নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

“অনাবাদী ভূমিতে কবর খুঁড়ি…”

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

১.

অপ টপিক- নওজোয়ানস।

গভীরে যাই, দেখি ষড়যন্ত্র,

তারো গভীরে যাই দেখি বি্দ্রোহ ন্যায় সঙ্গত।

ফলাফল-

ধনীর কোন দোষ নাইে;

ঐদিকে দক্ষিণ বাড়ির পড়শী হাসে খিলখিল করে।



২.

শুন্যে মাটি খুঁড়ছি বলে

গভীরে যেতে পারছি না;

তবে এতে নিজের কবর

খোঁড়া হয়ে গেছে।



৩.

বন্ধাত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছি,

পিতা হবার খূব শখ।

সন্তানের মালিকানা চাই না,

কোলে নিয়ে চুমু খেতে চাই-

বুঝতে চাই সৃষ্টিতে কি সুখ।



৪.

অনাবাদী ভূমি

কৃষকের দু’চোখের বিষ।

মগজটা অনাবাদী পড়ে আছে,

চাষ দেয়া খুব দরকার।



(২৩,২৫ ফেব্রুয়ারি ২০১৫, পল্টন)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.