নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

না প্রেমের কবিতা

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫১

নামের পাশে সবুজ বাতি জ্বলে।

দেখেই জানতে মন চায় -

কেমন আছেন?

কিন্তু; প্রতিদিন কি আর যেচে পড়ে জানতে চাওয়া যায়-

পাল্টা প্রশ্নের অপেক্ষায় থাকাটা মন্দ না!

আমি জানি ছিচকাঁদুনে প্রেমের কথা একটু ‘র’ই হয়।

আজকাল এসব কথা লম্বা লাইনে লিখলেই হয়ে যায়

স্ট্যাটাস- আর প্যারা করে দিলেই কবিতা।

সবই সস্তা কথা। কিন্তু তাতে কি-

অন্তত প্রেমের ক্ষেত্রে একটা সস্তা কবিতাই হোক।

চাইলে আপনিও লিখতে পারেন।

কে কবি না কবি সেটা না হয় পরে দেখেন-

লেখেন।



(১১ জানুয়ারি ২০১৫, পল্টন)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

আহমেদ রুহুল আমিন বলেছেন: ডিজিটাল অনুভুতি নিয়ে ডিজিটাল কবিতা ! ভাল লাগল । ভাল ভাল থাকুন সতত: ।

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

পথেরদাবী বলেছেন: ধন্যবাদ...

২| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

আবু শাকিল বলেছেন: দারুন লিখেছেন :)

১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫

পথেরদাবী বলেছেন: ধন্যবাদ....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.