![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
কি কথা বলবো এই পাঠশালায়-
নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ যেখানে সব।
দম্ভ করে জোচ্চোর বেহায়া লেখক,
বিকায় মাথা দিনে দুপুরে হাটে মাঠে ঘাটে
অথবা অফিস পাড়ায়। সে কি জানে না-
সৃষ্টিতে কি সুখ?
কি কথা বলবে তোমাদের এই পোড় খাওয়া নগরী
প্রেম যেখানে শুধু নর আর নারী, নয় অন্য কিছু?
যদি শুধু তাই হয়; তবুও বলি-
সেখানেও আছে জোচ্চুরি নিদারুন লুকোচুরি।
ক্ষুধার আফিম নিয়ে বসবাস হাজারো নাগরিক
নাবিকের, যারা সময় গুনে একটু একটু করে বাঁচবার।
যাযাবর মন ফড়িং নাচতে চায়
নাচাতে চায়, তবু সুখ নাই মনে।
সত্য নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ
এখানে; স্বপ্নের ভ্রুনগুলো ডুবে ডুবে মরে যায়
বর্ষা আসার কয়েকটি রাত আগে।
কিন্তু আমি চাই-
স্বপ্নগুলো না মরুক, পাখা মেলুক
সম্ভবনার পালক গায়ে মেখে উড়ুক
অদ্ভুত সুখে।
(১২ জুন ২০১৫, পল্টন)
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৫ রাত ১:১৯
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লেগেছে