নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দেলোয়ার,লেখালিখি করার ইচ্ছে নিয়েই এখানে আসা।আমি রহস্যময় বিজ্ঞান,কুরআন ও বিজ্ঞান,কবিতা ও সাহিত্য নিয়ে লেখালিখি করি।আর এর বাইরে আছে সকল ক্রিয়েটিভ চিন্তা ।

Prodipto Delwar

Prodipto Delwar › বিস্তারিত পোস্টঃ

যে পাঁচ সাহাবা দেখতে রাসুল(সঃ) এর মত ছিলো

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৬

আরব ব্যাক্তিরা অত্যন্ত সুদর্শন ও আকর্ষণীয় হয়ে থাকে। সেই হিসাবে আল্লাহর নবী মুহাম্মাদ(সঃ) এর চেহারাও ছিলো নুর ছলসানো।
কুরাইশরা ধারণা করতো চেহারা ও আচরণে আরবের যে পাঁচ ব্যক্তি রাসুল(সঃ) এর অনুরুপ ছিল তারা হলঃ

১। জাফর ইবনে আবি তালিব (রাঃ)
২। কুসাম ইবনে আল-আব্বাস (রাঃ)
৩। আস সায়িব ইবনে উবায়দ ইবনে আবদি ইয়াযীদ ইবনে হাশিম ইবনে আবদুল মুত্তালিব (রাঃ)
৪। আবু সুফিয়ান ইবনে আল হারিস ইবনে আবদিল মুত্তালিব (রাঃ) ও
৫। আল হাসান ইবনে আলী ইবনে আবী তালিব (রা)

সুত্রঃ [নিসাউন মুবাশশারাত বিল জান্নাহ,পৃষ্ঠা নং ৪২ ]

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার এই বক্তব্যর আলোকে
অবশ্যই সুত্র দিতে হবে,
কারন এটি একটি র্স্পশকাতর বিষয় ।

......................................................................
আশাকরি আপনি আমার বক্তব্যটি বুঝতে পেরেছেন ।

২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

Prodipto Delwar বলেছেন: সুত্রঃ [নিসাউন মুবাশশারাত বিল জান্নাহ,পৃষ্ঠা নং ৪২ ]

২| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ওকে।
জানলাম।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


দুনিয়ার অপ্রয়োজনীয় বিষয়ে মাথা ঘামান? ভাইবোন ব্যতিত, অন্য কেহ হুবুহু এক রকম হয় না; পোষ্ৎি আপনার কমজ্ঞানের প্রমাণ মাত্র।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

Prodipto Delwar বলেছেন: না। আমি সাহাবাদের জীবনী লিখছি উইকিপিডিয়াতে। সেখানে এইটা পড়তে গিয়ে পাইলাম। তাই দিয়েছি। আর হুবহু বলতে সম্পূর্ণ হুবহু বুঝানো হয়নি এখানে। অনেকটা একই রকম। নতুন মানুষের মনে সংশয় তৈরি হতে পারে এমন কিছু হয়তো।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

নীল আকাশ বলেছেন: বইটার লিংক দিন পড়ার জন্য।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

নীল আকাশ বলেছেন: সায়েন্টিক স্ট্যাডি বলে একই সময় পৃথিবীতে ৬ জন একই বা খুব কাছাকাছি চেহারা নিয়ে জন্মায়। কোথায় পেয়েছিলাম এখন মনে নেই।

২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

Prodipto Delwar বলেছেন: ভাই! আপনি সায়েন্টেফিক ম্যাটার না। ওটা বৈজ্ঞানিক পরিসংখ্যানের ধারণা মাত্র। এর কোন মৌলিক কোন গবেষণাও নেই। জাস্ট প্রচলিত একটি ধারণা মাত্র। আর এই হাদিস দ্বারা যেটা বলা হয়েছে এটা সম্পূর্ণ হুবহু না। প্রায় একই রকম দেখতে এমন বুঝানো হয়েছে।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

নীল আকাশ বলেছেন: জমজ ছাড়া একই রকম দেখতে হাবে কথা নয়! কাছাকাছি হবে।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

নীল আকাশ বলেছেন: আপনি ব্লগে একই সাথে কনফিউজিং কথা বলেছেন। পোস্টে বলেছেন হুবুহু। আবার প্রতি মন্তব্যে বলেছেনঃ "এটা সম্পূর্ণ হুবহু না। প্রায় একই রকম দেখতে এমন বুঝানো হয়েছে।" কোণ হাদিস থেকে পেয়েছে এটা? সহী সনদ দিন।
যেকোন একটা ঠিক হবে। কোনটা বলুন?
১। যদি হুবুহু হয় তা হলে আমাকে সেই বইয়ের লিংক দিন। আমি আজকেই প্রথম এই জিনিস শুনলাম। উনার সাথে অন্য মানুষের চেহারা মিল থাকবে এটা আমার বিশ্বাস হচ্ছে না।
২। আর যদি প্রতি মন্তব্যে ঠিক হয় তাহলে পোস্টে এডিট করে ঠিক করুন। বিষয়টা খুব সেনসেটিভ। মজা করার বিষয় নয় এটা।
আমি এই পোস্ট এখন থেকে ফলো করবো। আমি ব্লগে উলটা পালটা ইসলামিক পোস্ট দিতে মানা করেছিলাম।
ব্লগে পোস্ট দেয়া বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে লেখার ব্যাপারে কিছু অপ্রিয় সত্যকথা
ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

Prodipto Delwar বলেছেন: ধন্যবাদ আপনাকে। পোস্ট এডিট করে দিয়েছি দেখেন এইবার। আমি মুহাম্মাদ আবদুল মাবুদ রচিত আসহাবে রাসুলের জীবন কথা পড়ছি ধীরে ধীরে। সেখান থেকেই লিখেছিলাম।
লিঙ্কঃ https://www.pathagar.com/book/detail/292/4

৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

নীল আকাশ বলেছেন: পুরো বই দিতে না পারলেও যে পেজ থেকে নিয়ে লিখেছেন সেই পেজের স্ক্রীণ শট দিন। আমি সেই পেজ শুধু দেখতে চাই। এই বইতে কি সনদ সহ এটা লেখা আছে দেখতে চাই।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:০৭

ঢাকার লোক বলেছেন: বিষয়টা আমি আগে কোথাও শুনিনি। তবে নামগুলো থেকে মনে হচ্ছে উক্ত পাঁচ জনই রসুল (স) এর সাথে পৈত্রিক দিক থেকে সম্পর্কিত, কাজিন, ভাতিজা বা এ ধরনের আত্মীয়। কাজেই চেহারায় কিছু মিল থাকাটা অস্বাভাবিক নয়। তার অর্থ জমজ ভাইএর মত সাদৃশ্য ছিল তা নিশ্চয়ই নয়।

২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

Prodipto Delwar বলেছেন: লেখক বলেছেন: আপনি ঠিক ধরেছেন ভাই আপনি

৫ম জন মুহাম্মাদ(সঃ) এর নাতী

৪র্থ জন মুহাম্মাদ(সঃ) এর চাচাত ভাই। মুহাম্মাদ(সঃ) এর বড় চাচা আবদুল মুত্তালিবের ছেলে।

২য় জন মুহাম্মাদ(সঃ) এর চাচার ভাই। মুহাম্মাদ এর আব্বাসের ছেলে

১ম জন মুহাম্মাদ(সঃ) এর চাচাত ভাই। আবু তালিবের ছেলে ছেলে, আলী(রাঃ) এর ভাই জাফর।

১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:১১

ঢাকার লোক বলেছেন: দুঃখিত, উপরের মন্তব্য প্রথম ৪ জনের জনয়, আর ৫ম জন নবী ( স) এর মেয়ের ঘরের নাতী, তাই চেহারায় মিল থাকতেই পারে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.