নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Forlorn's Blog

পুক পাক পিক পিক

<<কিচ্ছু বলার নাই>>

পুক পাক পিক পিক › বিস্তারিত পোস্টঃ

ক্লোজআপ ওয়ান স্পেশাল এপিসোড নিয়ে কিছু কথা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫





নতুন মঞ্চসজ্জা ও আলোকসজ্জা দিয়ে অনুষ্ঠিত হল ক্লোজআপ ওয়ান ভ্যালেন্টাইন ডে স্পেশাল এপিসোড। ট্র্যাক রাউন্ডের ডেঞ্জার জোনের এই পর্বে অংশ নেয় ১১ জন প্রতিযোগী। বাদ পড়া আরিফ, বর্ণালী ও প্রিয়াঙ্কা কে ওয়াইল্ড কার্ড দিয়ে আবারো সুযোগ দেয়া হয়। এ পর্বে অন্যতম বিচারক ফাহমিদা নবী অনুপস্থিত ছিলেন। প্রথমেই আসেন বর্ণালী, হাবীবের ভালবাসব বাসবোরে গানটি নিয়ে। বিচারক পার্থ তার সম্পর্কে বললেন কিছু জায়গায় সুর কেটে গেছে। এরপর আরিফ গাইলেন মাহাদির তুমি বরুনা হলে গানটি। বিচারক বুলবুল বললেন গানে আরও প্রেম বাড়াতে হবে আর পার্থ বললেন তারও কয়েক জায়গায় সুর কেটে গেছে। ওয়াইল্ড কার্ড পাওয়া দুই জনেরই যদি এই অবস্থা হয় তবে তাদের আনার যথার্থতা কি? অবশ্য ওয়াইল্ড কার্ড পাওয়া অপর প্রতিযোগী প্রিয়াঙ্কা অসাধারণ গাইলেন। আকাশ খুলে বসে আছি গানটি ওর গলায় অসাধারণ লেগেছে বলতেই হয়। আর তাইতো বুলবুল বললেন তুমি আমাদের মাথার মণি। পার্থ তো যেন হাঁফ ছেড়ে বাচলেন, বললেন ওয়াইল্ড কার্ড দেয়ার সার্থকতা তুমি প্রমান করলে। তবে ২-৩ জন প্রতিযোগী বরাবরের মত এবারও মঞ্চ কাঁপালেন। যেমন রিতু রাজ। কুমার বিশ্বজিতের ছোট ছোট আশা গানটি পরিবেশন করলেন অসাধারণ পারদর্শিতায়। আর তাই পার্থ উচ্ছ্বসিত হয়ে বললেন সাবাস!! তুমি আমার গর্ব!! পার্থ বিচারক হয়েও রিতু কে ভোট করার অনুরোধ জানালেন। এছাড়া খিং মং ও সুন্দর গেয়েছেন। শুধু সিম্প্যাথির জোরে না, আমার আশা থাকবে এবার সবচেয়ে যোগ্য প্রার্থীই ক্লোজ আপ ওয়ান নির্বাচিত হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

রিমন০০৭ বলেছেন: পুক পাক পিক পিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.