নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

নাই কিচ্ছু নাই

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৯

রায় কার্যকর নাই।
যানজট নিরোসন নাই।
বিশ্ববিদ্যালয়ে গরিব চাষি কালা মিয়ার পোলা নাই।
শিল্পীর কনসার্ট নাই।
খেলার মাঠ নাই।
লেখক নাই, কবি নাই।
আড্ডা নাই, পাড়ায় পাড়ায় গান নাই ।
ছাদে ছাদে ট্যাংকি আছে আগের সেই টাংকিবাজী নাই।
হারিয়ে যাওয়া ফাতেমার হিরো সাইকেলওয়ালা মফু নাই।
চিঠি নাই। প্রেমপত্র নাই।
তেল নাই, নুনু নাই, বিদ্যুৎ নাই, পানি নাই।
আমার না; পরোটাওয়ালা বাবুল মিয়ার।
বই হাতে পোলাপান নাই।
মঞ্চে সত্য বক্তৃতা নাই। নেতাগো মনে সুখ নাই। তাগো নাকি টাকা নাই।
আব্বার মাথায় চুল নাই, আমার মতাে কালো কোকড়া চুল।
কবরির মতো আম্মার আগের রুপ নাই ।
মিছিল নাই, রাস্তায় গুলির আওয়াজ নাই।
গান কইরা ভাত নাই।
সংবাদ পইড়া আশা নাই। সত্য লিখলে বাঁচন নাই।
সুন্দরবন। এবার এ্ইটাও গেলো।
নাইয়ের লিস্টি আর বাড়াইতে কাগজ নাই।
এক কথায়, কিচ্ছু নাই। কিচ্ছু নাই।
হ ভাই কিচ্ছু নাই।

(১১ ডিসেম্বর ২০১৪, পল্টন)



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.