নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়ি। লিখি।

পুলক বিশ্বাস

সকল পোস্টঃ

বিসর্জন

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩

ভেসে ওঠা খড়ের আঁটি দেখে বুঝে গেছি
একদিন পুজো হয়েছিল
.
বিসর্জিত হয়েছিল কোনো এক কাশভর্তি ঋতুতে
শরীরে নারীচিহ্ন ফুটে আছে
.
উর্ধ্বপদ, হেঁটমুখে পদ্মনাভির সুতো আঁকড়ে
আমিও ভেসেছিলাম দশমাস–দেবতাদেহে
.
বলো মাঝি, কে কার প্রতিমা…!
.

মন্তব্য১০ টি রেটিং+১

দ্রুত আড়ালে যায় খবর…

১৮ ই মে, ২০১৮ রাত ১১:১০

চলে যাচ্ছো গ্রহ ছেড়ে
ভরসা ওইটুকুই, আবার ফিরে আসবে
.
ছেড়ে যাচ্ছো ভাবলেই কান্না আসে
গলুইয়ে বসে সাবধানে খুলি নৌকোর-
ভেজাকুচি
চতুর আঙুল থেকে টুপটাপ গড়িয়ে পড়া
সংসারের খেয়াল
.
তোমার সফেদ আদর জের টানা হালখাতায়
তবুও
বেশ খরা...

মন্তব্য৪ টি রেটিং+০

জলের পাতন

১৭ ই মে, ২০১৮ রাত ১১:০৮

ভেঙে গেলে
সূঁই দিয়ে কী সেলাই হতে পারে
আড়ালের সাঁকো
যতই জুড়ে যাচ্ছো শ্লেটের শরীর–
তারাফোটা ইমন-বলয়
ঝরে পড়ে স্বরগ্রাম, বাউলিয়ানা কৈশোর
.
মোছো শ্বেতলিপি-চারুময় ছায়াঘুম
তীব্র ঘর্ষণে মুছে ফেলো চকশব্দ
তৎসম অজস্র আঁখর
.
অতঃপর তাপ দাও উচ্চগ্রাম, জলের...

মন্তব্য৬ টি রেটিং+০

জলবিদ্রোহ

০৫ ই মে, ২০১৭ রাত ১০:০৬

এখনি আসার সময় হলো
আঁজলায় খানিকটা জল নিয়ে
কতটা সমুদ্র অপেক্ষা করেছি
তোমার তো প্রহর খেয়াল থাকে না
খেয়াল থাকে না এভাবে ক’টি জলবর্ষ মিশে গেছে
হাওয়ায়
.
এখন জেলেদের ফিরে...

মন্তব্য২ টি রেটিং+০

মৃত্যুচিন্তা

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০০

.
বুকের ডানদিকের ব্যথাটা আবার জেগে উঠছে
দল বেঁধে নামে মৃত্যুচিন্তা
এভাবে
মৃত্যুর স্বাদ ক’জন পায় বলো
.
আয়ু ক্ষয়ে ক্ষয়ে যায়
মরে যাচ্ছি আমি প্রতিদিন
একটু একটু করে
.
এ নির্জন বিকেলে
ডায়াগনস্টিক সেন্টারে ফাইনাল
চেক আপের জন্যে...

মন্তব্য১ টি রেটিং+২

কবিতার জল

২১ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০১

.
তোমাকে এখনো পাঠ করি
স্বপ্নে-ভ্রমণে-গানে-কবিতায়
এসব জেনেও
নক্ষত্রের দিকে তাকিয়ে একরাশ হাহাকার ছাড়ো
বেশ লাগে
.
আমিতো কেবল খেলা করি অলস শব্দদের বাগানে
তবুও কী মনে হয়
ওই দূর পরবাসে
তোমার নাক-থুতনির ঘামবিন্দু
আমার নজর এড়িয়ে কবিতার জলে মেশে
.

মন্তব্য১৩ টি রেটিং+৩

জল ছুঁয়ে ফেলি

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪১

তোমার যৌবন যূথিকামালা, ওষ্ঠপুঠের ধ্রুপদী আহ্বান ছুঁতে
ভুল করি
ছোঁয়ার তাড়নায় জলে পা দিতেই ভাঙনের শব্দ শুনে
ফিরে আসি নদী থেকে
সন্তরণের ভয়ে পায়ে হাঁটি উপবনের গহিন পথ
-
উদাসীন কাঁটাঘাসের পিঠে মানচিত্র এঁকে
যেই বুকপকেটে আলো...

মন্তব্য০ টি রেটিং+০

লোনা বাতাসে ওড়ে দীর্ঘশ্বাস

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:২০

অজুহাতের মুখোমুখী গণতন্ত্রের প্রতিশ্রুতি-
আগাম বর্ষার রঙ মেখে সময়ের আনাচকানাচ লুকোচুরি খেলে
ভো্টের দরবার
দেখা যায় পেরেকবিদ্ধ শৈবাল-প্রবালের সৃষ্টিজঠরে
পাপস্খলিত আগুনের ভিড়

জোনাকিদের হলুদ ছোটাছুটি সন্ধ্যারাগের সীমারেখায়
মুক্তো ছিনিয়ে কৃতকর্মের চালচিত্র দাপিয়ে বেড়ায়
নিকষ সুগন্ধীমাখা...

মন্তব্য০ টি রেটিং+০

হৃৎপিন্ড নিভে যায়

১৪ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

কেবলি বাড়ে ভুলের মাশুল, পাপের শর্করা
অলিগলিতে রোদ্রের আগুন পোড়ার পর মিথ্যে প্রতিশ্রুতির পসরা-
ক্রোধের কালো রোশনাই
রিমোর্টের বোতাম চেপে দুঃখ ছিটিয়ে বললে
আমি কিছু দেখি নাই…

অতঃপর যথারীতি এম.আর.আই. এর সুড়ঙ্গে
কখনো কোমায়
স্তিমিত হৃদকম্পে...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.