নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Forlorn's Blog

পুক পাক পিক পিক

<<কিচ্ছু বলার নাই>>

পুক পাক পিক পিক › বিস্তারিত পোস্টঃ

প্রতিভা অন্বেষণ কার্যক্রম ও কিছু কথা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

গান মানুষের মনের খোরাক। গান শুনতে ভালবাসে না এমন মানুষ কি আদৌ খুজে পাওয়া যাবে এই বঙ্গ মুল্লুকে????? হাঁটতে, চলতে গুন গুন করে গান করে না এমন মানুষ আশেপাশে খুবই হাতেগোনা। দেশীয় গানের প্রতি মানুষের আকর্ষণ স্বভাবত বেশি থাকা উচিত। কিন্তু আজকাল খুঁজতে গেলে দেখা যায় সংখ্যাগরিষ্ঠ মানুষই বিদেশী তথা হিন্দি বা ইংরেজি গানের প্রতি বেশি ঝুঁকছে, অথচ একটা সময় ছিল যখন বাংলা গান বিচরণ করেছে রাজার হালে। বাংলা গানের এই দুরবস্তা তাহলে কোন কারণে??? যেই গান একবার শুনেই ভাল লেগে যায়, সেই গানের কথা মাথায় ঘুরঘুর করতে থাকে আমার। জানি ব্যাপারটা আমার মত অনেকেরেই ঘতে থাকে। কেনই বা থাকবে না, আগেই বলেছি গান মানুষের মনের খোরাক......।

কিন্তু আজকালের বাংলা গানের প্রতি কেন যেন কোন আকর্ষণ পাই না। হতে পারে আধুনিকতার ছোঁওয়া :P বা রুচির পরিবর্তন। বাংলা গানের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে কাজ করে যাচ্ছেন অনেকেই, কিন্তু তাদের সাফল্য কতদূর সেটা দেখার বিষয়। সঙ্গীত প্রতিভা অন্বেষণমূলক কার্যক্রম তাদের সেই প্রচেষ্টার একটি প্রয়াস। বাইরের দেশের সঙ্গীত প্রতিভা খুঁজে বের করার বিভিন্ন অনুষ্ঠানগুলো মূলত এই ধারার সূচনা করতে অনুপ্রাণিত করে। এদেশের মাঠঘাট, গ্রামগঞ্জ ও শহরের অলিগলিতে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে একাট্টা করার এর থেকে বড় সুযোগ আর কি বা হতে পারত। সেই চিন্তা থেকেই মনে হয় ২০০৬ সালে দেশের সর্বপ্রথম প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান “ক্লোজআপ ওয়ান” এর যাত্রা শুরু যার শিরোনাম ছিল “তোমাকেই খুঁজছে বাংলাদেশ”। সেই পথচলা থেকে আজ পর্যন্ত ক্লোজআপ ছাড়াও আরও অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। কিন্তু আমরা আসলেই কি পেরেছি আমাদের উপযুক্ত সেই প্রতিভাকে খুঁজে বের করতে??? এই উত্তর আমি একা দিলে কতটা যৌক্তিক হবে- সেই ভাবনা থেকেই আর দিলাম না।



এই অনুষ্ঠানগুলো থেকে প্রতিবারই একজন করে বিজয়ী সহ আরও অনেক প্রতিভা সামনে আসছে। কিন্তু আমার ধারণা আমরা সেই প্রতিভার মূল্য দিতে পারিনি যথার্থভাবে.........ঃ(।

এই সঙ্গীত প্রতিভাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু সঙ্গীত এর সাথে জড়িত মানুষগুলোরই ছিল। তাদের সাফল্য ব্যর্থতার মাপকাঠি নিয়ে কথা বলার মত সামর্থ্য যদিও আমার নেই, কিন্তু একজন সাধারণ সঙ্গীতপ্রেমী হিসেবে কথাবলার অধিকার তো আছেই। সেই অধিকার থেকে বলতে পারি যে তারা তাদের দায়িত্ব খুব সুদক্ষভাবে পালন করতে পারেননি, অন্তত আমার কাছে। এতগুলো প্রতিভা সামনে আসলো অথচ আমরা তাদেরকে খুব বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারিনি এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। কাজেই উদ্যোগতাদের উচিত শুধু মাত্র প্রতিভা খুঁজে বের করেই যেন তাদের দায়িত্ব শেষ মনে না করেন। তাদের এত পরিশ্রমের ফলে যারা একটু হলেও সামনে এগিয়ে আসছে, তাদেরকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকটাও যদি আরও সচেতনতার সাথে দেখা যায়, তাহলে হয়তো বাংলা গান আবার ফিরে পাবে তাদের হারানো অতীত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

কালোপরী বলেছেন: একমত :( :(

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

maya111 বলেছেন: সংগীত জগতের হয়াতাশাজনক অবস্থা কি লেখকের জানা নেই !!! নেট এর কল্যানে সব ব্যবসা এখন শেষ । গায়কেরা বেচে আছে স্টেজ প্রোগ্রাম করে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.