নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত পোস্টার

১৩ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

“জীবন যেখানে দ্রোহের প্রতিশব্দ, মৃত্যু সেখানে শেষ কথা নয়”।
শ্লোগানটি তুমি নিপুন হাতে এঁকেছিলে শহরের অজস্র দেয়ালে।
তবু বন্ধু, মৃত্যই এখানে শেষ কথা, কোথাও নেই তুমি।
সেই পাতলা গড়নের মানুষটা তুমি ঘাড় বাকিয়ে আর হাসো না।
টিএসসি, মধুর ক্যান্টিন, পল্টন, প্রেসক্লাব কোথাও সেই হাসি নেই।
নেই পোস্টারগুলোতে তোমার হাতের ছাপ, অথবা
রঙিন করো না বিশ্ববিদ্যালয়ের ফাঁকা দেয়ালগুলো। কেউ খোঁজে না তোমায়।

বন্ধু; শেষ দিনগুলোতে তুমি ছিলে ভিষণ নীরব, চোখে মুখে বিষন্নতা।
পাতলা গড়নের সেই তুমি হয়েগিয়েছিলে আরো হালকা, আরো ছোট।
যেনো দখিনের হাওয়া তোমাকে এক ঝাটকায় উড়িয়ে নিয়ে যাবে।
অবশেষে উড়িয়ে নিয়ে গেছে পূর্ব অথবা পশ্চিম থেকে তেড়ে আসা হিংস্র একটি ট্রেন।
তুমি ছোট থেকে আরো ছোট হলে। আরো হালকা গড়নের হলে।
এতোই হালকা যে ছোট্র একটি বালতিতে তোমার ঠাই হলো। সবশেষে সজিব ঘাসের নিচে।
আমিও হালকা হয়ে পড়ছি বন্ধু, ছোট থেকে আরো ছোট।
কিন্তু আর চাই না তোমার মতো হতে। অপেক্ষায় থাকি না কোন এক হিংস্র ট্রেনের।
কারণ বাকি পোস্টারগুলো যে আমাকেই লিখতে হবে।

(১৭ অক্টোবর, ২০১৪ পল্টন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.