![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাংস্কৃতিক কর্মী শিল্প তৈরি করতে পারেন আবার নাও করতে পারেন..... তবে শিল্পীর শিল্প তৈরি হওয়া চাই-ই-চাই.......সাংস্কৃতিক কর্মীর মূল কাজ শিল্পীর তৈরি শিল্পকর্ম এবং জনগনের মধ্যে মেল বন্ধন অর্থাৎ সহজ ভাষায় বললে, সেতু তৈরি করা..... আর এই সেতু তৈরির কাজ সাংস্কৃতিক কর্মীর করা চাই ই-চাই....এখানে ফাঁকিবাজির সুযোগ নাই.....সুযোগ নাই শিল্পীর মতো ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করার..... সাংস্কৃতিক কর্মীকে তাই মাঝে মাঝে শিল্পীর চাইতে সংগঠকের ভুমিকায় বেশি অবতীর্ণ হন...... এতে দোষের কিছু দেখি না....সব ঠিকঠাক থাকলে সাংস্কৃতিক কর্মী নামক শব্দের উৎপত্তি ঘটতো না..... সবাই শিল্প চর্চাই করতো.....শিল্প চর্চা করতে এসে কেউ বিপ্লবের কথা বলতো না..... যেহেতু বিপ্লব একটি কঠিন সত্য...... বিপ্লব দীর্ঘজিবী হোক.....\\\\\\\\\\\\\\\\n(১৪ মার্চ ২০১৫, পল্টন ...........)
হাইগ্গা এখনো বদনার ব্যবহার করো
হে নাদান, তাও্ আবার হাই কমোড না
লেটকা কমোডে। নিচে তাকাইলে
একটাই রং দেখ ‘হলুদ’; মাগার
সাত রংয়ের দেখা কই পাও এতো?
ঘরে কি ভাত আছে
চাইল আছে
এই মাসের বাসা ভাড়া
অফিসের লুইচ্চা কলিগের সুড়সুড়ি-
কি উপভোগ করো তুমি?
যদি উত্তর হয় 'না'
এক কথায়
তবে আমরিকার উচ্ছাসে তোমার
কি আসে যায়? তুমি বোঝ কি-
কাকে বলে সমাজ প্রগতি?
মনে রেখাে-
শুধু ল্যাংটা হওয়াই মুক্ত মনা নয়,
যে সমলিঙ্গে সুখ পায়
সে জানে-
অধিকার কি করে বুঝে নিতে হয়,
লড়ে নিতে হয়।
তারে তারটা নিয়া থাকতে দাও
তুমি তোমার পাতিলার খবরটা
ঠিকঠাক লও।
সে যাই হোক-
তোমরাতো আবার বালেস্বর বাল
হরিদাস পাল-
আমার কথার আর কি দিবা দাম?
(২৭ জুন ২০১৫, পল্টন)
©somewhere in net ltd.