![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় সব চ্যানেলেই দেখি বিশেষ অনুষ্ঠান বা বিশেষ পর্ব বানানোর হিড়িক। জনপ্রিয় টিভি রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানেও এর ব্যতিক্রম দেখলাম না। তারা Valentine’s Day Special Episode করবে ভালোবাসার জনপ্রিয় গানগুলো নিয়ে। কোন গানগুলো পরিবেশিত হতে পারে বা কোন গানগুলো পরিবেশিত হওয়া উচিত এ নিয়ে একটি কৌতূহল তৈরি হল। ভেবে বের ভালোবাসার কোন গানগুলো হৃদয়কে বেশি নাড়া দেয়। জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং হালের ক্রেজ তপুর একটি খুব জনপ্রিয় গানের কথা মনে পরল প্রথমেই, "একটা গোপন কথা"। গানে ভালোবাসা প্রকাশের যে আকুতি আর সরল উচ্চারণ তাতেই এই গানকে এ যুগের সেরা ভালোবাসার গান বলাই যায়। এরপর বলা যায় ক্লোজআপ ওয়ান তারকা মাহদির গাওয়া খুবই জনপ্রিয় গান ''সুনীল বরুনা''।
পাশাপাশি আরেকটি গানের কথা না বললেই নয়, গানটি হল তাহসান এর প্রেমাতাল। সফট রক ধাঁচের গান গাইতে চাইলে বোধয় এটাই গাওয়া উচিত। সম্প্রতি অসাধারণ মিউজিক ভিডিও ও সুর এর জন্যে একটি গান খুব আলোচনায় এসেছিল। গানটি হল "এক জীবনে এত প্রেম"।
শহিদ এবং শুভমিতার ডুয়েট এই গানটি তরুণ সমাজে পায় ব্যাপক জনপ্রিয়তা। তাই এই গানটির কথা ভাবা যেতে পারে। তারুণের আরেক জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ এর ভালোবাসার দুইটি খুব জনপ্রিয় গান এর কথা না ভাবলেই নয়,"এসো বৃষ্টি নামাই" এবং "ভালবাসব বাসবরে"।
এছাড়া আরও অসংখ্য ভালোবাসার গানের কথা মনে পরে যাচ্ছে একে একে। আশা করব ক্লোজআপ ওয়ানের এই স্পেশাল এপিসোডটি দর্শকের প্রত্যাশা পূরণে সমর্থ হবে।
©somewhere in net ltd.