নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

বৈপরীত্ব

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

শুধু মাত্র দাবি আদায়ের কথা দেয়ালে লিখতে গিয়ে কবি মাহাবুব হাসানসহ তার আরো দুই সহযোদ্ধাকে পুলিশ গ্রেফতারের নিন্দা জানাই.... তাদের মুক্তি দাবি করছি....এটাই বলি কবিরাও হিংস্র হয়ে উঠছে.... যারা রাষ্ট্রের কোলে চেপে পদক গুনছেন তাদের মেধার প্রতি সম্মান রেখেই বলছি.... আসসালামুআলাইকুম..... আর সেই তিন সাংস্কৃতিক কর্মীকে আমি আমার অ-কবিতা উৎসর্গ করলাম......





“বৈপরীত্ব…”



আমার বাবা দাদাকে সাঁকোর ঐ পাড়ে রেখে

যুদ্ধে গিয়েছিলো। বলেছিলো-

এইতো বাজার থেকে আসছি।

আমি অতীত ভুলতে পারি না,

অতীত মানেই কবর খুড়ে কঙ্কাল তোলা নয়।

কারণ-

আমিও বাবার বলা সেই মিথ্যাটা

বাবাকে ফিরিয়ে দিয়েছি বহুবার।

না হয় দেখতাম না মিছিল, রক্ত , রাষ্ট্র,

পুলিশ অথবা জলকামান।



কোনো বাবাই চায় না সন্তান শহীদ হোক;

কিন্তু বিদ্রোহী মন চায় বাবা শহীদের পিতা হোক।

এই বৈপরীত্ব থাকবেই, বৈপরীত্ব রক্তে ধাবমান।

বন্ধু; দুনিয়ার পথগুলো আমাদের নয়,

আমাদের করে নিতে হয়;

তাই হয় মরো না হয় মারো…



(২২ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: কিন্তু বিদ্রোহী মন চায় বাবা শহীদের পিতা হোক! অসাধারণ|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.