![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
গ্লাস টাওয়ারের আলোতে তারে দেখা যায় না।
তাই সেলফোনের আলো দেয় মুখ ভরে,
যেনো চড়া দর ওঠে উদ্যানের ঘোর অন্ধকারে।
তারপরে; কেউ কেউ দেখে তারে, আমিও দেখি
কারন আমি জানি, জানি আমি কে সে।
এমনই সময়ে ওড়ে আকাশে
বিজয়ের আতশ বাজি
মাটিতে বাজে গিটারের ঝংকার।
আর তখনই সবাই বলে ওঠে -
স্বাধীনতা বাহবা বাহবা।
হঠাৎ আবার; আলো জ্বলে ওঠে তার
মুখের ওপরে। তারপরে-
কেউ কেউ দেখে তারে, আমিও দেখি
কারন আমি জানি, জানি আমি সে কে ।
এতো রুদ্রের সেই নারী-
নষ্ট জন্মের লজ্জায় যে আরষ্ট কুমারী জননী।
তোমরা চেননি, চেননি তারে?
সে কে?
পেশাদার, সৌখিন নয় সে।
(২৮ ডিসেম্বর ২০১৪, সোহরাওয়ার্দী উদ্যান)
©somewhere in net ltd.