নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দেলোয়ার,লেখালিখি করার ইচ্ছে নিয়েই এখানে আসা।আমি রহস্যময় বিজ্ঞান,কুরআন ও বিজ্ঞান,কবিতা ও সাহিত্য নিয়ে লেখালিখি করি।আর এর বাইরে আছে সকল ক্রিয়েটিভ চিন্তা ।

Prodipto Delwar

Prodipto Delwar › বিস্তারিত পোস্টঃ

ফাতিমা নামে যেসস্ত নারী সাহাবা ছিলেন তাদের তালিকা

২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

যেসব নারী সাহাবাদের নাম ফাতিমা-


১। ফাতিমা বিনতে মুহাম্মাদ(সঃ)- মুহাম্মাদ(সঃ) এর সুযোগ্য কন্যা। ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব(রাঃ) বিয়ে করেছিলেন।

২। ফাতিমা বিনতে আসাদ- মুহাম্মাদ(সঃ) এর দ্বিতীয় মা বলা যেতে পারে। মুহাম্মাদ(সঃ) দুধ মায়ের নিকট থেকে ফেরার পরে যার কাছে ২৫ বছর যাবত লালিত পালিত হয়েছে। হ্যা ইনি হচ্ছে রাসুল(সঃ) এর চাচা আবু তালিবের স্ত্রী

৩। ফাতিমা বিনতে ওয়ালিদ- ফাতিমা ইবনে ওয়ালিদ(রাঃ) ছিলেন ইসলামের বিখ্যাত সেনানায়ক খালিদ ইবনে ওয়ালিদের বোন। উম্মে হাকিমের মা ছিলেন।

৪। ফাতিমা বিনতে উমর- ফাতিমা বিনতে উমর(রাঃ) ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের মেয়ে। এবং উমরের স্ত্রী উম্মে হাকিমের কন্যা।

৫। ফাতিমা বিনতে খাত্তাব- ইসলামের দ্বিতীয় খলিফা উমর(রাঃ) এর বোন ছিলেন। এবং আশারায়ে মুবাশসিরা সাঈদ ইবনে যায়েদ(রাঃ) এর স্ত্রী ছিলেন।

৬। ফাতিমা বিনতে কায়স- মুহাম্মাদ(সঃ) এর একজন অন্যতম নারী সাহাবা। তার পিতার নাম কায়স ইবনে খালিদ। তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। ইমাম শাবী তার ছাত্র ছিলেন

৭। ফাতিমা বিনতে হিযাম- আলী ইবনে আবু তালিবে স্ত্রী ছিলেন। মুহাম্মাদ(সঃ) এর কন্যা ফাতিমা ইন্তিকালের পর আলী একেই সর্বপ্রথম বিয়ে করেন।



সবশেষে বলতে চাই। ঐতিহাসিক গণ বলেছেন মুহাম্মাদ(সঃ) এর যুগে শুধু মাত্র নারী সাহাবাদের মধ্যেই ২৪ জনের নাম ফাতিমা ছিলো।[নিসাউন মিন আসর আন-নুবুওয়াহ-২২]। আপনাদের যদি আরো জানা থাকে বলিয়েন এডিট করে দিবো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ফাতিমা আমার বোনের নাম । ফাতেমা বিনতে সাব্বির ;) =p~


হঠাৎ এমন পোস্ট কেন দিলেন? তাও আবার ফাতিমা শব্দের অর্থ তুলে ধরলেন না :)

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৮

Prodipto Delwar বলেছেন: আমি সাহাবাদের জীবনী পড়ছি একাধারে ও উইকিপিডিয়াতে লিখছি। তাই সবাইকে জানাতে চাইলাম। আর ফাতিমা শব্দের অর্থ ভাগ্যবান, বন্ধুত্বপূর্ণ, উদ্বায়ী, আনন্দদায়ক, উদার ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: অপ্রয়োজনীয় পোষ্ট।

২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

Prodipto Delwar বলেছেন: অপ্রয়োজনীয় পোস্ট নয়। একই নামের তালিকা থাকা দরকার রয়েছে। যে মুহাম্মাদ নামের বা উমর নামের কতজন সাহাবা ছিলেন তা জানা দরকার। তাহলে সাহাবাদের জীবনী গবেষণা করতে সুবিধা হয়। সাহাবাদের বংশ ট্রি সম্পর্কে জানতে এর প্রয়োজন রয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.