নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Forlorn's Blog

পুক পাক পিক পিক

<<কিচ্ছু বলার নাই>>

পুক পাক পিক পিক › বিস্তারিত পোস্টঃ

প্রতিযোগীদের দ্বৈত এবং বিচারকদের ত্রয় প্রতিযোগিতা!!!!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১





ক্লোজআপ ওয়ানের আজকের দ্বৈত প্রতিযোগিতাটা বেশ উপভোগ্যই ছিল। কনসেপ্টটা অসাধারণ। প্রায় প্রত্যেক প্রতিযোগীদের জন্যে বিচারকদের রায়ের পার্থক্যটাও বেশ উপভোগ করলাম। যেমন সোহাগ ও রফিক গাইলেন আব্দুল করিমের গান বসন্ত বাতাসে গানটি। আমি যদিও সঙ্গীত বিশেষজ্ঞ নই তবে আমার ভাল লেগেছে রফিকের পারফর্মেন্স। তবে পার্থ বড়ুয়া ছাড়া সবাই রায় দিলেন সোহাগের পক্ষে। আবার রিমঝিম ঝিম বৃষ্টি গানে পার্থ ও ফাহমিদা রায় দিলেন টুটুলের পক্ষে কিন্তু বুলবুল রায় দিলেন কেয়ার পক্ষে। এ নিয়ে কিঞ্চিত বিতর্ক ও হল :P বুলবুল বললেন টুটুলের সুর কেটে গেছে আর গানে সুরই আসল, কিন্তু পার্থ বললেন কেয়ারই সুর গেছে শুরুতে!!! হাহা। বিচারকদের এ মতপার্থক্য বেশ উপভোগ্যই বটে। তবে সব ক্ষেত্রেই যে মতপার্থক্য ছিল সেটা বলা ভুল হবে। রিতু ও কৌশিকের গাওয়া জীবনানন্দ হয়ে গানটির ক্ষেত্রে তিন বিচারকই একমত ছিলেন রিতুর ব্যাপারে। অবশ্য রিতুর প্রতিদ্বন্দ্বী নেই বলেই মনে হয় আমার কাছে। ওর ভয়েসটাই অন্যরকম আর খুব কনফিডেন্টও। সবশেষের সারপ্রাইজটা নিয়ে না বললেই নয়। আমার খুব পছন্দের হুইসেল কুইন সিঁথি বাদ পরায় খারাপ লেগেছিল কিন্তু আজকে ওকে সুযোগ দেয়ায় ভালো লাগল। আজকেও শুরু করল হুইসেল দিয়ে!!! অসাধারণ পারফর্মেন্স। গত পর্বে অনুপস্থিত থাকা আল আমিন ও আজকে গাইলেন সিঁথির সাথে। বিচারকেরা সবাই বললেন যে ওদের দুইজনেরই থাকা উচিত। ওদের গাওয়া আমি তোমার মনের ভেতর ডুয়েটটাই আজকের বেস্ট পারফর্মেন্স ছিল। আশা করব ক্লোজ আপ ওয়ানের সামনের পর্বগুলোতেও অনেক বৈচিত্র্য থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.