![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন জানি মনে হয় তোকে খুব ভালবাসতে
নিজের অজান্তেই হইত এমন হয়
আমি জানি না তোকে কখনো বলতে পারবো কিনা
হয়তো পাবো না , আবার পেতেও পারি
জানি না তুই আমার উপর অভিমান করেছিস কিনা
এও জানিনা তুই আমাকে কতটা ভালবাসিস
হয়তো বা আমায় একটুও ভালবাসিস না
তবুও খেয়ালি মন তোকে দেখতে চায়
মনে হয় সারাক্ষন শুধু তোকেই দেখি
এক পলক দর্শনের অপেক্ষায় থাকে মন
জানি না তোকে দেখলে কেন এমন লাগে
প্রকৃতির সব কিছুকে মনে হয় নতুন কিছু
কিন্তু আমি এসব মিথ্যা ছলনা চাই না
শুধু চাই তোকে অনেক বেশি ভালবাসতে
জানিনা এ আমার ভুল হচ্ছে কি না
হাজার বার চেষ্টা করেও মন থেকে সরাতে পারছিনা
শত চেষ্টা করেও ভুলতে পারছিনা
তোর দুষ্টু ঠুটের কোনায় জমে থাকা ম্লান হাসি
কিন্তু কেন আমি বলতে পারছিনা তোকে ভালবাসি
আমার ভালোবাসা তো ঝরা পাতার মত নয়
হয়তো নিজের অজান্তেই অনেক বেশি ভালবেসে ফেলেছি
তাই তকে ভালোবাসার কথা জানাতে ভয় হয়
যদি তুই একবারো ভুল করে বলিস
আম্য তুই ভালবাসিস না
তবে অনেক বেশি কষ্ট পাবো
যতটা না কষ্ট পাচ্ছি তোকে না বলতে পেরে
আমি তোকে ভালবাসি
©somewhere in net ltd.