![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
শহর পেরিয়ে মাঠ, নদী, ঝর্ণা, বন-পাহাড় যখন পার হচ্ছিলাম-
একটা অজগর সমুক্ষে নয়-
লেজ দিয়ে পিঠ বরাবর ভিষণ জোরে
আঘাত করে। লেজের মধ্যে কাঁটা ছিলো-
সেই কাঁটা পিঠ বিদ্ধ করে বুকে বিঁধে যায়।
অতঃপর, কাঁটাটা বিষ ছড়িযে দেয় সারা শরীরে।
ঘাতক বিষ লাল রক্তে স্রোতের মতো মিশে যায়-
আমি ক্রমশ নীল হতে থাকি, নিথর হতে থাকি-
আর লীন হযে যায় চোখের সামনে দৃশ্যমান আকাশ।
মা এসে মাথায় হাত বুলায়-
আমার দুঃস্বপ্ন ভাঙে।
(৩০ মার্চ ২০১৫, পল্টন)
৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০০
পথেরদাবী বলেছেন: ধন্যবাদ....নতুন লিখছি.....অবশ্য আমার কোন লেখাই হচ্ছে না...... তাতে আমার দু:খ আছে কিন্তু লজ্জা নেই...... আপনার সময় নষ্ট করার জন্য দু:খিত........
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: বাজে এবং সময় নষ্ট করার মত পোস্ট