![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্জিনিয়ারিং পাস করে একটা বহুজাতিক মোবাইল কোম্পানিতে কামলা হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম ।জানি না কিভাবে কিভাবে যেন জব লেনথ্ সাড়ে তিন বছর পার হয়ে গেল। আমি বুঝতে পারছলাম যে "আই নিড চেঞ্জ"। পরিবর্তনের জন্যই বা নতুন জীবনের সন্ধানে ক্যাঙ্গারুর খোঁজে পাড়ি দিলাম ভারত/প্রশান্ত মহাসাগর.......।
প্রবাসীরা দেশ থেকে বহুদূরে থাকলেও তাদের মন পড়ে থাকে দেশে। দেশের বাইরে এসে দেশপ্রেমকে যেন নতুন করে উপলব্দি করে। আমার নিজের কথাই বলি, শাহবাগের গনজাগরন দেখি আর ছটফট করি সেখানে যোগ দেয়ার জন্য। প্রবাসীরা শাহবাগে সশরীরে উপস্হিত না থাকতে পারলেও তারা কিন্তু থেমে নেই, নিরন্তর অনলাইনে তারা প্রতিহত করছে রাজাকার এবং নব্য রাজাকারদের, বিদেশেও জনমত তৈরি করতে রাখছে ভুমিকা।
প্রজন্ম স্কয়ারের সাথে একাত্ম হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অষ্ট্রেলিয়ার পার্থে বসবাসকারী বাংলাদেশীরা জড়ো হয়েছিলো কিংস পার্ক ওয়ার মেমোরিয়ালে। কিংস পার্ক যেন হয়ে উঠেছিলো একটুকরো শাহবাগ বা প্রজন্ম চত্বর।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২১
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: একসময় ভাবতাম আমরা আর কোন বিষয়েই মনে হয় এক হতে বা এককাতারে দাড়াতে পারবো না, কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরাও ঘুরে দাড়াতে পারি।
ধন্যবাদ।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: আমরা আছি শাহবাগে তোমরাও আছো আমাদের সাথে। সারা দেশ সারা বিশ্বের সকল বাংলাদেশী সবাই আজ একসাথে সোচ্চার। যুদ্ধাপরাধীদের ফাসি চাই। আমাদের শাহবাগ স্কয়ারের ফেসবুক পেইজ । অনেক দিন পর তোমাকে ব্লগে পেয়ে আনন্দিত।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: ব্লগিং করি না অনেকদিন, কিন্তু এই আন্দোলনে শরিক হওয়ার জন্য, দিকে দিকে ছড়িয়ে দেয়ার জন্যই আবার ব্লগে ফিরে আসা।
সারা বিশ্বের সকল বাংলাদেশীদের সবার মনে প্রানে আজ একই স্লোগান ;
"যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই" যে কোন মূল্যে।
পেইজে জয়েন করলাম। ধন্যবাদ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল। এখানে অ্যাড করে দিয়েছি View this link
পোষ্ট প্রিয়তে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: অনেক ধন্যবাদ আপু ...।
অসাধারন কাজ করেছেন।
আপনার পোষ্টও আমার প্রিয়তে....
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: এফবি লিংক :
Gonojagoron Moncho Perth, Australia
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০
নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক অনেএএএএএএএএক কাল পরে দেখলাম আপনাকে! ভাল আছেন নিশ্চই
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
অশ্রুহীন মন বলেছেন: ধর্ম-বর্ণ, শ্রেণী, দল সব ভুলে আজ সব বাঙ্গালী এক কাতারে দাড়িয়ে স্লোগান দিচ্ছে জয় বাংলা।