![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ : prithiplayer.tumblr.com ইমেইল : [email protected] ফেসবুক : www.facebook.com/prithiplayer টুইটার : www.twitter.com/prithiplayer
স্কুল-কলেজের ছাত্রদের সাথে অন্যায়ভাবে অত্যাচার করা এটা বাংলাদেশের শিক্ষকদের একটা শখে পরিণত হয়েছে। আমি যখন ঢাকা সিটি কলেজে পরতাম তখন শিক্ষকদের এই অন্যতম শখের (!) ভুক্তভোগী হত কলেজের প্রত্যেকটা ছাত্র। লাথি দেয়া থেকে শুরু করে বাবা-মাকে গালি পর্যন্ত দিতেন তারা।
নটরডেম কলেজেও যে শিক্ষকদের এই শখ প্রচলিত আছে তা জানতাম না। একটু আগে জানলাম ফেসবুকে এক ফ্রেন্ডের ওয়ালে এই ভিডিও টা দেখে। শিক্ষকের নাম মুকতার আহমেদ। আর ছাত্রটির দোষ পাশের জনের সাথে কথা বলা।
একেবারে শেষের অংশটুকু পর্যন্ত সবাই দেখবেন।
ভিডিও লিংক
২| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৫
টানজিমা বলেছেন: ভিডু টু আহে না...........
৩| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৬
এক্স বলেছেন: ভিডুটা ওয়েবলিংক আকারে দেন... এমবেড করলে আসতেসে না....
৪| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৭
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: নটরডেমে যে বান্দররা ভর্তি হয় একটু কড়াকড়ি না করলে মাথায় উঠে। মুকতার স্যাররে ভালা পাই।
-
৫| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪০
পৃথি বলেছেন: ভিডিও লিংক দিলাম।
৬| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৪
নীলজোছনা বলেছেন: খিক খিক খিক ভালো সাস্তি
৭| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৫
শেখ মিনহাজ হোসেন বলেছেন: আমিও মুখতার স্যাররে ভালা পাই।।
বর্তমানে নটর ডেমের সবচেয়ে পুরনো টিচার। সবচেয়ে আনন্দদায়ক টিচারও বটে।
তার ক্লাস করতে চায় না এমন কোন ছেলে নটর ডেমে আছে বলে জানিনা।
এমনে কইরা মাইর দিলো কেন বুঝলাম না।
নিশ্চয়ই সিরিয়াস কোন কারণ আছে।
৮| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৬
কোহিন বলেছেন: আসসালামু আলাইকুম,
কিছু শিক্ষক এইরকম সকল শিক্ষক নহে।
এই দুনিয়ায় কিছু বিকৃত রুচির মানুষ রহিয়াছে তাহারা যে-পেশায় থাকুক না কেন এই বিকৃতি ছাড়িতে পারে না। পারিবার ইচ্ছাও তাহাদের নাই।
উহাদের জন্য মানসিক চিকিৎসার ব্যবস্ধা গ্রহণ করা উচিত। আবার কেহ-কেহ আইনের হস্তে পড়িলেও সোজা হইয়া যাইবেন বরিয়া বিশ্বাস রাখি।
পরম করুণাময় আমাদিগকে সহজ সরল পথে চলিবার তাওফিক দিন।
৯| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৬
এক্স বলেছেন: এই মুকতার ডট ডট তো ছাত্রদের ব্যাক্তিত্ব বিকাশেই বাধা দিবে. এইরকম অপমানিত ছেলেটাতো জীবনে কখনো মাথা তুলেই দাঁড়াতে পারবে না...
ক্লাসে একটু মজা দিলেই সে ভাল টিচার হয় না, কারন তার শাস্তির বহর দেখলেই বুঝা যায় তার বুদ্ধিমত্তার বহর. মুক্তারকে মানসিক চিকিত্সা দেয়া দরকার, হে কিনা আবার পুলাপাইনকে শিক্ষা দেয়. বুদ্ধীজীবি হত্যার ফলাফল হল এই সব আবাল শিক্ককদের আবির্ভাব...
তাইতো বলি আজকালকের পোলাপাইন এতো কহোনেস বিহীন হচ্ছে কেন.
১০| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৬
লবঙ্গলতিকা বলেছেন: এই মানসিক রোগীটাকে শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি দিচ্ছেনা কেন এখনও!!
১১| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:২৭
সীমানা পেরিয়ে বলেছেন: উপযুক্ত কারন না থাকলে মুখতার স্যারের এরকম ক্ষেপার কথা না। মুখতার স্যার, আজমল ষ্যার, অমল স্যার ও এরকম আরো স্যারের কারনেই নটরডেমের আজকের সুনাম। পুতু পুতু কৈরা পড়াইলে ছাত্রগো আর পড়ানো লাগতো না। তখন নটরডেম আর সলিমুদ্দীন কলেজ একই রকম হৈবো।
এইডাতো সামান্য ব্যাপার। ক্যাডেট কলেজেগুলোতে কি হয় সেইটা আরও অনেক বেশী।
মাইনাস।
০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩২
পৃথি বলেছেন: পুতুপুতু কইরা পড়ায় দেইখাইতো বাইরের দেশগুলির ছাত্ররা হয় ব্রিলিয়ান্ট আর আমরা হই গ আকার গা, ধ আকার ধা - গাধা।
আপনার ছোট ভাইরে যদি কেউ এভাবে মারতো তখন আপনার কেমন লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো কারন আপনার কমেন্ট পড়ে তাই মনে হচ্ছে।
১২| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩২
সাইফুল ফারদিন বলেছেন: মুকতার আহমেদ একটা খানকির পুত। শুয়োরের বাচ্ছারে মাইরা ঝুলায়া রাখা দরকার।
১৩| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৩
যাচ্ছেতাই বলেছেন: মুকতার আহমেদকে ভালা পাওয়ার কোন কারণ দেখি না।ক্লাসে একটু যৌন সুড়সুড়ি মূলক কথাবার্তা বলা ছাড়া তার অন্য কোন বিশেষত্ব নেই।নটরডেমে চাপের মধ্যে থাকার কারণে কলেজের পোলাপাইন তার ক্লাস করে মজা পেত।কিন্তু শিক্ষক হিসেবে তার মান গড়পড়তার বেশী কিছু না। সে যে একটা মানসিক রোগী তার আরো অনেক প্রমাণ আছে।
কিন্তু তারে কখনো এতো রাগী দেখি নাই, হয়ত ছেলেটা গুরুতর কিছু করছিলো।কিন্তু তারপরও একজন কলেজের ছাত্রকে এ ধরনের শাস্তি দেয়া কখনোই উচিত নয়।তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া উচিত।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৭
সীমানা পেরিয়ে বলেছেন: পুতুপুতু কইরা পড়ায় দেইখাইতো বাইরের দেশগুলির ছাত্ররা হয় ব্রিলিয়ান্ট।
হ, আমেরিকার একাডেমিক লিডারশীপ উপমহাদেশ আর চায়না ব্লকের হাতে বেশী খোজ নিয়া দেখেন। আর দেশ থেইকা যে কয়ডা ব্রিলিয়ান্ট বাইর হয় তার মইধ্যে নটরডেম থেইকা কয় ভাগ বাইর হয় সেই হিসাব্টাও নিয়েন।
যাউক, এউডা বাদ দিয়া কন আপনের ছোটো ভাই আসলে কি করছিলো যে তার জন্যে এ শাস্তি দিসে। মোখতার স্যার বেশী রাগী এটা সবাই জানে। আপনার ভাই না জানলে তারে টিসি নিয়া চইলা আইতে কন। নটরডেমে পড়ার দরকার নাই।
আমার ছোটো ভাই যদি ক্লাশে গিয়া বদমাইসি করতো, আর তার জন্যে টিচারের শাস্তি পাইতো, তাহলে তার জন্যে ব্লগে আইসা হাউমাউ করতাম না।
স্যারের কাজটার পক্ষে সাফাই গাইছি না। আমি বলতে চাচ্ছি ক্লাশে বাদরামি কইরা রাগী টিচারকে ক্ষেপাইয়া দিয় আবার ব্লগে আইসা ভিডিও ছাড়ে তারা নটরডেমে পড়ার যোগ্য নায়।
০৪ ঠা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:০৯
পৃথি বলেছেন: "হ, আমেরিকার একাডেমিক লিডারশীপ উপমহাদেশ আর চায়না ব্লকের হাতে বেশী খোজ নিয়া দেখেন। আর দেশ থেইকা যে কয়ডা ব্রিলিয়ান্ট বাইর হয় তার মইধ্যে নটরডেম থেইকা কয় ভাগ বাইর হয় সেই হিসাব্টাও নিয়েন।"
খোজটা আপনি দিলেই ভালো হবে। নয়তো পরে আবার বলবেন আমি এইখানে সূক্ষ কারচূপি করছি।
"যাউক, এউডা বাদ দিয়া কন আপনের ছোটো ভাই আসলে কি করছিলো যে তার জন্যে এ শাস্তি দিসে। মোখতার স্যার বেশী রাগী এটা সবাই জানে। আপনার ভাই না জানলে তারে টিসি নিয়া চইলা আইতে কন। নটরডেমে পড়ার দরকার নাই।"
নটরডেমে পড়ে স্যারের মার খেতে খেতে যে আপনার সামান্য কথা বোঝার ক্ষমতা চলে গেছে তা বোঝা গেলো। আমি আমার ভাইয়ের কথা বলিনি। আমি আপনার ভাই হিসেবে একজনকে তুলনা করে কথাটা বলেছি। আর আমার ভাইরে যদি কেউ এইভাবে মাইর দিতো তাহলে আপনার বলা লাগতো না। এমন স্যারের মুখে কালি ছিটিয়ে আমি ওই কলেজ থেকে আমার ভাইকে নিয়ে আসতাম।
"আমার ছোটো ভাই যদি ক্লাশে গিয়া বদমাইসি করতো, আর তার জন্যে টিচারের শাস্তি পাইতো, তাহলে তার জন্যে ব্লগে আইসা হাউমাউ করতাম না।"
করবেন না তা তো জানা কথাই। মাথায় লাথি মারা ভিডিও দেখেও যে সেরকম মানসিক প্রতিবন্ধী স্যারের পক্ষ নেই সে যে বিয়ে করার পর বউ পেটাবে না তার নিশ্চয়তা কি? আর ব্লগে ভিডিও ছাড়াতে আপনার প্রিয় কলেজের মান সম্মান চলে গেছে তাই কষ্ট লাগছে তাই না?
"স্যারের কাজটার পক্ষে সাফাই গাইছি না। আমি বলতে চাচ্ছি ক্লাশে বাদরামি কইরা রাগী টিচারকে ক্ষেপাইয়া দিয় আবার ব্লগে আইসা ভিডিও ছাড়ে তারা নটরডেমে পড়ার যোগ্য নায়।"
পাশের জনের সাথে সামান্য কথা বলাতে যদি শিক্ষক রেগে যায় তাহলে এমন শিক্ষকের দরকার নেই। যে শিক্ষকের ক্লাস কন্ট্রোল করার ক্ষমতা নেই। যৌন-উদ্দীপনামূলক কথা বার্তা বলে ক্লাস কন্ট্রোল করতে চায় এমন শিক্ষক শিক্ষক জাতির কলঙ্কার। থু দেই এমন শিক্ষকরে। আর ভিডিও ছাড়লে যদি নটরডেমে পড়ার যোগ্যতা চলে যায় তবে সেটা আপনার কলেজের দোষ।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৭
এক্স বলেছেন: ও মুখ-তারেরর জনপ্রিয়তার কারন হল যৌন সুড়সুড়ি মূলক কথা. মানে যৌন বিকৃতি থেকেই তার মধ্যে এক ধরনের পশুত্ব ভাব চলে এসেছে, যখনই যৌন তাড়না জাগে তখনই ছাত্র পিটিয়ে সুখ লাভ করে... তার ছাত্ররা তো বড় হলে মারামারিতেই বেশি বিশ্বাসী হবে. ভাববে মাইরই হল পুরুষ হওয়ার একমাত্র উপায়.
১৬| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:০১
অমিত০৯৭ বলেছেন: এক্স খাপো মনে হয় স্যারের হাতে পোন্দানি খাইছিলো। বেয়াদবগুলারে পিটানোর উপর শাস্তি নাই। ভালো করছে ।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:০৫
রিফাত হোসেন বলেছেন: ++
১৬+ ছাত্রদের গায়ে হাত তোলা নিষেধ করা উচিত ।
১৮| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:৩২
কাউসার রুশো বলেছেন: শেখ মিনহাজ হোসেন বলেছেন: আমিও মুখতার স্যাররে ভালা পাই।।
বর্তমানে নটর ডেমের সবচেয়ে পুরনো টিচার। সবচেয়ে আনন্দদায়ক টিচারও বটে।
তার ক্লাস করতে চায় না এমন কোন ছেলে নটর ডেমে আছে বলে জানিনা।
এমনে কইরা মাইর দিলো কেন বুঝলাম না।
নিশ্চয়ই সিরিয়াস কোন কারণ আছে।
সহমত
১৯| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৬
এক্স বলেছেন: @অমিত - আমি কি আপনার দুলাভাই লাগি যে গালি গালাজ করছেন ... ওইরকম অসভ্যের মত পিটানোর পরও আপনি মুখতারকে সাপোর্ট করছেন... ব্যাক্তিত্ব কি কিছুই অর্জন করেন নাই.
২০| ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৩
এক্স বলেছেন: @অমিত - আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম. আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে আপনার মত লোকের জন্যই এইরকম ট্রিটমেন্ট দেয়া দরকার. পারলে আমার সামনে এসে ওই কথাগুলি বলে দেইখেন ...
২১| ০৪ ঠা আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৫
সীমানা পেরিয়ে বলেছেন: যৌন-উদ্দীপনামূলক কথা বার্তা বলে ক্লাস কন্ট্রোল করতে চায় এমন শিক্ষক শিক্ষক জাতির কলঙ্কার। থু দেই এমন শিক্ষকরে।
মুখতারের ক্লাশ আপনি তো করেন নাই। তাই আপনার এইসব কথার কোনো বেইল নাই।
আর ভিডিও ছাড়লে যদি নটরডেমে পড়ার যোগ্যতা চলে যায় তবে সেটা আপনার কলেজের দোষ।
আমার কলেজ আমার অহংকার। আপনি যদি নটরডেমের ছাত্র হইতেন তবে আপনার কথার কিছুটা মূল্য থাকতো। এখন সেইটা ফুটো পয়সাও নাই। আর আপনার মন্তব্য উত্তরগুলো পড়ে বোঝা যাচ্ছে "নটরডেম কলেজ" এর নামটাই আপনার গ্রাত্রদাহের কারন। আপনার মতো গোলার অভাব কম নাই যারা নটরডেমে পড়ার চান্স না পাইয়া ফাঁকতালে আইসা গালাগালি করে। অবশ্য আপনার পোস্টের টাইটেলে "নিরীহ ছাত্র" শব্দটা দিয়া কি একটা ভুল ইম্প্রেশন সৃষ্টির চেষ্টা দেইখা প্রথমে আমার সন্দেহ হইছিলো।
অফটপিকঃ আপনার ভাইয়ে কোনোকালে নটরডেমে চান্স পাইবে সেই স্বপ্ন দেইখেন না। আর নটরডেমে পইড়া কারা কি হইছে সেইটা দেখার মতো উচ্চ অবস্থানে আপনার মতো মেন্টালিটির ফালতু পোলাপানে কখনোই যাইতে পারবো না।
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১১:৩৭
পৃথি বলেছেন: "অবশ্য আপনার পোস্টের টাইটেলে "নিরীহ ছাত্র" শব্দটা দিয়া কি একটা ভুল ইম্প্রেশন সৃষ্টির চেষ্টা দেইখা প্রথমে আমার সন্দেহ হইছিলো।"
ঠিক আছে বুঝলাম, নটরডেমের ওই পোলা চরম ফাউল। তা কয়টা রেপ করসে ওই পোলা জানেন কিছু? আর নটরডেমে কি ইদানিং রেপ কেসের আসামীদের ভর্তি করা হয়?
"অফটপিকঃ আপনার ভাইয়ে কোনোকালে নটরডেমে চান্স পাইবে সেই স্বপ্ন দেইখেন না। আর নটরডেমে পইড়া কারা কি হইছে সেইটা দেখার মতো উচ্চ অবস্থানে আপনার মতো মেন্টালিটির ফালতু পোলাপানে কখনোই যাইতে পারবো না।"
আমার ভাইয়ের চিন্তা আপনের করন লাগবো না। আপনে আপনার ক্যারিয়ার লইয়া চিন্তা করতে থাকেন।
"আপনার মন্তব্য উত্তরগুলো পড়ে বোঝা যাচ্ছে "নটরডেম কলেজ" এর নামটাই আপনার গ্রাত্রদাহের কারন। আপনার মতো গোলার অভাব কম নাই যারা নটরডেমে পড়ার চান্স না পাইয়া ফাঁকতালে আইসা গালাগালি করে।"
আমার কোন লেখা পইড়া মনে হইল আমি নটরডেম কলেজ রে গাইল দিছি? আমি যদি গাইল দেই তাইলে সেইটা দিসি মুখতার হারামীরে। আপনের কলেজের লগে আমার কোনো শত্রুতা নাই। আপনে নিজে গায়ে পইড়া আপনের কলেজের কথা টাইন্না আনসেন। তা আপনে বউরে দিনে কয়বার পিটান?
আর আমার এই ব্লগ আপনের মত বউ পিটানী পাবলিকের লইগ্যা না। সো পিস অফ।
২২| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১১:২৯
সাইফুল ফারদিন বলেছেন: সীমানা পেরিয়ে@ আমার মনে হয় আপনার বিবেক বলে কিছু অবশিষ্ট নেই। নটারডমে পড়ে নিজেকে কি ভাবেন? কছু হইয়া গেছেন?? কিচ্ছু হন নি এটা আপনি বুজতে পারবেন যখন নিজেকে নিয়ে ভাববেন। নটারডমে পড়ে তো মাথায় গু গোবর ডুকাইছেন। তাই ব্লগে এসে এগুলো ছেড়ে ব্লগের পরিবেশ নষ্ট করতেছেন।
ওই শুয়োরটা যে ছেলেটারে "শুয়োরের বাচ্ছা" বলে গালি দিলো এই অধিকার তাকে কে দিলো? তাকে গালি দিতে পারত কিন্তু তার অভিবাবককে গালি দেওয়ার দ:সাহস কই পাইলো?? কোনো সুশিক্ষিত ভদ্র লোক মাথা ঠিক থাকা লোক এমন আচরন করতে পারে না। সো ওই কুত্তাটা কুশিক্ষিত, অভদ্র ও মাথা খারাপ লোক। আর এই মাথা খারাপ লোকের পক্ষে যে বা যারা কথা বলে তারা যে কোন লেবেলের এটা বলার অপেক্ষা রাখে না।
আবার ভিডিওটাতে দেখলাম ওই নির্বোধ টা ছেলেটারে হাত পা দিয়ে যথেষ্ট আঘাত করছে। আপনি তো ভাই নটারডেমের মেরোটরিয়াস ছাত্র, বলেন তো কোন আইনে আছে ছাত্রদের গায়ে আঘাত করার অধিকার। নাকি আপনি এবং আপনাদের নটারডমের ছাত্র শিক্ষকরা আইন টাইন মানেন না।
আমার মনে হয় আপনি ভিডিওটা না দেখেই আন্দাজের উপর বকে যাচ্ছেন। দয়াকরে ভিডিওটা দেখেন। তখন আপনি ও ঐ মুখোশদারী ভাল মানুষকে গালি দিবেন। উহু.. আপানর তো আবার কুকতার পিলো টিচার । আপনাকে কেনো আপনার ভাই বাপকে এমন করলে ও কুকতাররে নম নম করবেন।
আপনার মত লোকের পিছনে টাইপের সময়টা ব্যায় করে কষ্ট লাগছে। কেন যে সময় টা নষ্ট করলাম।
০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১১:৪১
পৃথি বলেছেন: চামচা টাইপের কিছু পাবলিক আছে বাংলাদেশে। যারা নিজেরে খুব বড় টাইপের মনে করে। আর আশেপাশের সবাইরে মনে করে রাস্তার ফকির।
সীমানা পেরিয়ে হয়তো জানে না, আমার স্কূল লাইফ কেটেছে নটরডেম এর বাপের কাছে সেন্ট গ্রেগরী স্কুলে।
২৩| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১১:৪৮
এক্স বলেছেন: ঢাবি বা বুয়েটেও কিন্তু খারাপ নৈতিকতা বিবর্জিত শিক্ষক ছিল এবং আছে. তাদের সমালোচনা মানেই যে ঢাবি বুয়েটের সমালোচনা তা নয়. কাজেই কলেজের গর্ব জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগছে. আপনি নটরডেমের ছাত্র ভাল কথা তার মানে কি নটরডেমিয়ানরাই দেশকে উদ্ধার করছে আর বাকীরা সব বানের পানিতে ভেসে এসেছে?
বস্তুত নটরডেমের আউটপুট কোনভাবেই বুয়েটের থেকে বেশি না, কিন্তু সেই বুয়েটের ছাত্ররাই কিন্তু দেশকে কিছু দিতে পারছে না (কারন প্রপার রাজনৈতিক লক্ষ নেই দেশের). যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটই সাফিসিয়েন্ট ইম্প্যাক্ট দিতে ব্যার্থ হচ্ছে সেখানে নটরডেম তো গনার মধ্যেই পড়বে না. তাহলে সেই ট্যাগের গর্বে এত কথা বলার মানে আছে? আর অতি উত্সাহী অমিত তো রীতিমত গালিই ঝেড়ে বসল. কিন্তু এনডিসি যদি একটা এনলাইটেড থিংকারও গডতে পারত তাতেই আর সেল্ফ মার্কেটিং করা লাগতো না, পাব্লিকই উল্টা এনডিসির কথা বলত. অমিত অথবা আপনার মধ্যে আমরা এমন কোন চিন্তাশীলতা বা বুদ্ধিদীপ্ততার দেখা পেলাম না যা এনডিসির জন্য বাজানো ভুভুজেলার সমকক্ষ হয়.
২৪| ০৪ ঠা আগস্ট, ২০১০ রাত ১১:৫১
এক্স বলেছেন: লেখক - অনেকে নিজের ভয়েড নেসকে কাটানোর জন্য একটা ট্যাগের পিছনে গিয়ে দাঁড়ায়. এবং সেটা থেকে নিজেকে ব্রান্ডিং করে. ভাই আমরাও একসময় এসব করে এসেছি আগে যখন আমাদের চিন্তা সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন বুঝি এসব কতটা ভোগাস, এরকম ঠোকর আমরাও খেয়েছি এবং শিখেছি, আশা করি উনারাও শিখবেন....
.......শেষ পর্যন্ত কিন্তু হিসাব হবে আমি কি দিলাম জাতিকে.
০৫ ই আগস্ট, ২০১০ রাত ১২:০১
পৃথি বলেছেন: কিছুই পাবে না দেশ আমাদের কাছ থেকে। হয় দেশের বাইরে যাবো নয়তো দেশেই নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। আর প্রতিদিন দেশকে গালি দিয়ে যাবো এই দেশে জন্ম নিয়েছি বলে।
তা ভাইয়া, আপনি ঢাকা কলেজের কোন ব্যাচের ছাত্র?
২৫| ০৫ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৪
এক্স বলেছেন: ২০০০ সালের পরে কোন এক ব্যাচের .... আপনিও কি ঢাকা কলেজের নাকি?
০৫ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৭
পৃথি বলেছেন: হ্যা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৫
তন্দ্রাহারা বলেছেন: ভিডিও কৈ?