নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন....

আমার স্বপ্নের কথা বলতে চাই

পথেরদাবী

সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)

পথেরদাবী › বিস্তারিত পোস্টঃ

পাওলো’র কথা মানলাম না

১৯ শে জুন, ২০১৫ রাত ৯:৪৮

যদি-
সব অভিজ্ঞতাই মনে পুষে রাখি
তবে তোমায় বলবো কি?
লাল শালুতে ভরে গেছে শহর-
মাঠ ঘাট প্রত্যন্ত গ্রাম।
এসব দেখে কি মন কাঁদে না?
রাস্তায় পুড়ে পুড়ে মানুষের কাবাব
মানুষ দেখে, কেউ মারে কেউ মরে।
পালা বদল হয় জোচ্চোরের-
রকমারি বানিজ্য চলে বেওয়ারিশ স্মৃতির
অনুভুতির আর স্বপ্নের কুহেলীকার।
কোথাও না হয় নাই বললাম
চুপ রইলাম দেয়ালের মতো
পাহাড়ের মতো
পাড়ে বাঁধা নৌকার মতো
তবু আমার যতো-
মন জুড়ে জরা ক্ষরা
সেসব অভিজ্ঞতা
কি করে না বলি-
তোমায়?
সব কথা কি পুষে রাখা যায়
হাতের মুঠোয় ধরে রাখা যায়?
কি করে বুঝাই
কি করে বুঝাই।
হয়তো তুমি আগুন্তুক,
আমি অচ্ছুত
এই পারাপরে। তবু বলি-
পাওলো কোয়েলহোর কথাই শেষ কথা নয়
এরপর আমারও কিছু কথা থাকতে পারে-
সে কথায় হাত না ছোঁয়াও
একবার অন্তত
শুনেতো যাও ...!

(১৯ জুন ২০১৫, পল্টন)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

আরণ্যক রাখাল বলেছেন: শালু শব্দের অর্থ লাল কাপড়, তার সমানে লাল দেয়ার অর্থ নেই

২৩ শে জুন, ২০১৫ রাত ১২:০৬

পথেরদাবী বলেছেন: শালু শব্দের অর্থ ছাউনি...

২| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১২:০৫

আরণ্যক রাখাল বলেছেন: লাল ছাউনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.