![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
যারা যারা আজ রাতে জেগে আছে-
এই কথাগুলো তাদের জন্য।
জৈষ্ঠের শুরুতে এমন রাতে আকাশে চাঁদ নেই-
আছে শুধু শুন্যতা আর নীরবতা;
সবই নীরব নিথর। এমন রাতের শীতলতা
তোমরা যারা উপভোগ করছো কথাগুলো তাদের জন্য।
এই রাতে কেউ হয়তো হিসেব কষছে জীবনের
হালখাতার। কেউ কেউ কারওয়ান বাজারের চাঁদহীন আকাশের নিচে-
আকাশে দেখছে তার সবকটা স্বপ্ন।
কোন নারী হয়তো জেগে আছে-
অন্যপুরুষের বিছানায়, যা সে চায়নি।
সাথে জেগে আছে দুধের সন্তান; এই বুঝি মা ফিরে
এলো তাদের খুপড়ি ঘরে।
কোন যুবক হয়তো মৃত্যুপথযাত্রী মা অথবা বাবার
শয্যা পাশে। ভাবছে আগত অন্ধকার দিনগুলো নিয়ে।
কেউ কেউ পাহারা দিচ্ছে বিত্তবানের বিত্তশালার।
সীমন্তে যোয়ান তাক করে আছে পুরো বাঙলাদেশ।
আবার কেউ কেউ আমারই মতো লিখে যাচ্ছে বিগত
প্রতারণার গল্পগুলো।
এই কথাগুলো তাদেরই জন্য-
তোমরা ঘুমিও না…
(২০ মে ২০১৫, পল্টন)
২| ২০ শে মে, ২০১৫ সকাল ১১:৫১
আরণ্যক রাখাল বলেছেন: না ঘুমাবো না। ভাল লেগেছে
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৫ রাত ৩:৪৭
ক্থার্ক্থা বলেছেন: খুব সুন্দর সাজানো গুছানো লেখা ভালো লাগল পড়ে । শুভ রাত্রী ।