![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
আমার ভালো লাগে-
সদ্য জন্মদানকারী চোখের নিচে
কালি পড়া মাকে দেখতে।
বাবা-মা’র হাত ধরে চার বছর বয়সী
কন্যা যখন বইমেলা ঘুরে বেড়ায়-
সে শিশুকে দেখতে।
ভালো লাগা খুঁজে পাই-
প্রেমিকাকে দশ টাকার বেলী ফুলের
মালা পরিয়ে প্রেমিকের শিশুশুলভ উচ্ছাসে ।
আরো ভালো লাগে-
ঈদে সন্তানকে গুলিস্থান থেকে দু’শ টাকার জামা কিনে
দিতে পেরে রিকশাওয়লার সুখের গড়িয়ে
পড়া জল দেখলে।
প্রথম বেতন পেয়ে নানীকে একটা জামদানী
উপহার দিয়ে জড়িয়ে ধরে চুমু খাওয়া নাতীকে
দেখে ভিষণ ভালো লাগে।
ভালো লাগে-
রাতের বেলা বাবার মাথায় বিলি কেটে দেয়া
তাগড়া যুবককে দেখতে।
ভালো লাগে-
সত্যিকার নেতার নেতৃ্তে তপ্ত দুপুরে
মিছিলে যাওয়া কমরেডকে দেখতে।
পৃথিবীর সকল সরলতা আমার
ভালো লাগে। আমি লুকানো সুখ অনুভব করি।
শুধু ভালো লাগে না-
কেউ আসবে আসবে করে
অপেক্ষার প্রহর গুনা মানুষগুলোকে দেখতে।
হতে পারে সে প্রেমিক
হতে পারে প্রেমিকা।
হতে পারে দিনে দুপুরে খুন অথবা গুম
হয়ে যাওয়া সন্তানের অপেক্ষায় ক্রন্দনরত 'মা'।
(২১ মে ২০১৫, পল্টন)
©somewhere in net ltd.