নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

শহরেও শব্দ আছে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

এখানে আর লেখা-লেখির কি আছে?
চৈত্র মাস আসছে; সেই চৈত্রের শেষে
ঝড় এলে নাকি কাঁচা আম পড়ে।
সেরুপ দেখিনি কোনোদিন, স্টিলের জানলার
ভাঙা কাঁচের টুকরো ছাড়া।
ভাবনায় পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ আসে না,
গাভী দেখি নাই কোনো গোয়াল ঘরে, শুধুমাত্র-
চার চাকার হাই ডিলাক্স কামরা ছাড়া।

যাদের শেকড় মাটিতে-
ধুলো আর জল মেখে যাদের বেড়ে ওঠা,
তারা কেমন পাতাবাহারের মতো লকলকিয়ে
বেড়ে উঠছে।
ইটের পর ইট যেমন; ঠিক তেমনই-
শব্দের পিঠে শব্দ সাজিয়ে চলছে
প্রেসক্লাবের পাকা টাইপ রাইটারের মতো।
আর আমি শালা হতচ্ছাড়া-
শহরের উঁচু দালান আর গাড়ীর হেড লাইটের
মাঝে শব্দ খুঁজি।

(২৩ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.