তাই আবারও বলি, যদি কেউ দেখে না ফেলে পাছে
তবে তাই হোক যা কখনো হয়নি আগে।

(২৬ সেপ্টেম্বর, ২০১৪ সিদ্ধেশ্বরী)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৯

অপূর্ণ রায়হান বলেছেন: কবিতা ভালো হয়েছে :)

ঈদ মুবারক ভ্রাতা !:#P

২| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

পথেরদাবী বলেছেন: ঈদ মুবারক...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.