নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

গেরিলার সাথে প্রেম

১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:০০

এই মাত্র হাতে পেলাম লাল একটা খাম,

এতে কিছু কথা লেখা আছে, শুধু নেই কোন নাম।

লেখাগুলোর ভিষণ তেজ, দাউ দাউ করে জ্বলছে,

কিন্তু কি বলে একে পরিচয় করাই তোমার সাথে,

স্ক্রিপ্ট, নাকি আগ্নেগিরি?

জানো কি তুমি; প্রিয়তমা নেফারতিতি।

সে যাই হোক, আগ্নেগিরিই বলি কেমন-

কবিতার প্রয়োজনে শব্দরা যেখানে যেমন।

খামটা দিয়েছে এক পরিচালক,

না না পরিচালক না, বরং গেরিলাই বলি,

স্বজাতির প্রেমে মশগুল এক গেরিলার গল্প

এখানে; প্রিয়তমা তিতি। শোন তবে,

কি যেনো বলতে চায় সে, মুক্তির কথা

বলতে চায় স্বজাতির না বলা দুঃখ ব্যথা।

চোখ তার জ্বলছে, সে আগুন আমাকেও ছুয়েছে;

এই রাতে। তাইতো এক কথায় রাজি,

গেরিলার সহযাত্রী আজ থেকে আমি।

আমরা পাহাড় ডিঙাবো, ডিঙাবো নদী

গাছ আর পাহাড়ি মদ মিশিয়ে বানাবো জিবনের ছবি।

শোন শোন, তবে আরো শোন,

কথার এখনো অনেক বাকি-

তুমি যদি আসো ফিরে, যদি তাকাও আবার,

সত্যি বলছি একটা হাত দিবো তোমাকে,

আরেকটা হাত তাকে,

যে হাত গেরিলার হাত,

যে হাত ধরেছি আজ রাতে।

কারণ; তুমি পালালেও গেরিলারা পালায় না।

প্রেমিকার চেয়েও বড় প্রেমে মশগুল সে,

যার নাম ‘মা’। সে কখনো পালাতে পারে না।



(১৭ নভেম্বর ২০১৪, ইউল্যাব)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫১

এহসান সাবির বলেছেন: দারুন।

২| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

পথেরদাবী বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.