নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Forlorn's Blog

পুক পাক পিক পিক

<<কিচ্ছু বলার নাই>>

পুক পাক পিক পিক › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ ঃ ব্যান্ডসংগীত ও বাংলাদেশ......

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮



বাংলাদেশের বর্তমান প্রজন্মের সাথে ব্যান্ডসংগীত নামটি ওতপ্রোতভাবে জড়িত। পপ, রক, মেটাল,হেভি মেটাল ধাঁচের গান বর্তমানের তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয়। শুধু তরুণরাই কেন, ৩০ থেকে ৩৫ বয়সী মানুষদের কাছেও অতি পরিচিত। আর্টসেল, ওয়ারফেজ, অর্থহীন, শিরোনামহীন, ব্ল্যাক, শূন্য, নেমেসিস নামগুলো সবার মুখে মুখেই শোনা যায় আজকাল। কিন্তু অনেকেই হয়তো জানেন না দেশে ব্যান্ডসংগীতের শুরুর দিককার কথা। বাংলাদেশে ব্যান্ডসংগীতের সূচনা মূলত ষাটের দশকে। সে সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে Windy Side of Care ( Ex-Iolites), The Lightnings, Rambling Stones, Ugly Phases and Insex Dui এগুলো এক নতুন ধারা যোগ করে বাংলা সঙ্গীতের ইতিহাসে। মানুষ সবসময়ই নতুনের পূজারি, তাই এই নতুন ধারা তখন থেকেই জনপ্রিয়তা পায়। কিন্তু আধুনিক সাউন্ড সিস্টেম কিংবা ভালো গিটার, ড্রামসের অভাবে খুব বেশি দূর এগুতে পারে নি। দেশের প্রথম অর্কেস্ট্রা ব্যান্ড হিসেবে চট্টগ্রামে “Zinga Goshty” গঠিত হয় ১৯৬৩ সালে চট্টগ্রাম কলেজের কয়েকজনকে নিয়ে। Zinga Goshty নতুনত্ব নিয়ে আসে বাংলা গানে। রবীন্দ্র, নজরুল ও বিভিন্ন জনপ্রিয় বাংলা গানকে ওয়েস্টার্ন অর্কেস্ট্রা স্টাইল এ গেয়ে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয় পরবর্তী প্রজন্মকে।











(১৯৬৩ থেকে ২০০৭ পর্যন্ত গঠিত কিছু পরিচিত ব্যান্ডের নামের তালিকা, Source : WIKIPEDIA)



বাংলা পপ আর ব্যান্ড সঙ্গীতের জগতে ‘গুরু’ হিসেবে খ্যাত সবচেয়ে প্রিয়নাম আজম খান। সত্তরের দশকে তার আগমন যেন ব্যান্ড জগতে অন্য কিছুর স্পর্শ দেয়। সত্তরের ব্যান্ডগুলোর মধ্যে “Souls” আরেকটি জনপ্রিয় নাম। সত্তর থেকে এখন পর্যন্ত Souls এর বেশ কিছু গান এখনও শ্রোতাদের মনের মধ্যে গেথে আছে। নাসিম আলি খান, পার্থ বড়ুয়া সেই সময় থেকে ব্যান্ডের সাথে থাকলেও জনপ্রিয় অনেকেই Souls এর সাথে কাজ করেছেন। তাদের মধ্যে কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, তপন চৌধুরী, পিলু খান নামগুলো সবার ই চেনা।





নতুন অ্যালবাম খুব কম থাকলেও নাসিম আর পার্থ এখনও বিভিন্ন কনসার্ট জমাচ্ছেন পুরনো সব জনপ্রিয় গান দিয়ে। পার্থ বড়ুয়া আবার গত কয়েক বছর ধরে “ক্লোজআপ ওয়ান” এ বিচারক হিসেবে আছেন। পাশাপাশি বিভিন্ন নাটকেও তাকে দেখা যাচ্ছে সাবলীলভাবে। Souls নামটি বারবার আসার একটা কারণ ও আছে। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘Shocking Blue’ দেশে কোন গ্রুপ এর গাওয়া প্রথম অ্যালবাম। ‘Feedback’(১৯৭৬), ‘Miles(১৯৭৮)’ এই দুটি হেভিওয়েট ব্যান্ডের শুরুও কিন্তু সত্তরে। Souls এর মত Miles এখনও সমান জনপ্রিয়। আশি আর নব্বই এর দশকে ব্যান্ডসংগীত যেন পরিপূর্ণতা পায় সুমন, আইয়ুব বাচ্চু, জেমস এদের হাত ধরে। পরবর্তীতে শুধু পপ গানেই আটকে থাকে নি বাংলা ব্যান্ড এর গান। বিশ্বের সাথে তাল মিলিয়ে আরও এগিয়ে গেছে বাংলা গানের এই জগত। আর বর্তমানের কথা তো আগেই বললাম। আশা করি আরও এগিয়ে যাবে এই ধারা.........



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.