নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

মায়ের কেমনে বুঝাই

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

আমার জন্মের কয় মাসের মইধ্যেই; ছোট ভাই আমার-

মায়ের প্যাটে। বছর পার হইতেই জন্ম তার।

তাতে তার কোন দোষ নাই,

দোষ নাই আম্মা আব্বার। আমারও -বা কি দোষ?

কিন্তু সত্য হইলো বুকের দুধ খাইতে পারি নাই বেশি দিন মায়ের।

যা খাওয়নের খাইসি; বাকিটুকু ছিলো ছোট্ট ভাইয়ের।

সেই থেইকাই আমার শক্তি কম-

শরীরের আর মনের।

তাই মা আমারে কাহিল পোলা ডাকে-

মা জানে পোলারে সে দিতে পারে নাই; ততটুকু-

যতোটুকু পাইসে আমার ভাইয়ে। এতে আমার কোন দু:খ নাই।

খালি গল্পের প্রয়োজনে টানলাম বাপেরে, টানলাম মায়েরে ভাইয়েরে।



সেই দুর্বল বুকে মা কাইল কান পাতে,

আর শুনতে পায় বুকে বাজে-

ধুকধুক ধুকধুক।

মায় জিগায় কিসের আওয়াজরে বাপ!

আমি নিথর তাকায় থাকি, বলি না কিছু।

আমিও শুনি সেই আওয়াজ

য্যান তুমুল বর্ষায় উথাল পাথাল নাচন লাগাইন্না-

এক পদ্মা নদী; বিশাল বিশাল ঢেউ বুকের মইধ্যে বাড়ি দেয়-

আর ভাইঙা যায় বুকের এই পাড় ঐ পাড়।



মারে কই সেই আওয়াজের কথা।

মা বিশ্বাষ করে না। কয় বাজান;

এই আওয়াজ আরো বেশি-

য্যান উথাল সমুদ্রের লাহান।

মায়ে আমার বুইঝা ফালায়;

তবু ছলা কলায় মায়েরে কই-

মা; আমি কি তোমার একটা পোলা?

এমন দেখসি হাজার গুলা, কয়টার বুকে মাথা রাখবা।

সবার বুকেই বাজে-

ধুকধুক ধুকধুক।

এইসব কিছু না মা,

সব ঠিক হইবো; তুমি ভয় পাইয়ো না।

খালি ভুল একটাই-

একবার স্বপ্ন দেখসিলাম।

এই যা....!



(১৪ জানুয়ারি ২০১৫, পল্টন)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১

নিলু বলেছেন: লিখতে থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.