নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

মিথ্যুক সময়

২২ শে মে, ২০১৫ বিকাল ৪:২৬

মহাকাল ভেসে যায়;
সাথে ভেসে যায় অগনিত গল্পেরা।
নেই নেই কেউ নেই, কিছু নেই-
কোথাও স্বপ্ন নেই, নেই জোড় বাঁধার
তীব্র জোর। সময়ের প্রয়োজনে একা কাক
বসে থাকে পাহাড়সম বয়সের ভারে।
ঝড়ে জুবুথুবু সে, পালকগুলো ঝরে পড়ে
শহুরে ইটের গায়ে। তপ্ত রোদে
ক্লান্ত পথিক খুঁজে ফেরে শেষ আশ্রয়।
আশ্রয় তার মাথায় ঘোরা কয়েকটা শব্দ
অ আ ক খ....
মিথ্যুক সময়ে সবাই থাকে ভালো;
শুধু পথিকের বুক ফাটা ক্রোধে-
নেশা নেশা নেশা
নেশা ছাড়া আর কিছুই নেই যেনো।

(২২ মে ২০১৫, কর্মস্থল)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৫

রং করা পুতুল বলেছেন: !! অতুলনীয় !!

২| ২২ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

এফ.কে আশিক বলেছেন: চমৎকার লিখেছেন..........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.