![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
ধরুন-
কাল থেকে যদি কবিতাগুলো বক্তৃতা হয়ে যায়,
গানের প্রতিটি লাইন যদি হয় এক একটা শ্লোগান ।
থারটি ফাইভ মিলিমিটার ক্যামেরা যদি হুটকরে-
রুপ বদলে রাইফেল হয়ে যায়।
পেইন্টিংগুলো সব দৌড়াতে দৌড়াতে গ্যালারী ছেড়ে
নেমে আসে রাস্তায়, শিল্পীরা সব রাষ্ট্রের যন্ত্রগুলো বিকলের
অপরাধে মাথায় হুলিয়া নিয়ে ঘুরে।
লেফ্ট-রাইট লেফ্ট-রাইট ওয়ালেদের এলাকায় যদি হয়
জাতীয় সাহিত্য সম্মেলন। অথবা ঢাকা রক ফেস্ট!
তবে কেমন হবে?
ইউ মে সে আই আম এ ড্রিমার…
বাট; গানের লাইনটা কিন্তু পরে স্লোগানই হলো।
(১৬ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৫
অন্ধবিন্দু বলেছেন:
আহা ! কাঁপিয়ে দিলেন ...